ডাউনলোড করুন ফ্রি শশী ইংলিশ টু বাংলা ডিকশনারী ( প্রায় সব শব্দের অর্থই পাওয়া যায় এতে )

ইংরেজী শব্দের অর্থ নিয়ে মাঝে মাঝেই ঝামেলায় পড়েন? বিশাল ডিকশনারী নিয়ে খুজতে খুজতে হয়রান হতে হয় ? কাগুজে ডিকশনারীর দিন শেষ। সহজেই আপনি আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারেন ” শশী ইংলিশ টু বাংলা ডিকশনারী ” ।

প্রত্যেকটি শব্দের অর্থকে স্ক্যান করে বানানো হয়েছে এই ডিকশনারী। উদাহরনের মাধ্যমে দেখা যাক তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হতে পারবেন। ধরুন আপনি come শব্দের অর্থ জানতে চান। ডিকশনারীটা ওপেন করলে আপনি নিচের মত পাবেনঃ

come লিখে go তে ক্লিক করলে এর অর্থটা দেখাবে নিচের মতঃ

ভাল লাগলে প্রায় ৮৮ মেগাবাইটের এই ডিকশনারীটা ডাউনলোড করতে পারেন এখান থেকে

Level 0

আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    হুম। আইডিএম দিয়ে ডাউনলোড দিলে রিজিউম সাপোর্ট পাবেন। ৮৮ মেগা তো খুব বেশি না। ঘন্টা দুয়েক লাগতে পারে সর্বোচ্চ। অবশ্য যারা ১ জিবি ব্যবহার করেন তাদের জন্য একটু কষ্টকর।

    Level 0

    আমিও ১ জিবি ব্যবহার করি, তারপরও একদিন p4 ব্যবহার করলে অবশ্যই ডাউনলোড করব। আমি এর আগেও অনেক ছোট ছোট ডিকশনারী ডাউনলোড করেছি, কিন্তু কাজের না,এটার সাইজ দেখে মনে হচ্ছে হেব্বি কাজ দিবে…….
    শেয়ার করার জন্য ধন্যবাদ…….

    হুম। কাজে দেবার কথা। ছবিতে যেরকম দেখছেন সেরকম। come লিখে Go প্রেস করায় come এর চৌদ্দ গুষ্টি উদ্ধার করে ছেড়েছে 😛 😛

    ফাউল একটা ডিকশনারী…..এটাতে অল্প শব্দ আছে।

ধন্যবাদ রনি পারভেজ ভাই, এই রকম একটি ডিকশনারীর খোঁজ দেওয়ার জন্য।
যারা ৮৮মেগাবাইট দেখে ডাউনলোড করতে সাহস পাচ্ছেন না, তাদের জন্য অনলাইন ইংলিশ টু বাংলা ডিকশনারীর লিংক দিলাম
http://www.ittefaq.com/dict/
(ধন্যবাদ)

গুগল ডিকশনারি কই গেল?

    http://www.google.com/dictionary
    এইখানে আছে। 🙂
    বাংলাদেশের বেশিরভাগ কম্পিউটার ব্যবহারকারীই ইন্টারনেট ব্যবহার করেন না। তাদের জন্য কাজে লাগবে অফলাইন ডিকশনারীটা।

সত্যি গুগল ডিকশনারিটা ভাল।

    গুগলেরটা যে ভাল তাতে সন্দেহ নেই। তবে অফলাইনের জন্য এটাও ভাল। আরেকটা আছে সিলিকন ভ্যালি। ওটাও ভাল।

Level 0

IDM দিয়ে ডাউনলোড দিলাম দেখি কেমন। তবে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

🙂

অনেক আগেই শুনেছিলাম তবে ডাউনলোড করা হয়নি। ধন্যবাদ টিউনের জন্য।

ধন্যবাদ ভাই, কিন্তু ডাউনলোড হচ্ছে না। আপনার লিং টিতে মনে হয় সমস্যা আছে। দয়া করে সম্পুনর্ন ঠিকানা দিন।

Level 0

ধন্যবাদ রনি শেয়ার করার জন্য। অনেক আগে থেকেই এটা ব্যবহার করছি। ডিকশনারী টা এক কথায় সত্যি ই অতুলনীয়! একটু বড় হলে ও ডাউনলোড করে দেখুন-কেউই ঠকবেন না আশা করি।

হ্যাঁ, এটা ভালো ডিকশনারী। আমিও ব্যবহার করছি অনেক আগে থেকে।আপনারাও ট্রাই করেন।
ধন্যবাদ রনি ভাই

আমি কয়েকদিন আগে ডাউনলোড করেছি। কিন্তু রান হচ্ছেনা। এ্যাপ্লিকেশন এরর দেখাচ্ছে। কি করব জানালে উপকৃত হব।

টিউনের জন্য ধন্যবাদ।

    কি করতে হবে জানা নাই ভাইয়া। হয়তো ভাইরাসে কোন ফাইল খেয়ে ফেলেছে। 🙁

এখানে কি নতুন শব্দ যুক্ত করা যায় ????
নতুন শব্দ যুক্ত করার ক্ষেত্রে কি কোন লিমিটেশন আছে ?????

@ রনি পারভেজ টিউন করার আগে অবশ্যই দেখে নিবেন একই জিনিস নিয়ে আগে কেউ টিউন করে ছেন কি না। এই টিউন টি পাবেন https://www.techtunes.io/download/tune-id/8312/ এখানে।

একই বিষয়ের টিউন বার বার করে শুধু শুধু টেকটিউনস্‌ এর ডেটাবেজ এর জায়গা নষ্ট না করানোর জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। তাই টিউন করার আগে অবশ্যই সবাই দেখে নিবেন উক্ত বিষয়ের উপর পূর্বে কেঊ টিউন করেছে কিনা।

তবে টিউন করার জন্য ধন্যবাদ।

    আপনার টিউনটি আগে দেখিনি। আন্তরিকভাবে দুঃখিত। 🙁 🙁

    ঠিক আছে।

    এর পর থেকে সবাই ঠিক করে টিউন করবেন

Thanks a lot. রনি ভাই। এখন ডাউনলোড হচ্ছে। Thank you.

আমার তো ৫১২
অতএব ডাউনলোড করার কোন প্রশ্ন ই আসেনা

Level 0

hmm.Its very good dictionary.working in my win7 laptop.thnx to mr.Rony.

Level 0

ভাই এখন ২০১২ তাও আমি আই তা খুজসিলাম পেয়ে গেলাম … ধন্যবাদ ভাই।। :O