AutoCAD 2008 টিউটোরিয়াল [১ম-পর্ব] :: পরিচিতি

আসসালামু আলাইকুম।আমি মো: রফিকুল ইসলাম। আশাকরি আপনারা সকলে ভাল আছেন। টেকটিউন্স এ এটিই আমার প্রথম লেখা। যারা আর্কিটেকচার নিয়ে পড়ছেন মূলত তাদের জন্য আমার এই টিউটোরিয়াল বেশি কাজে আসবে। তবে যারা টেকটিউন্স এ আসেন তারা সবাই প্রযুক্তি প্রেমিক বিধায় আশাকরি সবারই ভাল লাগবে। আর আপনাদের ভাল লাগাই আমার পরিশ্রমের সফলতা। আর আপনাদের মূল্যবান মতামত/কমেন্টই আমার প্রেরণা।মূল আলোচনা শুরু করার আগে কিছু কথা বলে নিচ্ছি।

এ টিউটোরিয়াল দ্বারা Auto CAD এ যারা একেবারেই নতুন, তারা যেন উপকৃত হতে পারে। সে কারনেই শুরুর দিকে যতদূর সম্ভব জটিল আলোচনা পরিহার করে সহজ ভাবে বিভিন্ন কমান্ড নিয়ে আলোচনা করব। এজন্য কিছু কিছু ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় সংক্ষিপ্ত বর্ণনা দিব।পরবর্তীতে Auto CAD কিছুটা আয়ত্তে আসলে সংক্ষিপ্ত বর্ণনা দেয়া কমান্ডগুলোর বিস্তারিত বর্ণনা দিব। আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক -Auto CAD Open করলে নিচের Window দেখা যাবে।

আজ আর সামনে এগুব না। আপনাদের মূল্যবান মতামত এর অপেক্ষায় থাকলাম। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি মোঃ রফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রফিকুল ভাই, আপনাকে অসংখ্য ধনবাদ। আমি আপনার ছাএ হবো। ভাই, আপনি তো বেসিক থেকে শুরু করে এডবান্স পর্যন্ত লেখবেন। ভাই, আপনে কি আরর্কটেকচার এর উপর পরাশুনা করেছেন। ভাই আমি নিজে কিসু দিন ধরে বাপছিলাম অটোকের্ড নিয়ে টিউন করব। যাইহোক আপনে করছেন আশা করি আমি নিজে আরও অনেক কিছু শিখতে পারব। ভাই, কিছু মনে করেন না আপনে যদি কিভাবে অটোকর্ড সেটাপ দিতে হয় সেটা দিয়ে শুরু করতেন তাহলে যারা নতুন তাদের বেশি উপকার হবে। কারণ।আমি যখন এইটা উপর ক্লাস করেছি তখন অনেক ছাএ কে দেখি ২-৩মাস পার হয়া গেছে কিন্তু সেটাপ দেওয়াটা এখন যানে না। বেশি কথা বলার জন্য দুঃখিত।

Level 2

রফিকুল ভাই , সাথে আছি ।

Level 0

সালাম , রফিকুল
ভাই সাগর ভাই এর কথাটা ফেলে দেওয়ার মত না অতান্ত যুক্তি স্নজ্ঞগত

ধন্যবাদ @ সাগর ভাই, কিভাবে অটোকর্ড সেটাপ দিতে হয় সেটা দিয়ে শুরু করব?

Level 0

সাগর ভাইয়ের সাথে একমত।আপনার টিউন সুন্দর হয়েছে আর আশা করছি ধারাবাহিক ভাবেই টিউন করবেন । তবে software টা Install করে দেখিয়ে শুরু করলে আর ও ভাল হত।

ভাই জানিনা এইটা কি সম্ভব কি না ? যদি আপনার টিউনগুলো পিডি এফ ফাইল আকারে কি দেওয়া যায়?

রফিকুল ভাই, আরকটা কথা বলার জন্য আপনার নজর কামনা করছি। যখন সেটাপ নিয়ে টিউন করবেন। তার পর কিভাবে মেনুয়াল সেটিনং করতে হয় তা দেখাইয়েন, কারণ সেটাপ দেওয়ার পর মেনুয়াল সেটিং একটি গুরুতপুর্ণ বিষয়। তাই এই জিনিস নিয়ে একটি টিউন করবেন আশা করি।
সবশেষে একটি কথা আমার 3d max নিয়ে শিখার খুব ইচ্ছে । জানি না কেউ যদি টেকটিউনে 3D MAX এর উপর টিউন করত তাহলে আমি খুবই উপকার হত প্লাস ইচ্ছেটা পুরন হত। বকবক করার জন্য আবর দুঃখিত।

Level 0

creck file টা একটু ভালবাবে দেখাইয়েন ভাই

সাগর ভাই আমি আপনাকে এখানে বলে রাখি অটোক্যাড শিখানো পর 3D MAX শিখানো হবে।

Maynuddin @ ভাইকে ধন্যবাদ

Sakilsakib @ ভাইকে ধন্যবাদ

মুরাধ ভাইকে ধন্যবাদ

Asha kori kisu din por bondho kore dineb na.. Onek Thanks. Regular pabo to.???

ভাই সাথে আছি

রফিক ভাই, শুনে খুব ভাল লাগল। আমি অইটার অপেক্ষায় থাকলাম। আর এইখানে তো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

carry on brother, i am with you..

ভাইয়া autocad 2012/2013 দিয়ে শুরু করা যায় কি? তাহলে লেটেস্টা শিখতে পারতাম।

চালিয়ে যান সাথে আছি, আমারও অটোক্যাড শিখতে অনেক দিনের ইচ্ছা, বুঝা যাচ্ছে আপনার থেকে কিছুটা হলেও শিখতে পারব।

ভাইয়া আমার ল্যাপটপে অটোক্যাড ২০০৪ সেট আপ দিতে পারছিনা। আমার ল্যাপটপ ৬৪ বিটের। অটোক্যাড ৬৪ বিটের কোন ভারশনটা দিলে সাপোট করবে?

চালিয়ে যান……………………………..

মোজাফফর ভাই, আপনে ২০০৭ সেটাপ দিয়ে কাজ করে দেখতে পারেন।

Level 0

auto cad sofwearer dowloder link den………amar kace ai sofwear nai…….

renecha ভাই আমার কাছে de (German Standard) ল্যাঙ্গুয়েজ এ 32 bits এর autocad আছে লাগলে আমি ডাউনলোড এর জন্য টরেন্ট দিতে পারি। ইংলিশ পাইতেছিনা। খোজ করতেছি …
সব ভাই কে ধন্যবাদ।