সলিডওয়ার্কস কিবোর্ড শর্টকাট!

Level 6
টিম মেম্বার, প্রযুক্তি টিম, ঢাকা

সলিডওয়ার্কস কিবোর্ড শর্টকাট

SolidWorks Keyboard Shortcuts

ড্যাজল্ট সিস্টেমের সলিডওয়ার্কস সলিড মডেলিং ডিজাইন ইন্ডাস্ট্রির জন্য অন্যতম একটি CAD প্রোগ্রাম। আর এর যথাযথ কারণও আছে। এই অত্যাধুনিক সফটওয়্যারের অনেক বড় রেঞ্জের ক্ষমতা আছে, যার মাধ্যমে বিভিন্ন সেক্টরের মানুষকে উচ্চ মানসম্পন্ন কাটিং এজ সংক্রান্ত কাজে সহায়তা করছে। আপনি মেশিন অপারেটর, উৎপাদনকারী বা ডিজাইনার যাই হন না কেন, সলিডওয়ার্কস আপনাকে বিভিন্ন ফিচারের মাধ্যমে সাহায্য করবে। একবার সলিডওয়ার্কসের বেসিক আপনি  ধরে ফেলতে পারলেই, আপনি দেখবেন, সলিডওয়ার্কসের বিভিন্ন ফাংশনের মাঝে ব্রিজ তৈরি করার বিভিন্ন হ্যাকস আছে। আর এর মাঝে সবচেয়ে উপকারী হল এর শর্টকাটগুলো। এই ছোট গুরুত্বপূর্ণ কমান্ডগুলোর ব্যবহার আপনার কাজের গতিকে অনেক বাড়িয়ে দেয়। চলুন, এই ব্লগে বিস্তারিতভাবে জেনে নিই সলিডওয়ার্কস কিবোর্ড শর্টকাটগুলো।

সলিডওয়ার্কসের কিবোর্ড শর্টকাটগুলো কী?

ঠিক যেমনটা সংক্ষেপে এর আগে উল্লেখ করেছি,  কমান্ডস এবং শর্টকাট হল বেশ কিছু কোড (এর রেঞ্জ একটি একক বর্ণ থেকে কতিপয় বর্ণ অথবা কী হতে পারে); যা ব্যবহারকারী কিছু নির্দিষ্ট একশন প্রয়োগ করার জন্য ব্যবহার করেন। এই শর্টকাট ব্যবহার করে ব্যবহারকারী অনেক সময় বাঁচাতে পারেন; কারণ এর মানে হল আপনার কোন নির্দিষ্ট ফাংশন খোঁজার জন্য সময় নষ্ট করতে হবে না।

ধরুন, আপনি একটি মডেল সম্পাদনার মাঝপথে আছেন এবং আপনার magnifying glass ফিচার ব্যবহারের প্রয়োজন পড়ল। তো এজন্য আপনি বিভিন্ন মেন্যুতে স্ক্রলের পরিবর্তে আপনি সিম্পলি টাইপ করুন ‘G‘  আর দেখুন এটি চলে আসল। কি সহজ! তাই না।

আপনি সব শর্টকাট এবং কমান্ডগুলো খুঁজে পাবেন CommandManager এ লিস্ট আকারে; যা আপনি খুঁজে পাবেন ডিফল্ট ইন্টারফেসের স্ক্রিনের উপরে সংরক্ষিত অবস্থায়।

সলিডওয়ার্কস শর্টকাট বারঃ

অটোক্যাড কমান্ডের মত,  সলিডওয়ার্কসে শর্টকাট ব্যবহারের জন্য কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে যেতে হয় না। বেশিরভাগই, প্রোগ্রাম রানিং থাকা অবস্থায় আপনি কিবোর্ডে কী টাইপ করেই প্রয়োগ করতে পারেন। যদি আপনি একটি নির্দিষ্ট কম্বিনেশন ভুলে যান বা আপনার আরো ফাংশনের প্রয়োজন হয়, তবে, আপনি  CommandManager এ খুঁজুন অথবা ব্যবহার করুন shortcut bar.

The SolidWorks shortcut bar

লেটার বা বর্ণ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন্যু যা সবচেয়ে বহুল ব্যবহৃত কমান্ডগুলোর দ্রুত এক্সেস পেতে সাহায্য করে। এটি আসলে কন্টেক্সট-সেনসিটিভ; তার মানে হল, আপনার কাজের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের কমান্ডের আবির্ভাব হবে। অন্য কথায়, সফটওয়্যার আপনার কাজের উপর নির্ভর করে আপনাকে বিশেষ সময়ে যে বিশেষ টুল দরকার হবে সে সম্পর্কিত মেন্যু আপনাকে প্রদর্শন করবে। এখানে ৪ টি অপশন রয়েছেঃ part,  assembly,  drawing এবং sketch.

