অনেকদিন পর টি,টি টিউন করলাম AUTOCAD নিএ।আমি আমার ইউটিউব চ্যানেল এ নিওমিত টিওটরিয়াল আপলোড করি কিন্তু নিওমিত টি,টি টিউন করা হয় না।তাই আপডেট পেতে সাবসক্রাইব করে রাখবেন আমার চ্যানেল কে। আজকে আমি AUTOCAD এর মেইন টুল লাইন টুল নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেছি আমি শাধারনতো সবসময়ই বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করি।আমি এই টিওটরিয়াল এ আরও ব্যাখ্যা করেছি ইউনিট সেটআপ কিভাবে করতে হয়।এর আগেও ইউনিট সেটআপ করা দেখিয়েছি এই বার অন্য ভাবে দেখিয়েছি।আর আমার আশা আছে আমি এডভান্স লেভেল নিয়ে কিছু টিওটরিয়াল করব সবাই একটু এডভান্স লেভেল এর ভিডিও গুলি বেসি দেখে।আর ভিডিও টিওটরিয়াল টা কেমন হোলও টিউমেন্টস করে জানাবেন।আর কি ধরনের টিওটরিয়াল হলে আপনাদের সুবিধা হয় তা জানাবেন।আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী টিওটরিয়াল বানাতে।আসলে ইচ্ছে আছে কিন্তু সময় পাই না আর সময় থাকলে অনেক সময় মুড অফ থাকে।আসলে এইটা আমার ভিডিও টিওটরিয়াল তাই টিউন এ বিস্তারিত কিছু লেখার প্রয়োজন নাই,কিন্তু আমার টিউন পাবলিশ হচ্ছে না বলছে ২০০ শব্দ হতে হবে!তবে আমার মনে হয় ভিডিও টিওটরিয়াল এর ক্ষেত্রে এই আইন একটু সিথিল হলে ভালো হতো।
আর আপনারা জানেন আমি ঈদ উপলক্ষে অনেকগুলি অ্যানিমেটেড ভিডিও ম্যাসেজ আপলোড করেছি এবং ২ দিন আগে আরেকটি ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে এই ভিডিও টা ডাউনলোড করতে পারেন।ভালো থাকবেন সবাই।
আমি রিপন বর্মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পুরাতন পাঠক,নতুন প্রোফাইল। টেকটিউনস এ ছিলাম আছি থাকব ।
thx