থ্রিডি শিখুন ক্যারিয়ার গড়ুন,এবার নিজেই করুন আপনার বাড়ির মডেল খুব সহজে,যেতে হবে না ইঞ্জিনিয়ারের কাছে।অনেকে বলে থ্রিডি খুব কঠিন কথাটা ঠিক না,নিজে না করলে বুঝতে পারবেন না যে থ্রিডি কতটা সহজ আর মজার বিষয়। কোর্সটি কমপ্লীট করতে পারলে আপনি নিজেও পারবেন যে ছবিটি দিয়েছি এই বাড়িটি ডিজাইন করতে।টিউটোরিয়ালে এ মডেল টি সম্পর্কে ই অলোচনা করা হয়েছে।সবকিছু বেসিক লেভেল থেকে শুরু করেছি,অনেকেই 2D এর কাজ পারে, কিন্তু এখন আর থ্রিডি ছাড়া ভাল কোন চাকরি পাওয়া দুষ্কর।অনলাইনে অনেক বাংলা টিউটোরিয়াল আছে অটোক্যাড নিয়ে কিন্তু খুব কম টিউটোরিয়াল ই আছে বাংলায়। যেগুলো আছে সেগুলো দ্বিমাত্রিক, থ্রিডি এর কোন ভাল টিউটোরিয়াল নেই।তাই আমি আমার এ প্রচেষ্টা,অনলাইন মার্কেট প্লেসে ভাল চাহিদা রয়েছে থ্রিডি ডিজাইনারের।এরকম একটি মডেল এর দাম ক্লায়েন্ট বুঝে প্রায় ৫০০ ডলারের ওপরে।থ্রিডি ভাল করে শিখে রাখলে ফ্রিল্যান্স,আপওয়ার্ক এসব সাইট থেকে ভাল কাজ পেতে পারেন। শিখে রাখুন,কোন একসময় কাজেও দিতে পারে।
মডেলটি সম্পূর্ণ আমার নিজের করা,তাই খুটিনাটি কমান্ডগুলো তুলে ধরার চেষ্টা করেছি।এর প্ল্যানটি ও আমার নিজের করা।
অটোক্যাড থ্রিডি বাড়ির মডেলিং এ অটোক্যাড এর যে ভার্শনট ব্যবহার করেছি সেটা হল অটোক্যাড ২০১৪। ২০০৭ ও ব্যবহার করতে পারেন আপনি।তবে ২০১৪ তে কাজ করতে বেশী সুবিধা পাওয়া যায়।টিউটোরিয়ালে যে যে কমান্ড গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হলঃ
ভিডিওটি ভাল করে লক্ষ করলেই বুঝতে পারবেন
অটোক্যাড 2D সম্পর্কে বেসিক ধারণা থাকলেই আপনার কাছে মডেলটি সহজ হয়ে যাবে।খুব সহজ শুধু সম্পন্ন করতে দরকার আপনার একাগ্রতা।বাজারে থ্রিডির যথেষ্ট চাহিদা রয়েছে তাই শিখে রাখুন,কাজেও দিতে পারে কোনদিন।আর বুঝতে যে কোন প্রকার অস্পষ্টতা বা বুঝতে সমস্যা হলে টিউমেন্টে জানাতে ভুলবেন না যেন, আমার সাধ্যানুযায়ী প্রব্লেম সল্ভ করার চেষ্টা কর।সাথেই থাকুন,দেখতে থাকুন,শিখতে থাকুন।
না বুঝলে নক করুন ফেসবুকে আমি
আমি মাহফুজ বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মাহফুজ বিশ্বাস।পাবনা পলিটেকনিকে পুরকৌশল নিয়ে পড়েছি।নিজে খুব কম জানি,জানার চেষ্টা করি।
প্রিয় টিউনার,
আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!
টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।
নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।
চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।
নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।
মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!