কে হতে চায় অটোক্যাডার [পর্ব–১৯] :: Autocad Basic Training (Stretch & Scale Tools)

কে হতে চায় অটোক্যাডার

 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ  (বিসমিল্লাহির রাহমানির রাহিম)


আসসালামু আলাইকুম। আমার ৩৬ তম  টিউন এবং অটোক্যাড সিরিজের ২০  তম  টিউনে সবাইকে স্বাগতম।  ১ম টিউনে  আমরা অটোক্যাড ২০১২ ডাউনলোড ও সেটাপ নিয়ে কথা বলেছিলাম। যারা এখনো অটোক্যাড ২০১২ ফুল ভার্সন করতে পারেননি তাদের জন্য ফুলভার্সন করার টিউটোরিয়াল আপলোড করে দিয়েছি

প্রয়োজন হলে দেখে নিতে পারেন এখান থেকে

অনেকে ম্যাসেজ দিয়ে বলেছেন অটোক্যাড ২০১২ ৬৪বিট এর কিজেন আপলোড করার জন্য, তারা এখান থেকে কিজেন ডাউনলোড করে নিতে পারেন, সেই সাথে যদি কারো সফটওয়্যার প্রয়োজন হয় তাহলে এখান থেকে (টরেন্ট লিঙ্ক) ডাউনলোড করে নিন।

এবার আসি আজকের টিউনের ব্যাপারে, অটোক্যাডে আমরা একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে এডভ্যান্স লেভেল পর্যন্ত যাব। তাই অটোক্যাডে যারা নতুন তাদের জন্য বেসিক লেভেল, যারা বেসিক জানি তারা এডভান্স লেভেলের অপেক্ষায় থাকুন। অটোক্যাড সিরিজের টিউটোরিয়ালগুলো ধারাবাহিক ভাবে  ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে  আমার ব্যক্তিগত ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন।

ডাউনলোড করতে ছবিতে ক্লিক করুন

যেকোন প্রয়োজনে >> ফেসবুকে  আমি  মোঃ আশিকুর রহমান 

সৌজন্যে : Ashiq99Channel

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

Level 0

আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো লাগলো এই টিউটোরিয়াল গুলোদেখে। প্রতিদিন এমনিতেই টেকটিউনস আসি অনেক বার কিন্তু বর্তমানে আপনার এই টিউন এর জন্য আসি বারবার (কখন দিবেন)।

    @Md. Nur Hossain: আপনার মন্তব্যটি শুনে সত্যিই আজকে খুব ভাল লাগল , আপনাদের কারো বিন্দু মাত্র উপকার হলেই আমার এই টিউটোরিয়াল গুলো করা সার্থক , অনেক ধন্যবাদ

vi apnk onk dhonobadh eto shundhor tutorila er jonno.. vi Ami Autodex 3D Max shikhte cahcchi Apnar Jana jodi valo kono writer er nama Jana thake amk janaben pls… amr AutoCAD ta Jana ache tai… Ami 3d max shikhar bapare agrohi…. thx again

    @সপ্নীল সাগর: মন্তব্যের জন্য ধন্যবাদ , এই মুহূর্তে আমার কাছে ম্যাক্স শেখার ভাল কোন লিঙ্ক নেই , আপনি সার্চ ইঞ্জিনের সাহায্য নিতে পারেন