শেষমেষ, আপনি কিন্তু শর্টকাট কী বারেও একটি শর্টকাটের  মাধ্যমে যেতে পারেন! এটি খুব সহজে; টাইপ করুন ‘S‘ আর এটি প্রদর্শিত হবে।

সলিডওয়ার্কস কিবোর্ড শর্টকাট-শুধু প্রয়োজনীয় বিষয়াবলীঃ

এখন আমরা আবিষ্কার করে ফেলেছি, শর্টকাট আশাকরি। নিচে আমরা, ড্রয়িং, মডেলিং, এডিটিং, এবং এধরনের অন্যান্য কাজের জন্য সবচেয়ে উপকারী আর বহুল ব্যবহৃত কী কম্বিনেশন ব্যবহার করি। এই শর্টকাটগুলোর অল্প কিছু মনে রাখতে পারলেও আপনার কাজ আরো দ্রুত ও সহজ হবে।

একবার আপনি এই কমান্ড আর শর্টকাটগুলো আয়ত্বে এনে ফেলতে পারলেই, আপনি আপনার কীবোর্ড customize ও করে নিতে পারবেন, যাতে আপনি বহুল ব্যবহৃত ফাংশনগুলো অহরহ ব্যবহার করতে পারেন। তবে, মনে রাখবেন, দৌড়ানোর পূর্বে হাঁটতে শিখতে হবে। তাই, চলুন আমরা এখন শুধু ডিফল্ট বেসিক অপশনগুলোই জেনে নিই.

বেসিক একশনঃ

আমরা প্রথমে এমন সব বেসিক একশন দিয়ে শুরু করি, যা মানুষজন CAD এ যেই কাজ-ই করুক না কেন, তাতে ব্যবহার করে। আপনি সলিডওয়ার্কসে কিছু শর্টকাট দেখবেন, যা নরমাল উইন্ডোজ শর্টকাটের মতই। এর পরেরগুলো যারা সলিডওয়ার্কসে প্রফেশনাল লেভেলে কাজ করতে চান, তাদের জন্য প্রযোজ্য হবে।

শর্টকাট/কমান্ডবর্ণনা
Alt + arrow keysএকটি মডেলকে ঘোরাতে সাহায্য করে
Alt + dragমিডল মাউস বাটন ব্যবহার করে মডেলকে ঘোরায়
Ctrl + dragস্কেচ এন্টিটি/ফিচার/ড্রয়িং ভিউ কপি করে
Ctrl + Nনতুন ফাইল ওপেন করে
Ctrl + Oবিদ্যমান ফাইল ওপেন করে
Ctrl + Sফাইল সেইভ করে
Ctrl + space barভিউ সিলেক্টর ওপেন করে
Ctrl + Tফ্ল্যাট ট্রি ভিউ প্রদর্শন করে
Ctrl + Tabওপেন ডকুমেন্টগুলোর মাঝে মুভ করা যায়
Ctrl + Wফাইল ক্লোজ করে
Hহেল্প
Iফাইল ও মডেল খুঁজতে সাহায্য করে
Kনোলেজ বেইজ খুঁজতে সাহায্য করে
Oকমিউনিটি ফোরাম খুঁজতে সাহায্য করে
Rসাম্প্রতিক ডকুমেন্ট ওপেন করে
Sশর্টকাট বার
Shift + Tabকম্পোন্যান্ট প্রদর্শন করে
Tabকম্পোন্যান্ট লুকিয়ে রাখে
Space barভিউ সিলেক্টর ও ওরিয়েন্টেশন মেন্যু ওপেন করে
Wসার্চ কমান্ড

ড্রয়িং, স্কেচিং এবং মডেলিংঃ

এখন চলুন, আমরা সেই ফাংশনগুলো নিয়ে আলোচনা করি যা ক্রিয়েটিভ বিষয় নিয়ে কাজে প্রয়োজন হয়- তা ৩ডি মডেল বা টেকনিক্যাল ড্রয়িং যেকোন কাজেই প্রয়োজন হোক না কেন। আপনি যদি এই ধাপে থাকেন, তবে নিচের শর্টকাটগুলো আপনার নিশ্চয়ই কাজে আসবে।

