আমি মোঃ আরিফিন ইসলাম সবুজ। এটা আমার প্রথম টিউনস!
অটোক্যাড শেখা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি অটোক্যাড সফটওয়্যারে দ্রুত কাজ করার জন্য এর শর্টকাট কিগুলো জানা প্রয়োজন। এ জন্য যে কমান্ডগুলো সবসময় ব্যবহার করা হয় সেগুলো একত্রিত করেছি। একটি ইমেজ ফাইল অপলোড করে দিচ্ছি এরং একটি পিডিএফ ফাইলের লিংক দিচ্ছি। আপনারা চাইলে ইমেজ ফাইলটি সবসময় মোবাইল ফোনে রাখতে পারবেন এবং খুব সহজেই পিডিএফ ফাইল থেকে প্রিন্ট দিতে পারবেন। আশা করি এই শর্টকাট কিগুলো আপনাদের উপকারে আসবে।
পিডিএফ ফাইলের লিংক ঃ https://drive.google.com/open?id=15NRfxeymc_SzJR1ZK8RzEEoCc1qDvaEp
আমি মোঃ আরিফিন ইসলাম সবুজ। Engineer(Electrical & Instrument), Bashundhara Group, Narayanganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।