শুরুতে সালাম জানাই। জানি সবাই ভালো আছেন। তাই আর জানতে চাইলাম না। বরাবরের মতো আবারো এসে গেলাম আপনাদের সামনে কিছু নিয়ে।
প্রথমে Lock Code দিয়ে মোবাইল মোবাইল restore করুন :
মোবাইলের হোম পেজে গিয়ে ডিরেক্ট টাইপ করুন,
*#7370#
Yes চাপুন মোবাইলের Lock Code টাইপ করুন, ok চাপুন ব্যস কাজ শেষ মোবাইল restore হবে, মোবাইল restore করুন Lock Code ছাড়া: পৃথিবীতে সিমবিয়ান মোবাইলের সংখ্যা 5-7 টা নয়, তো সকল সিমবিয়ান এর Lock Code ছাড়া মোবাইল restore এর টিউটোরিয়াল দেখানো সম্ভব নয়, আমি কিছু
জনপ্রিয় সিমবিয়ান এর Locl Code ছাড়া restore এর টিউটোরিয়াল দেখাবো, আপনাদের সিমবিয়ান এর ইস্টাইল যদি এখানের কোন মোবাইলের ইস্টাইলের সাথে মিলে তবে এ কাজটি আপনার সিমবিয়ানেও হবে, আপনার মোবাইলে ইস্টাল যদি এখানের কোন মোবাইলের সাথে না মিলে কিন্তু আপনার এটা দরকার তাহলে কমেন্ট করে জানান সমাধান দিতে ছেষ্ট করব, আপনার মোবাইল Off করুন এবং নিছের চিত্র অনুযায়ি বাটনগুলো ছেপে ধরে মোবাইল ওপেন করুন,
মোবাইল 100% restore হব
Nokia E63
•••কোন সমস্যা হলে মন্তব্য করুন •••
পোস্ট টা খুব কস্ট করে লিখলাম, আপনাদের মতামত জানালে খুব খুশী হবো। আর এতো কস্ট শুধুই আপনাদের জন্য।
আমি আশরাফুল আল রিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুধু পুরোনো বললে ভুল হবে অনেক পুরোনো লেখা। 😀 আরেকটা বিষয় আপনার এই টিঊনটা কি অটোডেস্ক বিভাগে পরে?