শিখে নিন আপনার সাধারণ স্মার্টফোনেই থ্রিডি ভিডিও দেখার কৌশল! (ভিডিও)

থ্রিডি হলোগ্রাম ভিডিও দেখার জন্য গুচ্ছের টাকা খরচ করার দিন বুঝি ফুরলো। এখন আপনি নিজেই তৈরি করে ফেলতে পারবেন নিজের একটি ছোট্ট থ্রিডি হলোগ্রাম। আর এর জন্য আপনার গুচ্ছের টাকাও খরচ করতে হবে না। সাধারণ একটি হলোগ্রাম আর ঘরের কিছু টুকিটাকি জিনিসই যথেষ্ট।

আপনার হাতের কাছে যদি থাকে একটি স্মার্টফোন, একটি পুরনো সিডি বা ডিভিডি কেস এবং কিছু টুকিটাকি স্টেশনারি, তাহলে আপনি নিজেই এটি বানিয়ে ফেলতে পারেন কোনোরকম খরচ ছাড়াই। ইউটিউবে Mrwhosetheboss এর আপলোড করা ভিডিওতে দেওয়া আছে এই ঘরোয়া হলোগ্রাম প্রজেক্টর তৈরির টিউটোরিয়াল। সাতটি ধাপে আপনি তৈরি করে ফেলতে পারবেন একে।

উপকরণ:

- একটি রুলার বা স্কেল
- পুরনো একটি সিডি/ডিভিডি কেস (স্বচ্ছ)
- কাগজ-কলম
- গ্রাফ পেপার
- কাঁচি
- ছুরি বা কাটার
- টেপ
- আপনার স্মার্টফোন

প্রণালী:

১) প্রথমে ভিডিওর মতো করে একটি চৌকো আকৃতি এঁকে নিন আপনার গ্রাফ পেপারে। এই ট্রাপিজিয়াম আকৃতির চতুর্ভুজের নিচের বাহুটি হবে ৬ সেন্টিমিটার, ওপরের বাহুটি ১ সেন্টিমিটার, এর উচ্চতা হবে ৩.৫ সেন্টিমিটার। এই অনুপাত বজায় রেখে আরো দুই-তিন গুণ বড়ও করতে পারেন এই ট্রাপিজিয়ামকে। এরপর গ্রাফ পেপার থেকে এই ট্রাপিজিয়াম আকৃতিটিকে কেটে আলাদা করে ফেলুন।
২) পুরনো সিডি কেসটির ধারগুলো ভেঙ্গে ফেলুন ভিডিওর মতো করে। এতে প্লাস্টিকের একটি চারকোণা, ফ্ল্যাট টুকরো বের হবে।
৩) গ্রাফ পেপারের ট্রাপিজিয়ামটিকে ব্যবহার করে প্লাস্টিকের টুকরোর ওপর এই আকৃতিটি এঁকে নিন চার জায়গায়।
৪) ছুরি বা কাটার ব্যবহার করে এই আকৃতি অনুযায়ী চার টুকরো প্লাস্টিক কেটে নিন।
৫) টেপ দিয়ে ভিডিওর মতো করে এই চারটি টুকরো জুড়ে দিন একসাথে।
৬) ইউটিউব থেকে থ্রিডি হলোগ্রাফ স্পেসিফিক একটি ভিডিও নামিয়ে নিন। এসব ভিডিও হলোগ্রাফিক প্রজেক্টর দিয়ে দেখার কথা।
৭) ঘরের আলো নিভিয়ে দিন। আপনার তৈরি প্লাস্টিকের প্রজেক্টরটিকে স্মার্টফোনের স্ক্রিনের ওপর রাখুন এবং উপভোগ করুন চমৎকার একটি থ্রিডি শো!

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Level 2

আমি আলাউদ্দিন মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Honesty is the best policy


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন টিউন…..

ধন্যবাদ। আমি তৈরী করেছি খুব মজা লাগছে।