ইউটিউব থেকে উপার্জন করুন খুব সহজেই

ইউটিউব দেখলেই টাকা রোজগার! কীভাবে? জেনে নিন

কেবল আকর্ষণীয় ভিডিও দিলেই যে সোশ্যাল মিডিয়ায় আপনি জনপ্রিয়তা লাভ করবেন তা কিন্তু নয় ৷ এরজন্যও প্রয়োজন নির্দিষ্ট কিছু পদ্ধতির

1/7

News18 Hindi

এখন ইউটিউব চ্যানেল খোলা কমন ব্যপার ৷ কারণ এর সাহায্যে সহজেই জনপ্রিয়তা লাভ হয় ৷ আর পাশাপাশি একটা চেষ্টা থাকে বাড়তি আয়ের পথ খোঁজার ৷ কিন্তু কোন পথে এই আয় আসবে বা কেমন ভাবেই বা আসবে, তা অনেকেরই অজানা ৷ কেবল আকর্ষণীয় ভিডিও দিলেই যে সোশ্যাল মিডিয়ায় আপনি জনপ্রিয়তা লাভ করবেন তা কিন্তু নয় ৷ এরজন্যও প্রয়োজন নির্দিষ্ট কিছু পদ্ধতির ৷

News18 Hindi

‘কনটেন্ট ইজ দ্য কিং’, ফলে ইউটিউব চ্যানেলের কনটেন্ট বা বিষয়ের প্রতি নজর দেওয়া প্রয়োজন৷ বিষয় সর্বদা আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন বা শ্রুতিমধুর হওয়া গুরুত্বপূর্ণ ৷ (Photo Collected)

Advertisement2

News18 Hindi

যেকোনও ইউটিউব চ্যানেল থেকে আয়ের প্রাথমিক শর্ত হল রেগুলারিটি৷ অর্থাৎ, চ্যানেলের অ্যাডমিনকে নিয়মিত কনটেন্ট আপডেট রাখতে হবে৷ প্রয়োজনে চ্যানেল খোলার আগে থেকে দুই বা তিন সপ্তাহের কনটেন্ট আস্তিনে মজুত করে রাখতে হবে ৷ (Photo Collected)

News18 Hindi

উক্ত সমস্ত শর্ত ঠিকঠিক ভাবে পূরণ করলে, এরপর আসে ওয়াচ আওয়ার বাড়ানোর প্রসঙ্গ৷ টেক বিশারদদের মতে, প্রথম ক্ষেত্রে টার্গেট নেওয়া উচিত যত দ্রুত সম্ভব ওয়াচ আওয়ারের মাত্রা চার হাজার অতিক্রম করার৷ (Photo Collected)

Advertisement2

News18 Hindi

এরপরেই ইউটিউবের চ্যানেলের সঙ্গে গুগল অ্যাডসেন্সকে যুক্ত করা যায়৷ তবে এখানেই কাজ শেষ হয় না৷ এরপর যত আকর্ষণীয় ভিডিও চ্যানেলে আপলোড করা হবে ততই চ্যানেলের জনপ্রিয়তা বাড়বে এবং চ্যানেলে আসতে থাকবে গুগল অ্যাড৷ (Photo Collected)

News18 Hindi

কনটেন্ট আকর্ষণীয় না হলেও রোজগার করা যায় ইউটিউব থেকে৷ এক্ষেত্রে চ্যানেলের ভিডিওটিতে স্পনসরড ভিডিও হিসাবে তৈরি করা যায়৷ (Photo Collected)

Advertisement2

News18 Hindi

বিশেষজ্ঞরা বলছেন, একটি ইউটিউব চ্যানেল শুরু করার পিছনে নির্দিষ্ট একটি উদ্দেশ্যেই থাকা প্রয়োজন৷ শখ হল আর ইউটিউবে চ্যানেল খুলে ফেললাম তেমনটা যেন না হয়৷ (Photo Collected)

Level 0

আমি মোঃ হুমায়ুন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস