بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আসসালামু আলাইকুম। আমার ৭ম টিউন এবং অটোক্যাড সিরিজের ২য় টিউনে সবাইকে স্বাগতম। ১ম টিউনে আমরা অটোক্যাড ২০১২ ডাউনলোড ও সেটাপ নিয়ে কথা বলেছিলাম। যারা এখনো অটোক্যাড ২০১২ ফুল ভার্সন করতে পারেননি তাদের জন্য ফুলভার্সন করার টিউটোরিয়াল আপলোড করে দিয়েছি, প্রয়োজন হলে দেখে নিতে পারেন এখান থেকে।
অটোক্যাড ২০১৬ ভার্সন যারা ডাউনলোড করতে চান তাদের জন্য ৩২ বিট (১৫৪০ মেগাবাইট যা যথাক্রমে ৮০০ এবং ৭৪০ মেগাবাইটে আপলোড করা হয়েছে) পার্ট-১ পার্ট-২ এবং ৬৪বিট (২১৬১ মেগাবাইট যা ৩ পার্টে আপলোড করা হয়েছে।প্রথম ২ পার্ট ৮০০ মেগাবাইট আর শেষেরটি ৫৬১ মেগাবাইট) পার্ট-১ পার্ট-২ পার্ট-৩। ২০১৬ ভার্সন টির ডাউনলোড লিঙ্ক প্রবাসী ভাইয়ের টিউন থেকে নেয়া।
অনেকে ম্যাসেজ দিয়ে বলেছেন অটোক্যাড ২০১২ ৬৪বিট এর কিজেন আপলোড করার জন্য, তারা এখান থেকে কিজেন ডাউনলোড করে নিতে পারেন, সেই সাথে যদি কারো সফটওয়্যার প্রয়োজন হয় তাহলে এখান থেকে (টরেন্ট লিঙ্ক) ডাউনলোড করে নিন।
এবার আসি আজকের টিউনের ব্যাপারে, অটোক্যাডে আমরা একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে এডভ্যান্স লেভেল পর্যন্ত যাব। তাই অটোক্যাডে যারা নতুন তাদের জন্য বেসিক লেভেল, যারা বেসিক জানি তারা এডভান্স লেভেলের অপেক্ষায় থাকুন। অটোক্যাড সিরিজের টিউটোরিয়ালগুলো ধারাবাহিক ভাবে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আমার ব্যক্তিগত ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন। নিচের ভিডিও লিঙ্ক থেকে ভিডিওটি ডাউনলোড করুন।
যেকোন প্রয়োজনে >> ফেসবুকে আমি মোঃ আশিকুর রহমান
সৌজন্যে : Engineer79
যারা ডিভিডি সংগ্রহ করতে চান
ডিভিডি বিষয়ক বিস্তারিত দেখুন এখানে
বিঃ দ্রঃ যারা ডাউনলোড করতে পারেন তারা ডাউনলোড করে নিন
আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি
I want to be a autocader . Yes I want to be.