بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত
আশা করি পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন। স্বাগত জানাচ্ছি এসো অটোক্যাড শিখি সিরিজে। এটা আমার ২২ম টিউন। তাই পূর্ণাঙ্গ সিরিজটির সাথে থাকুন। আর সাবসক্রাইব করতে ভুলবেন না। আর আমি আশা করি, নিয়মিত অটোক্যাডের টিউটোরিয়াল প্রকাশ করতে পারব, যাতে করে আপনাদের কাছে আর্কিটেকচারাল ড্রয়িং এর ব্যাপারে পরিপূর্ণ একটি শিক্ষণীয় সিরিজ উপহার দিতে পারব, ইনশাল্লাহ্। পরবর্তীতে আমার ২৩ম টিউন এ কিভাবে এই সিড়িঁটির স্যাকশন করতে হয় সেটি দেখানো হবে। সে পর্যন্ত সাথে থাকুন।
আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে সিড়িঁ (Dogleg StairCase) তৈরি করবেন।
https://www.youtube.com/watch?v=jvcgxobiSUU&t=14s
ডাউনলোড এ কোনরূপ সমস্যা হলে বা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। নতুন লিংক দিব।
সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সালাত আদায় করবেন। আমার জন্যে দোয়া করবেন, যেন আরো ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহ হাফেজ।
If u contact to me…
Facebook: RIFAT-UL-ZAKA RAKIB
Youtube Channel: RIFAT CAD BD
Twitter Account: RIFAT CAD BD
Skype: rifat.aidt
আমি রিফাত উল জাকা রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।