কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন।অনেক দিন পর আমি অটোক্যাড নিয়ে ২ টি ভিডিও টিওটরিয়াল ইউটিউব এ আপলোড করলাম।অনেক দিন আগে আমি অটোক্যাড নিয়ে টেকটিউনস এ টিউন করেছিলাম কিন্তু সময় এর অভাবে ইচ্ছে থাকলেও টিউন করতে পারি না।
আমি যখন টিউন করেছিলাম তখন আমার ইউটিউব এ টিওটরিয়াল ছিল এডভান্স নিয়ে ৯ টি বেসিক নিয়ে ৪ টি। আজকে আমি বেসিক এর ৬ এবং ৭ নাম্বার ভিডিও টিওটরিয়াল আপলোড করলাম আশা করি আপনাদের উপকারে আসবে। এই ২ টি ভিডিও তে আমি অটোক্যাড এর status bar nie বিশদ ভাবে আলোচনা করেছি। এবং এটা আমার অটোক্যাড এর interface nie শেষ টিওটরিয়াল।পরবর্তী টিওটরিয়াল গুলি আমি ভিবিন্ন টুলস নিয়ে আলোচনা করব।আসলে বিদেশে থাকি সময় এর অভাবে ইচ্ছে থাকলেও টিওটরিয়াল বানাতে পারি না।আর দেশ থাকে ঘুরে আসলাম। ৪ মাস থেকে আসলাম ভেবেছিলাম যে দেশে অনেক সময় পাব,অনেক টিওটরিয়াল বানাবো আসলে দেশে ৪ মাস ৪ সপ্তার মতো চোলে গেছে সময় পাই নি।যাই হোক আমি মাঝে মধ্যে ইউটিউব এ টিওটরিয়াল আপলোড করি কিন্তু টেকটিউনস এ সময় এর অভাবে টিউন করতে পারি না।তাই আপনারা যদি আমার টিওটরিয়াল এর আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাকে ইউটিউব এ সাবসক্রাইব করবেন।আর টিওটরিয়াল এ যদি কোনও কিছু অস্পষ্ট মনে হয় বা না বোঝেন তাহলে অবশ্যই ইউটিউব এ কমেন্টস করবেন।
আমার বেসিক ৬ নাম্বার টিওটরিয়াল
আমার বেসিক ৭ নাম্বার টিওটরিয়াল
এডভান্স ভিডিও ৯ টি দেখার জন্য ক্লিক করুন
বেসিক ভিডিও ৭ টি দেখার জন্য ক্লিক করুন
আমি রিপন বর্মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পুরাতন পাঠক,নতুন প্রোফাইল। টেকটিউনস এ ছিলাম আছি থাকব ।