আপ্নে কি অনলাইন পার্ট-টাইম বা ফুল-টাইম টাকা ইনকাম করতে চান? যদি হে, তাহলে আপনার ওই Android mobile আপনাকে মাসে মিনিমাম ৫ হাজার থেকে ১০ হাজার আয় করে দিতে পারবে। হে, এটা একদম সত্তি। আজ টেকনোলজি এতো ফাস্ট এবং অ্যাডভান্সড হতে চলেছে যে, এন্ড্রোইড মোবাইল দিয়ে টাকা আয় করা এখন একটা ট্রেডিশন বা ফ্যাশন হয়ে উঠেছে। মোবাইলে অনলাইন ইনকাম করার এমনেতে অনেক উপায় আছে। যেগুলি আপনাকে সত্যি মোবাইল দিয়ে ইনকাম করার সুযোগ দেবে।
আর্টিকেল শুরু করার আগে আমি আপনাকে একটা কথা ভালো করে বলেদিতে চাই। Android মোবাইল দিয়ে টাকা আয় করার যেগুলি অনলাইন উপায় আমি বলবো সেগুলি আজ অনেকেই ব্যবহার করে অনলাইন আনলিমিটেড ইনকাম করছেন। আর সেটা আপ্নেও করতে পারবেন। কিন্তু, একটা কথা অবশই মনে রাখুন যে, কোনো কষ্ট আর কাম না করে জীবনে কিছুই পাওয়া যায়না। আর, তার জন্যই আপনাকেও অনলাইন মোবাইল থেকে টাকা কমানোর জন্য একটু পরিশ্রম করতেই হবে।
১. Android apps থেকে পয়সা কামানঃ
হে আপ্নে ঠিক শুনেছেন, এখন আপ্নে বিভিন্ন এন্ড্রোইড অ্যাপস থেকে টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু, নিজের মোবাইল থেকে টাকা আয় করার এই মাদ্ধমে আপনার খুবেক্টা বেশি ইনকাম হবেনা। যদি আপ্নে একটা student, housewife বা retired person তাহলে extra কিছু ইনকাম করার জন্য এই উপায় ব্যবহার করতে পারেন।
এই টাকা কমানোর apps গুলো আপনাকে এমনেই পয়সা দেয়না। App ডাউনলোড করারপর আপনার অনেকরকমের কাজ করতে হবে। যেমন – apps downloading,
এড দেখা, app রেফার করা, video দেখা আদি। আর, এই কাজগুলির বিনিময়ে আপনাকে কিছু টাকা app এর তরফ থেকে দেয়া হয়। ইনকাম করা টাকা আপ্নে অনেকরকম পেতেপারেন। যেমন –bkash, paytm cash হিসেবে, ফ্রি মোবাইল রিচার্জ, bank account transfer আদি।
আপনি যদি অ্যাপস থেকে মাসে ৫-১০ হাজার টাকা ইনকাম করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অনেক অ্যাপস আছে যেগুলো থেকে আপনারা ইনকাম করতে পারবেন। আমাদের কমপানি মাসে হাজার হাজার টাকা দিচ্ছে। তাই আপনারা কাজ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন।
নাম্বার:01743577423
অথবা আমাদের এই Facebook গ্রুপে এড হতে পারেন
https://m.facebook.com/groups/373036593290428?view=group&refresh_sidenav=1
কাজ একদম সহজ। আপনাদের যেকোন অ্যাপসে কাজ করার অবিগগতা থাকলেই আপনারা কাজ করতে করবেন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ
আমি রিফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Gnet World Video1>> https://drive.google.com/file/d/1K_n8X9YddZ7O1b9qDyFlr6w6NOtk2kek/view?usp=drivesdk