কে হতে চায় অটোক্যাডার [পর্ব–০১] :: Autocad Basic Training (Open, Save, Save as Tools)

কে হতে চায় অটোক্যাডার


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ


আসসালামু আলাইকুম। আমার ৭ম টিউন এবং অটোক্যাড সিরিজের ২য় টিউনে সবাইকে স্বাগতম।  ১ম টিউনে আমরা অটোক্যাড ২০১২ ডাউনলোড ও সেটাপ নিয়ে কথা বলেছিলাম। যারা এখনো অটোক্যাড ২০১২ ফুল ভার্সন করতে পারেননি তাদের জন্য ফুলভার্সন করার টিউটোরিয়াল আপলোড করে দিয়েছি, প্রয়োজন হলে দেখে নিতে পারেন এখান থেকে।

অটোক্যাড ২০১৬ ভার্সন যারা ডাউনলোড করতে চান তাদের জন্য ৩২ বিট (১৫৪০ মেগাবাইট যা যথাক্রমে ৮০০ এবং ৭৪০ মেগাবাইটে আপলোড করা হয়েছে)   পার্ট-১   পার্ট-২ এবং  ৬৪বিট (২১৬১ মেগাবাইট যা ৩ পার্টে আপলোড করা হয়েছে।প্রথম ২ পার্ট ৮০০ মেগাবাইট আর শেষেরটি ৫৬১ মেগাবাইট) পার্ট-১ পার্ট-২ পার্ট-৩। ২০১৬ ভার্সন টির ডাউনলোড লিঙ্ক প্রবাসী ভাইয়ের টিউন থেকে নেয়া।

অনেকে ম্যাসেজ দিয়ে বলেছেন অটোক্যাড ২০১২ ৬৪বিট এর কিজেন আপলোড করার জন্য, তারা এখান থেকে কিজেন ডাউনলোড করে নিতে পারেন, সেই সাথে যদি কারো সফটওয়্যার প্রয়োজন হয় তাহলে এখান থেকে (টরেন্ট লিঙ্ক) ডাউনলোড করে নিন।

এবার আসি আজকের টিউনের ব্যাপারে, অটোক্যাডে আমরা একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে এডভ্যান্স লেভেল পর্যন্ত যাব। তাই অটোক্যাডে যারা নতুন তাদের জন্য বেসিক লেভেল, যারা বেসিক জানি তারা এডভান্স লেভেলের অপেক্ষায় থাকুন। অটোক্যাড সিরিজের টিউটোরিয়ালগুলো ধারাবাহিক ভাবে  ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে  আমার ব্যক্তিগত ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন। নিচের ভিডিও লিঙ্ক থেকে ভিডিওটি ডাউনলোড করুন।

 

ডাউনলোড লিঙ্ক (ডাইরেক্ট)

যেকোন প্রয়োজনে >> ফেসবুকে  আমি  মোঃ আশিকুর রহমান 

সৌজন্যে : Engineer79

যারা ডিভিডি সংগ্রহ করতে চান

ডিভিডি বিষয়ক বিস্তারিত দেখুন এখানে

বিঃ দ্রঃ যারা ডাউনলোড করতে পারেন তারা ডাউনলোড করে নিন

Level 0

আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

I want to be a autocader . Yes I want to be.

শুনে খুব ভালো লাগলো; আমি আছি ভাই আপনার সাথে। আশাকরি মোটামুটি একটি পর্যায় পর্যন্ত নিয়ে যাবেন সবাইকে।ধন্যবাদ।

Level 0

dekhi apni kotodur sathe thaken. r valo lagena chain tuner der

    @mahamidul: মন্তব্য করার জন্য ধন্যবাদ , সত্যি বলতে সকল চেইন টিউনারই শেষ করতে চায় , কিন্তু চেইন টিউন শেষ করা অনেকটা এভারেস্ট জয় করার মত , একবার শুরু করলে নানা রকম সমস্যা দেখা দেয় , যেমন ভাল রেকর্ডিং ইন্সট্রুমেন্ট না থাকা , আপলোড স্পিড না থাকা , বিভিন্ন ব্যাস্ততা ইত্যাদি ইত্যাদি , তারপরও ইনশাআল্লাহ শেষ করতে পারব আশা রাখি ।

Level 2

ভাই আমিও কাড্যার হইতে চাই #আশিক ভাউ

    @kishalay: সাথেই থাকুন , ভাউ , কিন্তু সাবধান ক্যাডার হয়ে আবার যেন মারামারি করবেন না ,

Level 2

@ashik vai কিছু বলেন আমাকে আমি এখন কিতা করমু

Level 0

32 bit এ কাজ করবে?

“সত্যি বলতে সকল চেইন টিউনারই শেষ করতে চায় , কিন্তু চেইন টিউন শেষ করা অনেকটা এভারেস্ট জয় করার মত , একবার শুরু করলে নানা রকম সমস্যা দেখা দেয় , যেমন ভাল রেকর্ডিং ইন্সট্রুমেন্ট না থাকা , আপলোড স্পিড না থাকা , বিভিন্ন ব্যাস্ততা ইত্যাদি ইত্যাদি , তারপরও ইনশাআল্লাহ শেষ করতে পারব আশা রাখি ।”

@আশিকুর রহমান ভাইয়ের বলা কথাটা খুব ভালো লাগলো। আর সেই সাথে বলতে চাই, আমিও থাকতে চাই আপনাদের সাথে………। 🙂

ভাই অটোক্যাড করতে হলে সর্মবনিম্ন কেমন মানের desktop লাগবে ?

    Autocad এর বিভিন্ন ভার্সন আছে , তাই আপনি লো বা হাই সকল কনফিগারেশনের ব্যবহার করতে পারবেন

ভাই 30bit Link তো কাজ করেনা। দয়াকরে এমন একটা লিঙ্ক দিন যেটা কাজ করবে।

youtube channel koi

ভাই আপনার চ্যানেলে সাবক্র্যাইব করলাম। সময় বুঝে প্র্যাক্টিস করব ইং-শা- আল্লাহ।

ভাইয়া আমি আপনার ছোট ভাইয়ের মতো । শিখতে চাই । তাই দয়াকরে সাহায্য করবেন ।

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।