আমার করা কিছু সাম্প্রতিক 3D আউটসোর্সিং এর কাজ …

আমার করা কিছু সাম্প্রতিক কাজ পোস্ট করলাম , গঠনমূলক মন্তব্য পেলে খুশী হব , টেক্টীউন এ ছবিগুলার অনুপাত নষ্ট হয়ে যায় , তাই ছবির উপর রাইট ক্লিক করে " ভিউ ইমেজ" এ ক্লিক করলে অরিজিনাল ছবি টা দেখতে পারবেন

১)

ইলেকট্রনিক মেসেজার ... আমেরিকান এক ক্লায়েন্টের কাজ।  টোটাল ১৫০$ পেয়েছিলাম এই কাজটায় , ক্লায়ান্ট কিপ্টা না হলে আরও কিছু বেশি নেয়া উচিত এই ডীটেইল এর কাজে।

মডেলিং টূলঃ  3ds max 2014

ওয়ারফ্রেইমঃ

রেন্ডার :

২)

আজকে সকালে এই ইন্টেরিয়র টা করলাম , এক ইটালিয়ান ক্লায়ান্ট এর। বেচারা ইলেক্ট্রনিক সিগারেট এর শপ করবে একটা , ২০০$ দিবে এটাতে ... কাজ মুটামুটি ৭০% শেষ ...  3ds max 2014 এ করা।

ওয়ারফ্রেইমঃ

রেন্ডারঃ

৩)

এইটা আমার এক রেগুলার অস্ট্রেলিয়ান ক্লায়ান্ট এর কাজ , গত সপ্তায় করলাম , 3ds max 2014 এই করা ... প্রতি মাসেই এই ক্লায়েন্ট এর এরকম কাজ ২-৩ টা থাকে ...  ২৫০$ এর উপরেই থাকে এরকম কাজগুলা

ওয়ারফ্রেইমঃ

রেন্ডারঃ

৪)

এক আইরিশ ভদ্রলকের স্কেচাপ মডেল কে একটু সাজিয়ে রেন্ডার করে দিলাম ... ৮০$/ রেন্ডার

রেন্ডারঃ

এই বিল্ডিং এর এই আরেক্টী রেন্ডার ...

Level 0

আমি মোঃ এহসানুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আরকিটেকচারাল ভিসুয়ালাইজেশণ এ সুধু বাইরের কাজ করি freelancer হিসাবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আচ্ছা, আমার এগুলো শেখার খুব ইচ্ছা!! কিন্তু শিখবো কিভাবে?

আচ্ছা এগুলা করতে সময় কেমন লাগে? ৩ নাম্বার ছবিটার কাজ শেষ করতে মোট কত সময় লেগেছে?

Level 0

এগুলান শিখার রাস্তা কি ভাই ?

চমৎকার 🙂

ভাই আপনিতো অসাধারণ কাজ করেন । শেয়ার করার জন্য ধন্যবাদ ।

ভাই 3ds max 2014 এই সফ্টওয়ার টা কি আমার(Intel Core 2 Dou) তে Support করবে ?

Level 0

এক কথায় জটিল!

Level 0

waw, that’s awesome.

বাকরুদ্ধ হয়ে গেলুম 😉

Level 0

আপনার গ্রাফিক্স কার্ড এর মডেল কি?

Level 0

এক কথাই Awesome !

Level 0

Bhai, ektu software details bolben ki? Egulo korar jonno apni kon kon software-er help niyechen? Kaj kintu Awsome hoyeche.

Level 0

অইত্যান্ত সৌন্দর্য্য…

এক কথাই বলতে গেলে ……ফাটাফাটি ……অনেক দিন পর বেশ ভাল কিছু ডিজাইন দেখতে পেলাম

ওবাই, কি বস :O

ধন্যবাদ ভাই

Level 0

কাজ গুলো বেশ ভাল লাগল। আমি নিজেও রেন্ডারের কাজ করি। আমি অবশ্য এখনও স্টুডেন্ট।
কিছু প্রশ্ন ছিল। আপনি কি শুধু রেন্ডার করেন নাকি সাথে ডিজাইনও করেন? ৩ডি মাক্সে অনেক ভাল রেন্ডার করা যায় জানি তবে জানতে চাচ্ছি যে অন্য কোন সফটওয়্যারে (যেমন- রেভিট) কোন ডিজাইন করা থাকলে মাক্স দিয়ে রেন্ডার কিভাবে করেন।
আমি নিজেও সারাদিন ডিজাইন নিয়ে কাজ করি। আমি একজন আর্কিটেক্টচারের স্টুডেন্ট। আশা করি আপনার সাথে আর কথা হবে।

    Level 0

    আর আমার এই মুহূর্তে করা অসমাপ্ত দুইটি রেন্ডারিং দেখুন। এটি আমার করা ডিজাইন,মডেল বানান সহ।
    http://i.imgur.com/tm1nWhr.jpg
    http://i.imgur.com/tm1nWhr.jpg
    কেমন লাগল জানাবেন

    @Jackson: এক্সটেরিয়র সাধারনত ক্লায়ান্ট এর কাছ থেকেই এলিভেশন পাই। আর ইন্টেরিয়র ডীজাইন ত প্রায় ই করতে হয়। রেভিট 2009 থেকে ত FBX সাপোর্ট করে নাইলে DWG এর মাধ্যমে ম্যাক্স এ আনা যায় , আর আজকাল সব টূল দিয়েই ভাল রেন্ডার করা যায়। যে যেটা ভাল পারে অইটাই যথেষ্ট … তবে ম্যাক্স এর ও অনেক এডভান্টেজ আছে ।

Level 0

Vaijan, Apni ai kajgulo korar soft neye TT te chain tune den. Amader upokare asbe.

    @Ahsan: করেছিলাম ভাই , কিন্তু আমার করার সাথে সাথেই টেক্টীউন এই অইগুলার নকল টীউন বের হয়ে গেছিল তাই ইন্টারেস্ট পাই নাই কন্টীনিউ করার। আর এখন আমি প্রফেশনালি শিখাচ্ছি তাই হয়ত চেইন টীউন করা এই মুহূর্তে সম্ভব হবে না।

Level 2

ভাই আপনি কি skype তে আসেন না ?? নাকি id change করসেন ???

Level 2

মোঃ এহসানুল ইসলাম ,ভাই আপনি কি skype তে আসেন না ?? নাকি id change করসেন ???

Na ager skype tei achi.

Level 0

এহসান ভাই, এত সুন্দর হইছে যে, ভাষায় প্রকাশের মত না। আমি সত্যিই বিস্মিত। তো ভাইয়া আমি Photoshop & Illustrator এর কাজ পারি।আমার খুব থ্রিডি স্টুডিও ম্যাক্স শেখার ইচ্ছা কিন্তু আমি নতুন হিসেবে কি করতে পারি….

    @monju_101: ইচ্ছা যদি খুব প্রবল হয় তাহলে সিখতে পারবেন। কারন থ্রিডি সিখতে একটু প্রেক্টিস আর ধৈর্য লাগে

এক কথায় জটিল কাজ। অসাধারন। চালিয়ে যান।

বরাবরের মতই ,
এহসান ভাই is the boss.

eigulo ki vray te na mental ray te render kora? sorry ekhane bangla ki kore likhbo jani na 🙁

হা মেন্টাল রে

ভিরেও আছে

এই সফটওয়্যারটা চালাইতে পিসির কি কনফিগ হইলে ভালো হয়?