জেনে নিন AutoCAD এ বাংলা লিখার পদ্ধতি
সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি আল্লাহ্র রহমতে আপনারা সবাই ভালই আছেন। আজ আমরা শিখবো কিভাবে অটোক্যাড এ বাংলা ফন্ট ব্যবহার করবো।
প্রথমে আমরা নেট থেকে এই লিঙ্ক এ গিয়া http://www.omicronlab.com/bangla-fonts.html বাংলা ফন্ট ডাওনলোড করবো ।
তারপর ডাওনলোড ফোল্ডার থেকে ফন্টটা কপি করে নিব। এরপর কপি করা ফাইলটা আমরা এই অ্যাড্রেস এ গিয়া পেস্ট করবো Local Disk (C) / Program Files / Auto-desk / AutoCAD 2013 / Fonts
এর পর আপনার কম্পিউটারকে রিস্টার্ট করুন ব্যস হয়ে গেল কাজ ।
এবার আপনার AutoCAD Software চালু করুন এবং Text কমান্ড দিন তারপর F12 চাপুন এবার আপনের দরকার মত লিখুন দেখবেন কাজ হবে।
আবার ইংলিশ মুডে ফিরে যাওয়ার জন্য কীবোর্ড এর F12 key চাপুন তখন আপনার ইংলিশ মুড চালু হবে । এইভাবে আমরা অটোক্যাডে বাংলা এবং ইংলিশ লিখতে পারি।
আল্লাহ্ হাপেজ, সবাই ভাল থাকবেন ।
Facebook এ আমি : https://www.facebook.com/mozammal007
আমার Fun Page : https://www.facebook.com/BdCadDisignGroup
আমি Mozammal Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।