SHORTCUT/ COMMANDDESCRIPTION
Aট্যানজেন্ট আর্ক টুল
Alt + arrow keysঅটোম্যাটিক এলাইনমেন্ট টার্ন অফ করে
Ctrl + B একটি মডেল পুণঃনির্মান করে
Ctrl + Qপুণঃনির্মান সমাপ্ত করে
Ctrl + Rস্ক্রিনকে পুণরায় অংকন করে
Ctrl + Shift + Bসব কনফিগারেশন পুণঃনির্মান করে
Ctrl + Shift + Q
সব কনফিগারেশন জোরপূর্বক পুণঃনির্মান করে
Dকনফিগারেশন কর্ণার ও ব্রেডক্রাম্ব
Eএজ ফিল্টার করে
Enterশেষ কমান্ডের কাজ পুণরায় করা যায়
Lলাইন
Nনেক্সট এজ
Shift + clickম্যাক্সিমাম ও মিনিমাম ডাইমেনশন লোকেশনে স্ন্যাপ করে
Shift + LMB আর্কের মিনিমাম ও ম্যাক্সিমাম ডাইমেনশন
Tab৩ডি স্কেচিং এর সময় এক্স-ওয়াই-জেড প্লেন পরিবর্তন করে
Vশীর্ষবিন্দু ফিল্টার করে
Xফেস বা বাহু ফিল্টার করে
Yএজ বা কোনাগুলো ফিল্টার করে

সর্বশেষ, কিছু কী কম্বিনেশন নিয়ে আমরা আলোচনা করব, যা এক্সপেরিমেন্টাল স্টেইজে থাকা মডেলের উন্নতি করা বা পুরাতন ডিজাইন এর মানোন্নয়ন এ ধরনের কাজে প্রয়োজন হবে।

শর্টকাট/কমান্ডবর্ণনা
Altএকটি ফেস বা বাহুকে সাময়িকভাবে লুকায়
Alt + clickএকটি লুকানো বডি বা কম্পোন্যান্টকে প্রদর্শন করে
Alt + dragএনোটেশনকে স্বাধীনভাবে সরিয়ে নেয়
Ctrl + arrow keysএকটি মডেলকে প্যান করে
Ctrl + clickবহু এন্টেকটিউনসকে সিলেক্ট করে
Ctrl + Shift + Tabসাময়িকভাবে সব হিডেন কম্পোন্যান্টকে ট্রান্সপারেন্ট হিসেবে দেখায়
Fজুম টু ফিট
Gম্যাগনিফাইং গ্লাস
Shiftএকটি পার্টে ট্রান্সপারেন্ট ফেস বা বাহু সিলেক্ট করে
Shift + arrow keys একটি মডেলকে ৯০ ডিগ্রি ঘুরায়
Shift + clickদুটি সিলেক্টেড আইটেমের মাঝের সবকিছু সিলেক্ট করে
Shift + dragস্কেচ এনটিটি/ফিচার/ড্রয়িং ভিউ সরিয়ে নেয়
Shift + Zমডেলকে জুম ইন করে
Zমডেলকে জুম আউট করে

এখন আপনি একজন এক্সপার্ট- এখনি সময় কাস্টোমাইজ করার!

আশা করি, আপনি আপনার নিজের কাজের ধরন অনুযায়ী বেশ কিছু শর্টকাট লিস্ট পেয়ে গেছেন। সলিডওয়ার্কস ইন্টারফেসে নেভিগেট করা অনেক সহজ হয়ে যাবে যদি আপনার কিছু ফেভারিট টুল সবসময় আপনার হাতের কাছে থাকে। আপনি এখন শর্টকাট মাস্টারিং করে ফেলেছেন; তাই আপনার এখন নিজের কাস্টোমাইজ শর্টকাট তৈরির সময় হয়েছে। সলিডওয়ার্কসে একটি ফাইল ওপেন করে, সিলেক্ট করুন Tools→ Customize এবং উপরের কিবোর্ড ট্যাবে লক্ষ্য করুন। Show ড্রপ-ডাউন-মেন্যুতে ক্লিক করুন এবং সিলেক্ট করুন Commands with Keyboard Shortcuts. এখান থেকে আপনি আপনার কিবোর্ড শর্টকাট আপনার পছন্দমত এডিট করতে পারবেন। এমনকি, আপনি এর একটি কপি প্রিন্ট করে নিতে পারবেন, যাতে আপনি এগুলো কখনো ভুলে না যান।

লেখাটি পূর্বে প্রযুক্তি টিমের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছেঃ

https://projuktiteam.com/6502/6502/

Level 6

আমি ইঞ্জিনিয়ার আলী কায়সার। টিম মেম্বার, প্রযুক্তি টিম, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস