আমরা যারা অভ্র দিয়ে বাংলা লিখি, তারা ফটোশপে বাংলা লিখতে গিয়ে ভীষণ রকম ঝামেলায় পড়ে যাই। তবে অভ্র এবং ফটোশপে কিছু অপশন পরিবর্তন করে আমরা খুব সহজেই এই ঝামেলা থেকে মুক্তি পেতে পা্রি। কিভাবে তা আমরা এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে জেনে নিতে পারবো...
টিউটোরিয়ালটি কেমন হলো জানাতে ভুলবেন না যেন
আমি ছবির ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেখার চেষ্টা করছি অনেক কিছুই।কিন্তু শেষ পর্যন্ত শেখা হয় না কিছুই।তারপরও যতটুকু শিখতে পারি তা শেয়ার করতে ভালোবাসি অন্যদের সাথে।পড়াশোনা অন্য বিষয়ে হলেও কম্পিউটারের প্রতি রয়েছে অদম্য আগ্রহ।মাঝে মাঝে মনে হয় এরচেয়ে আর ভালো কোনো বন্ধু হতেই পারে না।স্বপ্ন অনেক, তার মধ্যে একটি হলো গ্রাফিক্স ডিজাইনার হওয়া।তাইতো আজকে আমার এই...
আপনার ভিডিওটি দেখলাম । ভালো হয়েছে অবশ্যই । তবে অন্য আরেকটি প্রক্রিয়া আছে । প্রক্রিয়াটি হলঃ
আমরা অভ্রের মেনুতে গিয়ে Tools-এ ক্লিক করলে সাব মেনুতে একটি অপশন পাবঃ Unicode to Bijoy Text converter. এটি সিলাক্ট করলে আমরা নতুন একটি উইন্ডোতে দেখবো দুটি খালি স্থান আছে । আমরা উপরের স্থানে যে কথাটি লিখতে চাই সেই ব্যাপারটি লিখে Convert to bijoy encoding-এ প্রেস করলেই নিচের আউটপুটে ওই লেখাটির বিজয় ইঙ্কোডিং ফর্মটা দেখাবে । সেই লেখাটি ফটোশপে টেক্সট টুল নির্বাচন করে পেস্ট করে দিলেই হবে । এক্ষেত্রে ANSI সাপোর্টেড ফন্ট নির্বাচন করলেই হয়ে যাবে ।