আস্সালামু আলাইকুম। TT তে এটা আমার প্রথম টিউন। তাই ভুল হলে ক্ষমা করবেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি উইন্ডোজ কে বাংলা দেখার জন্য Language Interface Pack। এটি আমি আমার কম্পিউটারে প্রয়োগ করে দেখেছি। এজন্য আপনাদেরকে নিচের ওয়েব সাইট থেকে Language Interface Pack গুলো ডাউনলোড করতে হবে।
উইন্ডোজ এক্সপি এর জন্য - windows.microsoft.com/en-US/windows/downloads/languages-xp
উইন্ডোজ ভিস্তা বা ৭ এর জন্য - windows.microsoft.com/en-US/windows/downloads/languages
আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করুন। পেজটিতে অনেকগুলো ভাষা দেখাবে, আপনি বাংলা(ভারত) অথবা বাংলা(বাংলাদেশ) যে কোনটি ডাউনলোড করতে পারেন। এরপর ডাউনলোডকৃত ফাইলটিকে আপনার কম্পিউটার এর C:\ ড্রাইভে কপি করুন। এবার ইনস্টল করুন। Display language বাংলা করুন। কম্পিউটার এবার Log Off হবে। আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। দেখবেন কম্পিউটারের ভাষা বাংলা হয়ে গেছে। ভাষা পুনরায় ইংরেজী করার জন্য "নিয়ন্ত্রন প্যানেলে" গিয়ে প্রদর্শন ভাষা English করে দিলে আবার উইন্ডোজ English হয়ে যাবে।
কম্পিউটারে বাংলা Language Interface Pack Install করলেই welcome Screen বাংলা হয়ে যাবে না। এজন্য আপনাকে ভিউ ল্যাঙ্গুয়েজ বাংলা করে নিয়ন্ত্রন প্যানেলে যেতে হবে। সেখানে "কিবোর্ড ও অন্যান্য ইনপুট পদ্ধতি পরিবর্তন করুন" এ যান। এরপর "প্রশাসনিক" ট্যাবে যান। "স্বাগতম পর্দা ও ব্যবহারকারী অ্যাকাউন্ট বিন্যাসন" এ সেটিংগুলি অনুলিপি করুন এ ক্লিক করুন। নিচে নতুন ব্যবহারকারী অ্যাকাউন্ট দুটির পাশে checkbox গুলো চেক করে দিন। এরপর "ঠিক আছে" তে ক্লিক করে বেরিয়ে যান। এবার কম্পিউটার রিস্টার্ট করলে Welcome এর বদলে স্বাগতম দেখাচ্ছে।
এই রকম টিউন কেউ আগে করে থাকলে আমি ক্ষমা প্রার্থনা করছি।
ভালো লাগলে দয়া করে কমেন্ট করতে ভুলবেন না।
আমি MR 9 RI 9। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice post