সবাইকে স্বাগতম,
আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো, কিভাবে অটোক্যাড 2007 ইনস্টল করতে হয়।
এবং কিভাবে ফুল ভার্সন করতে হয়।
যদিও সকলের জন্য টিউটোরিয়ালটি কাজে নাও আসতে পারে।
কথা না বাড়িয়ে চলুন নিচের লিংকে দেয়া ভিডিও টিউটোরিয়ালটি দেখে আসি।
তো আর কি বলবো বলেন।
যেহেতু ভিডিও টিউটোরিয়াল তাই কোন কিছু বলবো না।
টিউনটি কেমন লেগেছে ?? জানাতে ভুলবেন না।
আজকের মত এখানেই।
টা টা 😛 😛 😛
নিচে দেখুন : কাজে লাগতে পারে।
যদি টিউটোরিয়ালগুলো আপনাদের কাছে ভাল লেগে খাকে তাহলে অবশ্যই লাইক টিউমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
আসুন কপি-পেষ্ট মুক্ত কমিউনিটি গড়ে তুলি।
সেই প্রত্যাশায় আজকের মত এখানেই।।।।।।
২০০ ওয়ার্ড না হওয়ায় কিছু কথা লিখলাম ---
পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র প্রাণী আছে সব ছেয়ে বৃহত্তম
প্রাণী হল মেয়েরা| 😛
___ মেনানডির
* *
কেউ আমার
সঙ্গে মিথ্যা বলেছে এজন্য
আমি হতাশ নই।
বরং আমি এ
কারণে হতাশ যে, এখন
থেকে আমি আর
তাকে বিশ্বাস
করতে পারব না।
আমি হাবিবুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে বেশি কিছু বলার নেই । ভালবাসি প্রযুক্তি সম্পর্কে জানতে, জ্ঞান আহরন করতে , যতটুকু জানি তা অন্যের মাঝে ছড়িয়ে দিতে ।
AutoCAD 2017 এখন পাওয়া যাচ্ছে। আর আপনি 2007 নিয়া আছেন!?