বাংলা ভিডিও টিউটরিয়াল ( বাচ্চাদের জন্য ) আজই ডাউনলোড করুন । না করলে মিস করবেন ।

আসসালামুলাইকুম , আশা করি সবাই ভাল আছেন । এই কিছুদিন হল অসুস্থ তা থেকে উঠ লাম । অসুস্থ হয়ার আগেই ইচ্ছা ছিল একটা বাংলা সফটওয়্যার নিয়ে টি উন করার । কিন্তু ব্রেক দিতেই হল । যাই হক আবার ফিরে আসলাম আপান্দের মাঝে নতুন একটা অ্যাপ্লিকেশান নিয়ে । আসলে টিউন করার লোভ কে অফফ করতেই পারি না । এই টিউনটি করার আমি আগে একটা টিউন করেছি ( ইংলিশ ভিডিও টিউটরিয়াল ফর কিডস) । সেই টিউনটি করার পর অনেকেই বলেছিল বাংলা নিয়ে এই ধরনের একটা টিউন করার ।
এই বাংলা অ্যাপ্লিকেশান থেকে খুব সহজে বাচ্চারা বর্ণ , সংখা , বাংলাদেশের জাতীয় সংগীত , শিখতে পারবে । কারন এই অ্যাপ্লিকেশান এ সব কিছু আছে উচ্চারন সহকারে , যা বাচ্চাদের জন্য খুবই সহজ হবে শিখার জন্য ।
ডাউনলোড করে দেখুন খুব ই কাজে লাগবে । বাংলার জন্য কিছু না কিছু করতে হবে । বাংলাকে সবার মাঝে সহজ করে তুলতে হবে ।

ডাউনলোড করুন :
http://www.mediafire.com/?7m56l1248bbb119

প্রথমে অ্যাপ্লিকেশান টি শুরু হবে বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে ।

এরপর পরের স্ক্রীন এ কিছু বাটন থাকবে , যার মাধ্যমে আপনি কোন অংশটুকু দেখবেন তা নিরবাচন করতে পারেন ।

প্লে বাটন এ ক্লিক করুন

যদি বন্ধ করতে চান তাহলে ক্রস বাটন এ ক্লিক করতে হবে ।

ভাল থাকুন ......

এই অ্যাপ্লিকেশান গুলু aitnet থেকে তৈরিকৃতঃ
পূর্বে প্রকাশিত এখানে
http://www.aitnet.co.cc

Level 0

আমি সজল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সজল আহমেদ ভাই খুব ভাল একটা জিনিস শেয়ার করলেন, ধন্যবাদ।

ধন্যবাদ ভালো একটি জিনিষ শেয়ার করেছেন তাই। যদি কিছু মনে না করেন “”আজই ডাউনলোড করুন । না করলে মিস করবেন ।”” এই ধরনের কথা গুলো শিরোনামে লিখলে আপনার পার্সোনালিটি নিয়ে নেতিবাচক ধারনার জন্ম দেয়। ভালো জিনিস শেয়ার করলে আমরা এমনিতেই ভালো বলি তার জন্য এতো বিজ্ঞাপনের প্রয়োজন নেই। আশা করি আগামীতে আরো সুন্দর জিনিষ নিয়ে আমাদের মাঝে হাজির হবেন সেই প্রত্যাশায় ভালো থাকুন।

ধন্যবাদ , মোহাম্মদ খালিদ হোসাইন ভাই । আপনার মূল্যবান কথা গুলু মনে থাকবে ।