“অভ্র কিবোর্ড” – এর বিকল্প “গুগল”

ওয়েবে বাংলা লেখার জন্য অন্যতম জনপ্রিয় টুল "অভ্র কিবোর্ড". ইংরেজি কিবোর্ড লেআউট ব্যবহার করে বাংলা লেখাকে অনেকটা সহজ করে দিয়েছে এই অভ্র. কিন্তু সম্প্রতি একে আরো একধাপ এগিয়ে নিয়ে গেলো গুগল. গুগল নিয়ে এসেছে তাদের নিজস্ব বাংলা ফোনেটিক কিবোর্ড যা গুগল অক্ষরীকরণ ব্যবস্থা বা Google Transliteration System নামেও পরিচিত. আসুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই-

সুবিধা:
১. এর কিবোর্ড ম্যাপিং আরো বেশি ব্যবহারবান্ধব. আপনি যেই শব্দ যেভাবে উচ্চারণ করেন ঠিক সেভাবেই লিখলে গুগল তাকে আপনার কাঙ্খিত শব্দে পরিণত করে দিবে. তাতে আপনার লেখার গতি বেড়ে যাবে কয়েক গুন.
উদাহরণ: s+w+a+v+a+b+i+k = স্বাভাবিক (অভ্র)
s+h+a+v+a+b+i+k = স্বাভাবিক (গুগল)

২. উন্নত সাজেশন ব্যবস্থা. আপনার প্রতিটি অক্ষর লিখার সাথে সাথে গুগল তাদের ডাটাবেস থেকে সম্ভাব্য শব্দে লিস্ট দিবে. এতে করে আপনার বানান ভুলের সম্ভাবনা একেবারে কমে যাবে.
উদাহরণ: u+d+a+h+o+r+o+N = উদাহর (অভ্র)
u+d+a+h+o+r+o+n = উদাহর (গুগল, এখানে 'উদাহর' => 'উদাহর' হয়ে গেছে)

৩. গুগল ঘন ঘন ব্যবহৃত শব্দগুলোকে বেশি প্রধান্য দেয়. এতে লেখা আরো সহজ হয়ে যায়.
উদাহরণ: আমি যদি একবার udarohon = উদাহর লিখি তাহলে সে পরবর্তীবার udarohon = উদাহর সাজেস্ট না করে 'উদাহর' সাজেস্ট করবে.

অসুবিধা:
১. এখানে বাক্যের শেষে দাড়ি(|) দেয়ার কোনো ব্যবস্থা নেই. আপাতত ফুলস্টপ(.) দিয়েই কাজ চালাতে হবে.

২. নিজের পছন্দ মতো শব্দের উপর চন্দ্রবিন্দু(ঁ) দেয়া যাচ্ছে না আপাতত. আপনারা কেউ পারলে জানাবেন.

টেস্ট:
নিচের লিঙ্ক থেকে বাংলা কিবোর্ডটি টেস্ট করে দেখতে পারেন. ভালো লাগলে নিচের ডাউনলোড সেকশন থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন.
Click This Link

ডাউনলোড:
এখান থেকে ডাউনলোড করুন

ইনস্টল:
ইনস্টলেশন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন .

আমি ইনস্টলেশন নিয়ে বিস্তারিত কিছু লিখলাম না কারণ ওই লিঙ্কে সব বিস্তারিত দেয়া আছে. তাও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে উত্তর দেয়ার সর্বোত্তম চেষ্টা করবো(যদি পারি :P)

Level 0

আমি নিঃসঙ্গ গ্রহচারী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইনস্টল করতে গিয়ে unknown installer error আসছে কি করব ভাই?

    আমার এমন কোনো এরর মেসেজ আসে নাই তাই ঠিক বলতে পারছি না. খুব সম্ভবত ডাউনলোড করা ইনস্টলার-এ সমস্যা. আবার ডাউনলোড করে দেখতে পারেন.

ধন্যবাদ খুব কাজের জিনিস… আর এই লেখাটি সেখানেই লিখলাম..

খুব-ই সুন্দর |

এটা সরাসরি http://www.google.com/ime/transliteration/ লিঙ্ক থেকেও ডাউনলোড করা যায় | তবে লিঙ্কে গিয়ে আগে ভাষা নির্বাচন করে দিতে হয় | চেষ্টা করে দেখতে পারেন |

ধন্যবাদ |

http://www.google.com/ime/transliteration/index.html
এই লিংক সেটআপ হয়।

ধন্যবাদ সুন্দর একটা টিউনের জন্য

Level 0

ভাই আপনাকে অনেক ধন্যবাদ . অনেক দিন পর techtunes থেকে আমার একটা কাজের জিনিস পেলাম. কারণ আমি বাংলা ভালো লিখতে পারিনা . আমি অন্য প্রসেস এ translate করতাম. এটা তার চেয়ে অনেক সহজ.

happy new year

গুগলকে টেক্কা দেওয়ার জন্য এএএস ও বানিয়েছে! বিস্তারিত দেখুন! http://goo.gl/XBCT

অসাধারণ টিউন অনেক উপকারী ধন্যবাদ আপনাকে.সুন্দর একটি লেখার জন্য.

ভাই আপনি আমার বিরাট উপকার করলেন,আল্লাহ আপনের ভালো করুক

ধন্যবাদ সুন্দর টিউন

তারপরও অভ্র ই বেস্ট