থ্রীডি শিখুন,ক্যারিয়ার গড়ুন [পর্ব-০২]::সবচাইতে সহজে তৈরী করুন থ্রীডিতে কুলিং ফ্যান (ভিডিও সহ)।

থ্রীডি শিখুন,ক্যারিয়ার গড়ুন [পর্ব-০১]::খুব সহজে তৈরী করুন থ্রিডিতে আপনার বাড়ির ফার্নিচার সহ নানা আসবাব পত্র (ভিডিও সহ)

থ্রিডি শিখুন ক্যারিয়ার গড়ুন,এবার নিজেই করুন আপনার কম্পিউটারের কুলিং ফ্যানের মডেল তাও আবার সবচাইতে সহজে।অনেকে বলে থ্রিডি খুব কঠিন কথাটা ঠিক না,নিজে না করলে বুঝতে পারবেন না যে থ্রিডি কতটা সহজ আর মজার বিষয়। কোর্সটি কমপ্লীট করতে পারলে আপনি নিজেও পারবেন যে ছবিটি দিয়েছি এটা তৈরী করতে।টিউটোরিয়ালে এ মডেল টি সম্পর্কে ই অলোচনা করা হয়েছে।সবকিছু বেসিক লেভেল থেকে শুরু করেছি,অনেকেই 2D এর কাজ পারে, কিন্তু এখন আর থ্রিডি ছাড়া ভাল কোন চাকরি পাওয়া দুষ্কর।অনলাইনে অনেক বাংলা টিউটোরিয়াল আছে অটোক্যাড নিয়ে কিন্তু খুব কম টিউটোরিয়াল ই আছে বাংলায়। যেগুলো আছে সেগুলো দ্বিমাত্রিক, থ্রিডি এর কোন ভাল টিউটোরিয়াল নেই।তাই আমি আমার এ প্রচেষ্টা,অনলাইন মার্কেট প্লেসে ভাল চাহিদা রয়েছে থ্রিডি ডিজাইনারের।এরকম একটি মডেল এর দাম ক্লায়েন্ট বুঝে প্রায় ৫০০ ডলারের ওপরে।থ্রিডি ভাল করে শিখে রাখলে ফ্রিল্যান্স,আপওয়ার্ক এসব সাইট থেকে ভাল কাজ পেতে পারেন। শিখে রাখুন,কোন একসময় কাজেও দিতে পারে।

মডেলটি সম্পূর্ণ আমার নিজের করা,তাই খুটিনাটি কমান্ডগুলো তুলে ধরার চেষ্টা করেছি।এর প্ল্যানটি ও আমার নিজের করা।

অটোক্যাড থ্রিডি কুলিং ফ্যান মডেলিং এ অটোক্যাড এর যে ভার্শনটা ব্যবহার করেছি সেটা হল অটোক্যাড ২০১৫। ২০০৭ ও ব্যবহার করতে পারেন আপনি।তবে ২০১৪ তে কাজ করতে বেশী সুবিধা পাওয়া যায়।টিউটোরিয়াল দেখতে থাকুন আর থ্রীডির মজা লুটতে থাকুন অটোক্যাডে।টিউটোরিয়ালে যে যে কমান্ড গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হলঃ

  • Circle
  • Line
  • Networksrf
  • Extrude
  • Orbit
  • Rectangle
  • Trim

টিউটোরিয়ালটি বুঝতে যে কোন সমস্যা হলে টিউমেন্টে অবশ্যই জানাবেন,২য় পর্বে বাকীটুকু আছে।ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না

ফেসবুকে আমি

Level 1

আমি মাহফুজ বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মাহফুজ বিশ্বাস।পাবনা পলিটেকনিকে পুরকৌশল নিয়ে পড়েছি।নিজে খুব কম জানি,জানার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস