সলিডওয়ার্কসের ৫ টি টিপস এন্ড ট্রিক্স যা আপনার জানা উচিৎ!

Level 6
টিম মেম্বার, প্রযুক্তি টিম, ঢাকা

সলিডওয়ার্কসের ৫ টি টিপস এন্ড ট্রিক্স 

আপনার কি অনেক সময় মনে হয়, আপনি যেই দ্রুততার সাথে মাথায় ডিজাইনের আইডিয়া ধারণ করেন, তার সাথে তাল মিলিয়ে আপনি সলিডওয়ার্কসে বাস্তবে ডিজাইন করতে পারেন না? আপনার কি মনে হয় যে, আপনি যেই সময় নিয়ে সলিডওয়ার্কসে একটি মডেল তৈরি করবেন তার চেয়ে বেশি সময় আপনার লেগে যায় তা বাস্তবে তৈরি করতে?প্রথম দিকে  আমরা সবাই কমবেশি  এই অবস্থায় থাকি। তাই, সলিডওয়ার্কসে কাজের ফ্লো বাড়ানো, তাড়াতাড়ি এডিট বা সম্পাদনা করা, এবং আপনার সর্বোচ্চ ফলাফল কার্যকরভাবে প্রয়োগ করার জন্য সলিডওয়ার্কসের কিছু টিপস এবং ট্রিক্সের প্রয়োগ শেখা খুবই প্রয়োজনীয়। থ্রিডি ডিজাইন যখন এই স্পিডে করা কেউ ভাবেনি, সেখানে এই টিপস এন্ড ট্রিক্স ব্যবহার আপনার দক্ষতা বৃদ্ধিতে অনেক অবদান রাখবে।

 চলুন, আমরা সলিডওয়ার্কসের এই ৫ টি টিপস এন্ড ট্রিক্স শিখে তার যথাযথ বাস্তবায়ন শুরু করি।

সলিডওয়ার্কস টিপস #১- কিবোর্ড শর্টকাট

সলিডওয়ার্কস ব্যবহারের আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এটিই কিন্তু আসল কী। যখন এই প্রোগ্রামের অনেক কমান্ড আছে, তখন এই সাধারণভাবে ব্যবহৃত কমান্ডের জন্য মেন্যু বা অপশন বার ব্যবহার করা আসলেই অদক্ষতার পরিচয়।

এর জন্য আপনি যান Tools > Customize এবং ক্লিক করুন Keyboard ট্যাবে। সার্চ বার একটি কমন কমান্ডকে খুঁজা সহজ করে দেয়-যেমনঃ উদাহরণস্বরূপ- Smart Dimension, Mate,  or Insert Bill of Materials

solidworks tip 1 is to use keyboard shortcuts

সলিডওয়ার্কস টিপস #২- মিরর এনটিটি

আপনি যখন এমন একটি স্কেচ আঁকবেন যা একটি সেন্টারলাইনের সাপেক্ষে সিমেট্রিক্যাল, তখন এই মিরর এনটিটি স্কেচ ফিচারটি আপনাকে সাহায্য করবে। যখন একটি ডিটেইল শেইপে সিমেট্রি বা সমরূপতা থাকবে, তখন এর সেন্টারলাইনের সাপেক্ষে দুই দিকেই আঁকতে গিয়ে সময় নষ্ট করবেন না। একটি সেন্টারলাইন সুনির্দিষ্ট করুন, এবং এই বেইল শেইপ আইকন ব্যবহার করে আপনার স্কেচ মিরর করুন। Mirror Feature ঠিক এই উপায়েই কাজ করে, এবং বিভিন্ন অবস্থার ভিত্তিতে প্রায়ই এর ব্যবহার প্রাধান্য পায়।

solidworks tip 2 is to mirror entities

সলিডওয়ার্কস টিপস #৩-রিভলভড বস/বেইজ

এই লিস্টের ৩ নাম্বার কমান্ডটিও সিমেট্রির সুবিধা নেয়ার ক্ষেত্রে সাহায্য করে। একটি মডেল তৈরির ক্ষেত্রে অনেক উপায় আছে। একটি মডেলকে নিখুঁতভাবে কত কম সংখ্যক কমান্ড ব্যবহার করে সহজে তৈরি করা যায়, তার সম্যক জ্ঞান থাকা প্রয়োজনীয় বলেই মনে করি।

এই বাল্ব শেইপ মডেলটি অনেক লফট বা আরো জটিল জ্যামিতিক পদ্ধতিতে তৈরি করা যেত, কিন্তু এর ফলে এর ত্রিমাত্রিক ধারণা আরো জটিল হয়ে যেত। এই ক্ষেত্রে সিমেট্রির সুবিধা নেয়ার জন্য সলিডওয়ার্কসের সিম্পল ফিচার Revolved Boss ব্যবহার করে এই কমপ্লেক্স শেইপ তৈরি করতে পারেন।

solidworks tip 3 is to use revolved boss base feature

সলিডওয়ার্কস টিপস #৪-ড্রাফট এনালাইসিসঃ

এই টিপস এন্ড ট্রিক্স এর ৫ টির মাঝে হয়তন্য যেকোন মোল্ড টুলকে আনা যেত; কিন্তু জেনে রাখা ভাল যে, সলিডওয়ার্কসে ড্রাফট এনালাইসিসের মত এত ব্যবহার উপযোগী টুল আর নেই। ইনজেকশন মোল্ডিং এ প্লাস্টিক পার্ট ডিজাইনিং এর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে, তাদের যথেষ্ট পরিমাণ ড্রাফট আছে এবং এই ড্রাফট যথাযথভাবে সজ্জিত আছে যাতে মোল্ড প্রসেসিং এর পর সেই পার্টটি সহজেই মোল্ড থেকে বের করে নেয়া যায়।

আপনার প্রত্যেক ডিজাইন করা মোল্ডেড পার্টের জিওম্যাট্রি চেক করতে এই সিম্পল টুলটি ব্যবহার করুন।

solidworks tip 4 is to use draft analysis

সলিডওয়ার্কস টিপস #৫- মাস প্রোপার্টিজঃ

কখনো আপনি কি একটি পার্ট মডেলিং করার সময় এটি বাস্তবে উৎপাদন করলে কত ওজনের হবে তা চিন্তা করে দেখেছেন? অথবা আপনি কি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করলে পার্টের ঘনত্বের কি বৈচিত্র আসে তা তুলনা করে দেখেছেন? সলিডওয়ার্কস Mass Properties এই অন্তর্দৃষ্টি প্রদানের ক্ষেত্রে একটি শক্তিশালী টুল। আপনি এমনকি, পার্ট বা এসেম্বলির সেন্টার অফ মাস,  মোমেন্ট অফ ইনারশিয়া এবং সারফেস এরিয়াও পরিমাপ করতে পারেন!

আপনি এটি করতে শুধু ক্লিক করুন Tools > Mass Properties এবং নিজেই দেখুন!

solidworks tip 5 is to check the mass of your design


সলিডওয়ার্কসের এই ৫ টি টিপস এন্ড ট্রিক্স কাজে লাগিয়ে আশা করি আপনি আরো দক্ষতার সাথে ৩ ডি মডেলিং এর কাজ করতে পারবেন। আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে এই ব্লগটি এখানেই সমাপ্ত করছি।

লেখাটি পূর্বে প্রযুক্তি টিমের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যার লিংকঃ

https://projuktiteam.com/6547/5-solidworks-tips-and-tricks/

Level 6

আমি ইঞ্জিনিয়ার আলী কায়সার। টিম মেম্বার, প্রযুক্তি টিম, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস