আসসালামুলাইকুম , আশা করি সবাই ভাল আছেন । এই কিছুদিন হল অসুস্থ তা থেকে উঠ লাম । অসুস্থ হয়ার আগেই ইচ্ছা ছিল একটা বাংলা সফটওয়্যার নিয়ে টি উন করার । কিন্তু ব্রেক দিতেই হল । যাই হক আবার ফিরে আসলাম আপান্দের মাঝে নতুন একটা অ্যাপ্লিকেশান নিয়ে । আসলে টিউন করার লোভ কে অফফ করতেই পারি না । এই টিউনটি করার আমি আগে একটা টিউন করেছি ( ইংলিশ ভিডিও টিউটরিয়াল ফর কিডস) । সেই টিউনটি করার পর অনেকেই বলেছিল বাংলা নিয়ে এই ধরনের একটা টিউন করার ।
এই বাংলা অ্যাপ্লিকেশান থেকে খুব সহজে বাচ্চারা বর্ণ , সংখা , বাংলাদেশের জাতীয় সংগীত , শিখতে পারবে । কারন এই অ্যাপ্লিকেশান এ সব কিছু আছে উচ্চারন সহকারে , যা বাচ্চাদের জন্য খুবই সহজ হবে শিখার জন্য ।
ডাউনলোড করে দেখুন খুব ই কাজে লাগবে । বাংলার জন্য কিছু না কিছু করতে হবে । বাংলাকে সবার মাঝে সহজ করে তুলতে হবে ।
ডাউনলোড করুন :
http://www.mediafire.com/?7m56l1248bbb119
প্রথমে অ্যাপ্লিকেশান টি শুরু হবে বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে ।
এরপর পরের স্ক্রীন এ কিছু বাটন থাকবে , যার মাধ্যমে আপনি কোন অংশটুকু দেখবেন তা নিরবাচন করতে পারেন ।
প্লে বাটন এ ক্লিক করুন
যদি বন্ধ করতে চান তাহলে ক্রস বাটন এ ক্লিক করতে হবে ।
ভাল থাকুন ......
এই অ্যাপ্লিকেশান গুলু aitnet থেকে তৈরিকৃতঃ
পূর্বে প্রকাশিত এখানে
http://www.aitnet.co.cc
আমি সজল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সজল আহমেদ ভাই খুব ভাল একটা জিনিস শেয়ার করলেন, ধন্যবাদ।