بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত
আশা করি পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন। স্বাগত জানাচ্ছি এসো অটোক্যাড শিখি সিরিজে। এটা আমার ১১ম টিউন এবং আশা রাখি পরবর্তীতে আপনাদের আরও নতুন কিছু শিক্ষণীয় টিউন উপহার দিতে পারব। খুব শীঘ্রই আপনাদের জন্যে আসছে আমার অটোক্যাড এডভান্স সিরিজ ও রাজুক শীটের সকল প্রকার ড্রয়িং। আমার প্রতিটা কোর্সের শেষে আপনাদেরকে সোর্স ফাইলটি সহ দিয়ে দেওয়া হবে। তাই পূর্ণাঙ্গ সিরিজটির সাথে থাকুন। আর সাবসক্রাইব করতে ভুলবেন না।
আর আমি আশা করি, নিয়মিত অটোক্যাডের টিউটোরিয়াল প্রকাশ করতে পারব, যাতে করে আপনাদের কাছে আর্কিটেকচারাল ড্রয়িং এর ব্যাপারে পরিপূর্ণ একটি শিক্ষণীয় সিরিজ উপহার দিতে পারব, ইনশাল্লাহ্। পরবর্তীতে আমার ১২ম টিউন থেকে শুরু হবে কিভাবে আর্কিটেকচারাল প্লান করতে হবে। সে পর্যন্ত সাথে থাকুন।
আজকের টিউন এ থাকছে
ডাউনলোড এ কোনরূপ সমস্যা হলে বা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না । নতুন লিংক দিব।
সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সালাত আদায় করবেন। আমার জন্যে দোয়া করবেন, যেন আরো ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহ হাফেজ্।
Facebook: RIFAT-UL-ZAKA RAKIB
Skype: rifat.aidt
Presents By- Creative Architect
আমি রিফাত উল জাকা রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!
টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।
নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।
চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।
নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।
মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!