بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত
আশা করি পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন। স্বাগত জানাচ্ছি আমার ছোটোখাটো অটোক্যাডার সিরিজে। এটা আমার ৭ম টিউন এবং আশা রাখি পরবর্তীতে আপনাদের আরও নতুন কিছু শিক্ষণীয় টিউন উপহার দিতে পারব। কিছু জটিলতার কারনে নিয়মিত টিউন করা থেকে অনুপস্থিত ছিলাম। আজ আমি আপনাদের কাছে দেখাতে যাচ্ছি Option Tool সম্পর্কে বিস্তারিত। আমার পরবর্তী সকল টিউন 2013/2016 তৈরি করব। আর আমি আশা করি, নিয়মিত অটোক্যাডের টিউটোরিয়াল প্রকাশ করতে পারব, যাতে প্রতিটি কমান্ডের বা টুল এর পরিপূর্ণ বিবরণ দেয়া থাকবে, ইনশাল্লাহ্।। পরবর্তীতে আমার ৮ম টিউনে আমি আপনাদের অটোক্যাড এর খুঁটিনাটি আরও কিছু তথ্য দিতে পারব বলে আশা রাখি।।
নিচে টিউটোরিয়ালটি দিলাম।
ডাউনলোড এ কোনরূপ সমস্যা হলে বা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না । নতুন লিংক দিব। আর ইউটিউব চ্যানেলেটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এক নজরে দেখে নিন আমার পূর্বের টিউনগুলোঃ
সিরিজঃ ছোটোখাটো অটোক্যাডার
আমার ১ম টিউনঃ ছোটোখাটো অটোক্যাডার-পর্বঃ ১__অটোক্যাড এর কমান্ড শেখার জন্যে এবার নিয়ে এলাম পিডিএফ ফাইল
আমার ২য় টিউনঃ ছোটোখাটো অটোক্যাডার-পর্বঃ ২__জেনে নিন অটোক্যাড 2007 ইন্সটল পদ্ধতি
আমার ৩য় টিউনঃ ছোটোখাটো অটোক্যাডার-পর্বঃ ৩__অটোক্যাড 2007 ইন্সটল, সাথে ভিডিও টিউটোরিয়াল
আমার ৪র্থ টিউনঃ ছোটোখাটো অটোক্যাডার-পর্বঃ ৪__অটোক্যাড Draw Tool Bar নির্দেশনা, সাথে ভিডিও টিউটোরিয়াল
আমার ৫ম টিউনঃ ছোটোখাটো অটোক্যাডার-পর্বঃ ৫__অটোক্যাড 2016 ইন্সটল নির্দেশনা, সাথে থাকছে ভিডিও টিউটোরিয়াল
আমার ৬ষ্ঠ টিউনঃ ছোটোখাটো অটোক্যাডার-পর্বঃ ৬__Dimention & Modify Tool Bar নির্দেশনা, সাথে ভিডিও টিউটোরিয়াল
সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সালাত আদায় করবেন। আমার জন্যে দোয়া করবেন, যেন আরো ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।। আল্লাহ হাফেজ্।।
আমার ফেসবুক পেজটিতে লাইক দিয়ে আপডেট থাকবেন।
আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলেটিতে।। "সাবস্ক্রাইব"
আমি মোঃ রিফাত উল জাকা রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।