আসসালামু আলাইকুম।আমি মো: রফিকুল ইসলাম। আশাকরি আপনারা সকলে ভাল আছেন। টেকটিউন্স এ এটিই আমার প্রথম লেখা। যারা আর্কিটেকচার নিয়ে পড়ছেন মূলত তাদের জন্য আমার এই টিউটোরিয়াল বেশি কাজে আসবে। তবে যারা টেকটিউন্স এ আসেন তারা সবাই প্রযুক্তি প্রেমিক বিধায় আশাকরি সবারই ভাল লাগবে। আর আপনাদের ভাল লাগাই আমার পরিশ্রমের সফলতা। আর আপনাদের মূল্যবান মতামত/কমেন্টই আমার প্রেরণা।মূল আলোচনা শুরু করার আগে কিছু কথা বলে নিচ্ছি।
এ টিউটোরিয়াল দ্বারা Auto CAD এ যারা একেবারেই নতুন, তারা যেন উপকৃত হতে পারে। সে কারনেই শুরুর দিকে যতদূর সম্ভব জটিল আলোচনা পরিহার করে সহজ ভাবে বিভিন্ন কমান্ড নিয়ে আলোচনা করব। এজন্য কিছু কিছু ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় সংক্ষিপ্ত বর্ণনা দিব।পরবর্তীতে Auto CAD কিছুটা আয়ত্তে আসলে সংক্ষিপ্ত বর্ণনা দেয়া কমান্ডগুলোর বিস্তারিত বর্ণনা দিব। আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক -Auto CAD Open করলে নিচের Window দেখা যাবে।
আজ আর সামনে এগুব না। আপনাদের মূল্যবান মতামত এর অপেক্ষায় থাকলাম। সবাইকে ধন্যবাদ।
আমি মোঃ রফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রফিকুল ভাই, আপনাকে অসংখ্য ধনবাদ। আমি আপনার ছাএ হবো। ভাই, আপনি তো বেসিক থেকে শুরু করে এডবান্স পর্যন্ত লেখবেন। ভাই, আপনে কি আরর্কটেকচার এর উপর পরাশুনা করেছেন। ভাই আমি নিজে কিসু দিন ধরে বাপছিলাম অটোকের্ড নিয়ে টিউন করব। যাইহোক আপনে করছেন আশা করি আমি নিজে আরও অনেক কিছু শিখতে পারব। ভাই, কিছু মনে করেন না আপনে যদি কিভাবে অটোকর্ড সেটাপ দিতে হয় সেটা দিয়ে শুরু করতেন তাহলে যারা নতুন তাদের বেশি উপকার হবে। কারণ।আমি যখন এইটা উপর ক্লাস করেছি তখন অনেক ছাএ কে দেখি ২-৩মাস পার হয়া গেছে কিন্তু সেটাপ দেওয়াটা এখন যানে না। বেশি কথা বলার জন্য দুঃখিত।