এই লেখাটা অনেক পুরনো প্রসঙ্গ নিয়ে। বাংলা ভাষায় মাইক্রোসফট অফিসের প্রবর্তনের খবরটি আমার জানা ছিল না। এমন কি মাইক্রোসফটের যে বাংলাদেশী ওয়েব সাইট আছে সেটাও চোখে পড়েনি কখনও। আমি আবার উইন্ডোজ আর অফিস নিয়ে বরাবরই একটু পিছিয়ে থাকতে পছন্দ করতাম। উইন্ডোজ এক্স পি আর অফিস ২০০৩ নিয়ে ভালই ছিলাম। হঠাত কি যে হল, একটা রিভিও পড়ে মনে মনে ঠিক করলাম, উইন্ডোজ ৮ ইন্সটল করব। যেমন ভাবা তেমন কাজ। ওয়েবে এদিক সেদিক ঘোরাঘুরি করে উইন্ডোজ প্রো ইন্সটল, এমনকি পাকাপাকিভাবে একটিভেট করেও ফেললাম। লেটেস্ট অপারেটিং সিস্টেমই যখন ইন্সটল করলাম – অফিসটাই বা বাদ থাকে কেন। তাই, লেটেস্ট না হলেও, অফিস ২০১০ ও ইন্সটল করে ফেললাম। কি যেন একটা প্রয়োজনে গুগল করার কারনে, মাইক্রোসফটের বাংলাদেশী সাইটে যেয়ে পড়লাম, আর এখানেই দেখা হল, বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক এর সাথে। আমার যেহেতু জানা ছিল না, তাই অনেক উত্তেজনা নিয়ে ডাউনলোড করে ইন্সটল করে ফেললাম বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক। কিন্তু সত্যি বলতে কি, আমি যা দেখলাম তাতে হতাশ হয়েছি। মানলাম, বাংলায় উইন্ডোজ বা অফিসের বিভিন্ন মেনু বা কমান্ডের প্রতিশব্দ পাওয়া যাবে না, কিন্তু সাধারন মানুষের বোধগম্য ভাষান্তর না করলে ভাষান্তরের কোন মাহাত্যই থাকে না। মাইক্রোসফট অফিস যেহেতু একটি মূল্য সংযোজিত পণ্য (ওপেনঅফিস এর মত ফ্রি ওপেনসোর্স অ্যাপ্লিকেশন নয়), তাই যারা এর বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক তৈরি করেছেন তারা নিশ্চয়ই পারিশ্রমিকের বিনিময়েই তা করেছেন। তাঁদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, তাঁরা হয়তো তাঁদের কর্পোরেট দায়িত্বটি পালন করেছেন, কিন্তু আমার মনে হয় একজন বাংলাদেশী ও বাংলা ভাষাভাষী হয়ে তাঁরা মাতৃভাষার প্রচলন/বিস্তারে যথার্থ দায়িত্ব পালন করতে পারেননি। আমি এখানে আবারও ধরে নিচ্ছি, বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাকটি যেহেতু “বাংলা (বাংলাদেশ)” হিসেবে নামকরণকৃত, এর ডেভেলপার হবেন বাংলাদেশী কেউ বা কারা।
ফাইল মেনু
ইনসার্ট মেনু
পেজ লে-আউট মেনু
ছবিগুলো থেকে বুঝতে পারছেন, বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক সম্বলিত অফিস ব্যবহার করবার আগে আমাদের অফিস এর বাংলা পরিভাষার উপর মোটামুটি একটা কোর্স করে নিতে হবে। মাত্র কয়েকটি উদাহরণ দেখুনঃ
Home > আদ্যাবাস, Page Layout > পৃষ্ঠার বহির্বিন্যাস, References > প্রসঙ্গযোগ, Mailings > ডাক, Review > পুনর্বীক্ষন, Add-Ins > অন্তর্যোগ
এই বাংলা কতজন বুঝবে আর কতজনের লাভ হবে, আমি জানিনা।
মাইক্রোসফট অফিসে বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক প্রবর্তন হয়েছে সম্ভবত অফিস ২০০৭ থেকে। সেই ৯০ এর দশকের মাঝামাঝি থেকে যদি ধরি, তাহলে প্রায় দুই যুগ পরে আমরা বাংলায় অফিস পেয়েছি। এটা ছিল সর্বাধিক কথিত অন্যতম ভাষার প্রতি দারুন এক অবিচার। দেরীতে হলেও মাইক্রোসফট বাংলা ইন্টারফেসে অফিস এনেছে। ধন্যবাদ না দিলেও, তাদের প্রতি রাগটা একটু কমেছে। কিন্তু বাংলা ভাষার প্রতিশব্দ ব্যবহারের নমুনা দেখে আবার রাগটা বেড়ে গেল। আশা করি এর উন্নতি হবে।
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
jhetu, online version available, no need to install 600MB MS Office. 🙂