প্রথমেই বলে নিচ্ছি দু সপ্তাহের কোর্সটি সম্পূর্ণ ফ্রি। ১৫টি আসন। কোর্সে যারা প্রতিভার স্বাক্ষর রাখবেন তারা চাইলে ইন্টার্ণ হিসেবে মাসিক ১০০ ডলার সম্মানী হিসেবে অস্থায়ী ভিত্তিতে আরও তিনমাস শেখার সুযোগ পাবেন। তারপর যোগ্যতা অনুযায়ী স্থায়ী এবং নতুন বেতন কাঠামোতে কাজ করতে পারবেন। থ্রি ডি স্টুডিও ম্যাক্স বেসিক জানা থাকতে হবে। খুব প্রফেশনালদের যোগাযোগ করার প্রয়োজন নেই। সপ্তাহে ৩/৪ দিন সন্ধ্যার পর দু ঘন্টা করে ক্লাস হবে ধানমন্ডি ৩০ নং এ। ১৫ অগাস্ট, ২০১৫, শনিবারের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। রবিবার সন্ধ্যা ৬ টায় সামনা সামনি কথা বলে সব ঠিকঠাক করা হবে। নাম,ঠিকানা, অভিজ্ঞতা খুব সংক্ষেপে [email protected] এ ড্রপ করুন। কোন শিক্ষাগত যোগ্যতার দরকার নাই। কোথায় পড়ছেন, চাকরী করছেন, বংশ, কুষ্ঠি কিছুই উল্লেখ করার দরকার নাই। জাস্ট কি পারেন, কেন আগ্রহী এটাই লিখবেন।
যারা সৃজণশীল, আঁকতে পারেন, কল্পনাশক্তি প্রখর তারা এই ফিল্ডে ভাল করবেন। যাদের অল্পবিস্তর অভিনয় দক্ষতা আছে তারাও উৎরে যাবেন। যাদের পর্যবেক্ষন ক্ষমতা তীক্ষ্ম তারাও এই সেক্টরে প্রতিভার স্বাক্ষর রাখতে পারবেন। তবে অনুশীলন এবং ভালবাসাটাই মূখ্য। এখন কম্পিউটার অনেক ক্ষমতাশালী, সফটওয়্যার অনেক ইউজার ফ্রেন্ডলী। নেটে টিউটোরিয়ালের অভাব নাই। আমাদের অপারগতা এবং ব্যর্থতার কারণ উপযুক্ত পরিবেশে একমুখী জ্ঞান সঞ্চয়ের অভাব। বাঙালীরা নিঃসন্দেহে অনেক বেশী ক্রিয়েটিভ কিন্তু যেহেতু অ্যাটনশনটা স্ক্যাটারড হয়ে যাচ্ছে তাই ফোকাসড না হয়ে তেমন কিছু করতে পারি না। সব শিখতে গিয়ে কিছুই শেখা হয় না। তাই একটু থিতু হয়ে পুরোটা এফর্ট দিলে সফলতা না আসার কোন কারণই নাই। ইউরোপ, আমেরিকার খ্যাতিমান অ্যানিমেটর যারা আছেন তারা আমাদের মতন সর্ববিষয়ে এত জ্ঞানী, পন্ডিত না। কিন্তু যেটুকু তাদের ফিল্ড সে বিষয়ে তারা শীর্ষে। তাই তারা সফল। আর কোন রহস্য তো আমার চোখে পড়ে না। যাই হোক। আগ্রহীদের সাথে দেখা হবে রোববার। keep creating something new everyday. ধন্যবাদ।
আমি ronireza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
amar nijer kora animation dekhon kamon hoyse https://www.youtube.com/watch?v=L1YzbOxXq4U