সালাম সবাইকে।এটা আমার প্রথম টিওটরিয়াল টেকটিউনস এ।আমি অনেক মাস ধরে অপেক্ষা করছি টেকটিউনস টিউন করার জন্য।কিন্তু রেজিস্ট্রেশন বন্ধ থাকাতে করতে পারিনি।যাই হোক আজ টিউন করতে বসলাম অটোক্যাড নিয়ে। আর টিউন এর প্রথমে আমি ক্রিতজ্ঞতা প্রকাশ করতে চাই প্রবাসী ভাই কে।রেজিস্ট্রেশন বন্ধ থাকাতে আমি টিউন করতে পারছিলাম না বলে উনি ইউটিউব এ দেয়া আমার ভিডিও টিওটরিয়াল দিয়ে একটা টিউন করেছিল। এবং সব সময়ে সব ধরনের সফটওয়্যার দিয়ে আমাকে হেল্প করেছে,করে চলছে।যাই হোক অটোক্যাড হচ্ছে যত ধরনের ক্যাড সফটওয়্যার আছে তাদের মধ্যে সেরা,যেমন ফটো এডিটিং এর বেলাতে অ্যাডোব ফটোশপ।আর এই অটোক্যাড নিয়ে টেক্সট টিউন করা খুবই কষ্টকর এবং দুস্কর বেপার।সেই জন্য আমি আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল করে একে একে ইউটিউব এ লোড করেছি।এখন ইউটিউব আমার টিওটরিয়াল এর সংখ্যা টোটাল ১৩ টি।বেসিক নিয়ে ৪ টি এবং একটু এডভান্স নিয়ে ৯ টি।এবং আমি কথা দিচ্ছি যে ধারাবাহিক ভাবে আমি একের পর এক টিওটরিয়াল উপহার দেয়ার চেষ্টা করব।এবং আপনাদের অনেক ধন্যবাদ কারন আমার ভিডিও গুলি ইতিমধ্যে ৫০০০ এর উপরে লোক দেখেছে।তাই আপনাদেরকে এখানে আমার ভিডিও টিওটরিয়াল গুলি দিচ্ছি এবং যদি মনে করেন যে আমার এই ভিডিও টিওটরিয়াল গুলি আপনাদের উপকারে আসবে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল।
এডভান্স ভিডিও ৯ টি দেখার জন্য ক্লিক করুন
আমি রিপন বর্মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পুরাতন পাঠক,নতুন প্রোফাইল। টেকটিউনস এ ছিলাম আছি থাকব ।
ধন্যবাদ শেয়ার করার জন্য ৷চালিয়ে যান