بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আসসালামু আলাইকুম । আমার ৫ম টিউন ও অটোক্যাড সিরিজের ১ম টিউনে স্বাগতম । যারা ইঞ্জিনিয়ারিং বা ড্রয়িং এর সাথে জড়িত তাদের জন্য Autocad আবশ্যক । টেকটিউন্স এ অটোক্যাডের ধারাবাহিক খুব কম টিউটোরিয়ালই আছে । তাই আপনাদের সাথে নিয়ে অটোক্যাডের সম্পূর্ণ ও পুর্নাঙ্গ একটি সিরিজ শুরু করব ইনশাআল্লাহ । সেই জন্য আপনাদের সহযোগিতা ও মতামত একান্ত কাম্য । আজকের পর্বে আমরা মুলত শুরুর আগের কিছু কাজ করব অর্থাৎ আমরা সফটওয়্যার সেটাপ করব । আমাদের এখানে অটোক্যাড ২০১২ এর ৬৪ বিট ভার্সনে কাজ করা হবে তাই আপনাদের সুবিধার্থে একটি টরেন্টের ডাউনলোড লিঙ্ক দেয়া হল । আপনারা চাইলে অটোক্যাডের ১০,১১,১৩,১৪,১৫ কিংবা ২০০৭ ভার্সনেও ফলো করতে পারেন । তবে আমি সাজেস্ট করব ১০ বা এর পরের কোন ভার্সন ব্যবহার করতে । এখানে কিজেন দেয়া আছে । অটোডেস্কের অন্যান্য সফটওয়্যার গুলোর মত একইভাবে ফুল ভার্সন করার নিয়ম । এছাড়া টেকটিউন্স এ ফুলভার্সন করার জন্য অনেক টিউন পাবেন কিংবা আপনারা কমেন্ট করলে আমিও ফুলভার্সন করার টিউটোরিয়াল করে দেব । তাহলে এবার সেটাপ করুন । ধারাবাহিক টিউটোরিয়ালগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পর্যায়ক্রমে আপলোড করা হবে , তাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ।
যেকোন প্রয়োজনে >> ফেসবুকে আমি মোঃ আশিকুর রহমান
সৌজন্যে : Ashiq99Channel
আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি
tnx bro ধারাবাহিক টিউটোরিয়াল চাই নিয়মিত