সবাইকে সালাম এবং শুভেচ্ছা | আজ আমি একটি নতুন সোশ্যাল নেটওয়ার্কিং এর প্লাটফর্ম আপনাদের কাছে উপস্থাপন করব | টেকটিউনস এ এটিই আমার প্রথম লেখা। জানি না আপনারা বা টেকটিউনস লেখাটি কি ভাবে গ্রহন করবেন। আচ্ছা আমরা ফেসবুক চিনি না এমন কেউ কি আছি? আমার তো মনে হয় না, না কেউ নেই। আজ আমরা যারা ইন্টারনেট নাম শুনেছে তারাও একনামে ফেসবুক চিনে। যাক এই কথা, এই কথা না বললেও হবে কেননা আমরা যারা টেকটিউনস এর পাঠক তারা অন্তত ৪-৫ বছর আগে থেকেই ফেসবুক এর সাথে পরিচিত বা ফেসবুক ইউসার।
ধরুন আপনি শপিং করতে গেলেন বা ফ্রেন্ড দের নিয়ে কোথাও কোন ব্র্যান্ডের ফাস্ট ফুড এ খেতে গেলেন, বা আপনি কোন এডুকেশন সেন্টারে কোন বিষয়ের উপর কোর্স করতে গেলেন বা আপনি আপনার প্রতিদিনের প্রয়োজনীয় বাজার করতে গেলেন বা আপনি আপনার জন্য ল্যাপটপ/মোবাইল ফোন কিনার জন্য কোন শপ এ গেলেন.এখন যদি এমন হয় যে আপনি ফেসবুক মামার ব্যবহারকারী বলে এরকম আপনার দৈনন্দিন জীবনের প্রতিক্ষেত্রে যদি ছাড় / সুযোগ সুবিধা দেয় তবে আপনার কেমন লাগবে, একটি বার ভাবুন তো? হয়তও ভাবছেন ভালই তো হয় যদি ফেসবুক মামা এমন করে।
কিন্তু খারাপ লাগলেও সত্য যে ফেসবুক মামা আমাদের দেশের মানুষ কে এরকম সুযোগ সুবিধা দেওয়ার কথা কখন চিন্তাও করে না, কিন্তু আমাদের দিয়ে তাদের ব্যবসা ঠিকই করে নিচ্ছে। কিভাবে ব্যবসা করছে জানেন কি? না জানলে পরে একসময় বলব। দেশকে নিয়ে চিন্তা করে একমাত্র দেশের মানুষ। ঠিক তেমনি আমাদের দেশের কিছু তরুণরা এমন সব চিন্তা ধারা কে নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। তাদের দরকার শুধু আমাদের সাহায্য, আমাদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন। তারা চায় আমাদেরদেশ কে বিশ্বের সামনে তুলে ধরতে। বিশ্বের সামনে তুলে ধরার সবচেয়ে বড় হাতিয়ার হোল Online Social Community. যেমন টি ফেসবুক নিজেকে করে তুলেছে। আমাদের সেই সব তরুণদের অক্লান্ত পরিশ্রম এর ফসল হল allylook.com
উপরে আমি ফেসবুক মামার যে সুযোগ সুবিধার কথা চিন্তা করেছিলাম তার সবই আপনাকে ফেসবুক মামা না দিলেও allylook.com দিবে। বরং তার চেয়েও যেন বেশি। কেননা allylook.com আমাদেরই সাইট। allylook.com আমাদের জন্যই ভাবে। allylook.com এ আপনি পাবেন এমন এনেক কিছু যা আগে কখনও ভাবেন নি আপনি। প্রতিনিয়ত সাইট টি আপগ্রেড হচ্ছে, প্রতিনিয়ত সাইট টি ইউসার এর চাহিদা পূরণ করার চেষ্টা করে যাচ্ছে।
সবচেয়ে মজার ব্যাপার হল সাইট টি তে আপনি ফেসবুক এর মতো সাইন-আপ করেই এত সব কিছু পাবেন। তো এতক্ষণ তো পরেই গেলেন এখন একটু চোখ দিয়েই দেখে নেন চলে যান এই লিংকএ allylook.com নিজে ইউস করুন আর আপনার ফেসবুক / অন্যান্য সাইট এর ফ্রেন্ড দের আমন্ত্রণ জানান। একটি বার ভাবুন তো নিজেদের সাইট কে যদি আমরা নিজেরা আপন করে না নেই তবে বিেশ্বর মানুষ কেমন করে আপন করবে?
আবার এখান থেকে আপনি ইনকাম করতে পারেন ইনকাম করার জন্য এই লিংকটি দেখুন : https://www.techtunes.io/other/tune-id/629689
আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।