আজকের টিউটোরিয়ালটি তৈরী করা হয়েছে যারা থ্রিডিতে কাজ শিখতে চায় কিন্তু শেখার কোন সোর্স পাচ্ছে না তাদের জন্য।বর্তমানে ভাল থ্রিমাত্রিক ডিজাইনের উচ্চ চাহিদা আছে বাজারে। তাই করে থ্রিডি শিখতে পারলে আপনাকে আর কে পায়?
আজকের টিউটোরিয়ালটি করেছি খুব সহজ ভাবে। আপনি দেখলেই বুঝতে পারবেন,শুধু আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে ভালভাবে বুঝার জন্য।তাই আর কি লাগে আপনার?আমি তো আছি ই ব্যাকআপ এর জন্য।কাজ শুরু করুন না পারলে অবশ্যই টিউনমেন্ট করে জানাবেন।
নীচের চিত্রের মত একটি টেবিল খুব সহজে তৈরী করে দেখাব আজ
আজকের টিউটোরিয়াল টিতে যা যা কমান্ড ব্যবহার করেছি সেটা হল
*Copy Command
*Move Command
*Extrude Command
*Rectangle Command
*Erase Command
*Polyline Command
*Line Command
*Offset Command
কমান্ডগুলোর কাজ ভাল ভাবে আয়ত্তে আনুন,আর একটু ধৈর্য ধরে কাজটি আপনাকে করতে হবে।আগেই বলেছি থ্রিডির কাজ ধৈর্য এর বিষয় তবে খুব মজার কাজ এটা।একটি বার মজা পেয়ে গেলে দেখবেন আপনিও হয়ে উঠছেন থ্রিডি ডিজাইনার।আজকের টিউন টি করলাম থ্রিডির খুব বেসিক লেভেলের টিউন,তাই বেসিক থেকে আপনি শুরু করুন,আস্তে আস্তে আমরা সাম্নের দিকে এগিয়ে যাব।
আর না পারলে বা না বুঝলে আমি তো আছি সাথে এই থ্রিডির কোর্সে।আজ ই শুরু করে দিন কাজ তাহলে।
কোথাও বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করে জানাতে ভুলবেন না।
সমস্যা হলে আছি ফেসবুকে আমি
আমি মাহফুজ বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মাহফুজ বিশ্বাস।পাবনা পলিটেকনিকে পুরকৌশল নিয়ে পড়েছি।নিজে খুব কম জানি,জানার চেষ্টা করি।
বস শুরু করলাম। কিন্তু বস আপনি একট বেসিক আলোচনা করতে পারতেন।কোন অটোক্যাড এ কাজ করব? কি কি করা যাবে? কাজের ক্ষেত্র? মন খারাপ হয়ে গেল প্রথমেই। আবার সাউন্ডও খারাপ।ঠি করে আবার দেয়া যাবে কি? অটোক্যাড আর ৩ডি স্টুডিও ম্যক্স কি একই। দয়া করে জানাবেন