02.Showing Dimension With Feet & Meter in AutoCAD(AutoCAD Secret & Advance)/অটোক্যাড শিখি বাংলায়।

বিসমিল্লাহির রহমানির রাহীম

আসসালামু আলাইকুম,

আমি মোহাম্মদ নাজিম উদ্দিন। ইন-শা-আল্লাহ্ আমি আপনাদেরকে অটোক্যাড 2D,3d শিখার জন্য ধারাবাহিক টিউটোরিয়াল দিব। আমি চেস্টা করব আপনারা যেন উপকৃত হন।

(NDS)

আমি টিউটোরিয়াল গুলোকে 2টি ভাগে ভাগ করেছি।
  1. অটোক্যাড প্রাথমিক শিক্ষা।এবং
  2. অটোক্যাড অডভান্স এবং সিকরেট।
    অটোক্যাড প্রাথমিক শিক্ষা।

এখোনে আমি যারা  অটোক্যাড জানে না এবং অটোক্যাড প্রথম থেকে শিখতে আগ্রহি তাদের জন্য একবারে শুরূ থেকে শেষ পর্যন্ত টিউটুরিয়াল দিতে চেষ্টা করব ইন-শা-আল্লাহ্। আপনারা যদি প্রথম থেকে একটু ধর্য সহকারে কাজ করেন তাহলে সফল হতে পারবেন। কেননা আমি আজ 2বছর কুমিল্লা টি,টি,সি তে আল্লাহর রহমতে অটোক্যাড ট্রেইনার হিসেবে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে। আসা করি  আপনারা উপকৃত হবেন।আমার টিউটুরিয়ালে থাকবে অটোক্যাড এর সূত্রাবলী এবং তার ব্যবহার।যেমন,

  1. Absolute Coordinates Sestem. (X,Y)
  2. Relative Coordinates Sestem. (@X,Y)
  3. Relative Polar Coordinates Sestem. (@X<0)

যা দক্ষিন কোরিয়া থেকে সংগ্রহিত ‍সিট এর পদ্ধতি।

অটোক্যাড অডভান্স এবং সিকরেট।

আর যাদের অটোক্যাড শিখা আছে ভালবাবে।অটোক্যাড নিয়ে প্রতিনিয়ত কাজ করেন।অথবা অটোক্যাড আরো ভালো ভাবে শিখতে চান তাদের কথা চিন্তা করে অটোক্যাড অডভান্স এবং সিকরেট নামক টিউটুরিয়াল দিব।এতে এর শিরোনামের সাথে অবশ্যই মিল থাকবে।

আপনাদের জন্য খুবই প্রয়োজনিয় AutoCAD 2016,2017,2018 কে কিভাবে AutoCAD 2007,2009 এর AutoCAD Classic Menu তে সেটিং করব তা দিখালাম।

আজ দেখালাম কিভাবে অটোক্যাডে একই সাথে ফুট এবং মিটার একই দেখানো যায়।

Level 0

আমি নাজিম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস