ফটোশপে বাংলা লেখুন অভ্র দিয়ে,খুব সহজেই

আমরা যারা অভ্র দিয়ে বাংলা লিখি, তারা ফটোশপে বাংলা লিখতে গিয়ে ভীষণ রকম ঝামেলায় পড়ে যাই। তবে অভ্র এবং ফটোশপে কিছু অপশন পরিবর্তন করে আমরা খুব সহজেই এই ঝামেলা থেকে মুক্তি পেতে পা্রি। কিভাবে তা আমরা এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে জেনে নিতে পারবো...

 

টিউটোরিয়ালটি কেমন হলো জানাতে ভুলবেন না যেন

Level 0

আমি ছবির ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শেখার চেষ্টা করছি অনেক কিছুই।কিন্তু শেষ পর্যন্ত শেখা হয় না কিছুই।তারপরও যতটুকু শিখতে পারি তা শেয়ার করতে ভালোবাসি অন্যদের সাথে।পড়াশোনা অন্য বিষয়ে হলেও কম্পিউটারের প্রতি রয়েছে অদম্য আগ্রহ।মাঝে মাঝে মনে হয় এরচেয়ে আর ভালো কোনো বন্ধু হতেই পারে না।স্বপ্ন অনেক, তার মধ্যে একটি হলো গ্রাফিক্স ডিজাইনার হওয়া।তাইতো আজকে আমার এই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার ভিডিওটি দেখলাম । ভালো হয়েছে অবশ্যই । তবে অন্য আরেকটি প্রক্রিয়া আছে । প্রক্রিয়াটি হলঃ

আমরা অভ্রের মেনুতে গিয়ে Tools-এ ক্লিক করলে সাব মেনুতে একটি অপশন পাবঃ Unicode to Bijoy Text converter. এটি সিলাক্ট করলে আমরা নতুন একটি উইন্ডোতে দেখবো দুটি খালি স্থান আছে । আমরা উপরের স্থানে যে কথাটি লিখতে চাই সেই ব্যাপারটি লিখে Convert to bijoy encoding-এ প্রেস করলেই নিচের আউটপুটে ওই লেখাটির বিজয় ইঙ্কোডিং ফর্মটা দেখাবে । সেই লেখাটি ফটোশপে টেক্সট টুল নির্বাচন করে পেস্ট করে দিলেই হবে । এক্ষেত্রে ANSI সাপোর্টেড ফন্ট নির্বাচন করলেই হয়ে যাবে ।

    @রুমার: হুম ,এটা জানতাম না। শেয়ার করার জন্য ধন্যবাদ। 😀

    Level 0

    @রুমার: ভাই, সরাসরি যেখানে ASCII Font এ লিখতে পারছেন এই পদ্ধতিতে, সেখানে আপনি আবার কনভার্টার ব্যবহার করতে চাইছেন কেন 😉 , কনভার্টার তখনই দরকার যদি কেউ আপনাকে ইউনিকোড ফন্টে তার লেখা সাপ্লাই করে।

ভাল হয়েছে।

আচ্ছা অভ্র দিয়ে কেন ফটোশপে ঠিকমত লেখা যায় না? এর কারনটা কি কেউ বলতে পারবেন। :/

Level 0

hmm

নতুন কিছু শিখতে পারলাম না, এইটা আগে থেকেই জানতাম। কিভাবে “আল্লাহ” “প্লেন” এই লেখাগুলো, কিভাবে ফোটোশপে লিখা যায়, সেটা কেউ জেনে থাকলে একটা টিউটোরিয়াল করেন। যুক্তাক্ষর লিখতে অনেক সমস্যায় পরতে হয়।

rupali font chara hobe jodi na hoy tahole rupali font ta diyen please

ধন্যবাদ

CS 6 এ এমনিতেই ইউনিকোড দিয়ে বাংলা লিখা যায়। তবে সমস্যা হয় আনসি কোড লিখতে। এছাড়া স্টাইলিশ বিভিন্ন বাংলা ফন্ট দিয়েও লিখতে সমস্যা হয়। কোন সমাধান থাকলে জানাবেন।

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): ভাইয়া সি এস ৬ আমি এখনো ব্যাবহার করিনি, তাই ব্যাপারটা জানি না।স্টাইলিশ বিভিন্ন বাংলা ফন্ট এর ব্যাপারটা জানতে পারলে জানাবো।

    আমি নিজেই শিখছি আর টিউটোরিয়াল বানাচ্ছি 😛 ।আর একটা কথা ভাইয়া,এই ব্লগে দেখলাম-আপনি ফটোশপ এক্সপার্ট।আপনি চাইলে আমার ব্লগে ফটোশপ টিঊটোরিয়াল লিখতে পারেন 😀 ।খুশি হবো।

    যদি ইচ্ছা আর সময় পান, আমার সাথে যোগাযোগ করতে পারেন।

    https://www.facebook.com/chobir.chele

    ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

স্টাইলিশ বিভিন্ন বাংলা ফন্ট এর ডাউনলোড লিংক দরকার । তাছাড়া স্টাইলিশ বাংলা ফন্ট দিয়ে একই পদ্ধতিতে লিখা যায় কিনা বলবেন?

টিউটোরিয়াল ভাল হইছে। ভিডিও রেকর্ড করেছেন কোন সফটওয়্যার দিয়ে?

আমি অভ্র ব্যবহার করে মজাই পাচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে ফটোশপে বাংলা লিখতে ঝামেলা করতে হচ্ছে। এমন কোন সহজ সিস্টেম আছে কি বাংলা লিখার জন্য ফটোশপে। আর আনসি ফন্ট তো বেশি নেই।