3D Maya 2011 Training এক দম 100% FREE, বাংলা English দুটোই, ৩য় ক্লাস উইথ বাংলা ভিডিও Tutorial

3D Maya 2011 Training এক দম 100% FREE, বাংলা English দুটোই, ৩য় ক্লাস উইথ বাংলা ভিডিও Tutorial

৩য় ক্লাস

মায়া র work area কে কিভাবে shortcut key দ্বারা control করতে হয়?

মায়া তে অনেক shortcut আছে, যদি তুমি তাড়াতাড়ি কাজ করতে চাও তাহলে shortcut key ব্যবহার করতে হবে।

এটা খুব important class

প্রথমে মায়া ওপেন করে একটি Sphere create করুন

Create – Polygon Primitives – Sphere

ইমেজ ১

Sphere create করার পর, এটি সবুজ হয়ে থাকবে, তার মানে এটি সিলেক্ট অবস্তায় আছে।

Alt + Left Mouse Button = Rotate the Object according to the grid

Grid এর সাথে আপনি object টাকে ঘোরাতে পারবেন। hold Alt button and Left click.

Mouse টা circle এর মত হয়ে যাবে

Alt + Right Mouse Button = Zoom in and Zoom out View port with the object.

এই option টি Zoom in and Zoom out এর কাজ করে।

এবং যদি আপনি just scroll the middle mouse button, তাহলে একি কাজ হবে।

Alt + Middle mouse button = Move the object with the grid.

Hold Alt and Middle mouse button ধরে drag করলে object with grid move হবে।

এটা হল main shortcut key, এটা ভালো ভাবে practice করুন, তাহলে Maya তে কাজ করতে অনেক সুবিধা হবে।

আরও বিস্তারিত জানতে

আমি প্রথম ক্লাসে Maya র interface নিয়ে আলোচনা করে ছিলাম। আগে 1st class টা ভালো করে বোঝার পর 2nd class করবেন। না হলে লাভ হবে না, আর একটা কথা একই জিনিস বারবার practice করবেন। হতাশ হলে চলবে না। বোঝার চেষ্টা করতে হবে। আর আমার English class বেশি করে follow করবেন। কারন আমি বাংলা দিচ্ছি বলে সব জায়গায় বাংলা tutorial নেই। তাই English টা বোঝার চেষ্টা করতে হবে। এতে আপনার ই লাভ হবে। কারন আপনার সামনে একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে।

For download বাংলা ভিডিও tutorial go to Face book Fan page

Media Fire Link For Download Bengali video Tutorial দেওয়া আছে আমার blog এ 

অসুবিধা হলে আমাকে email করতে পারেন, ফেসবুক এ online পাবেন Sunday মোটামুটি সারাদিন। অন্য দিন রাতে

Email- [email protected]

Enhanced by Zemanta

Level 0

আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Maya কোন ভার্সন টা ভালো হবে কাজ করার জন্য? আমার এক্সটারনাল গ্রাফিক্স কার্ড নাই । র‍্যাম ৩ গিগা । কোর টু ডু । কোন ভার্সন টা ব্যবহার করা যাবে আর ভালো ভাবে কাজ করা যাবে?

Level 0

Maya 2008 ভালো চলবে।

Level 0

এখনই ডাউনলোড করুন 3D গ্রাফিকস্ ডিজাইনের এক চমৎকার সফটওয়্যার Autodesk 3ds Max 2009 – FULL VERSION :>
https://www.techtunes.io/autodesk-3d-studio-max/tune-id/195912

Level 0

Vai amar computer e external graphics card nai.
Ram 2gb .mother board -intel original. dvdroom.hard disk- sata320. sound card. processor-duel cror.
Ami ki maya use korte parbo.parle kun version.plz bolun.

    Level 0

    মায়া ২০০৮ ব্যবহার করুন।

Blender – নিয়ে কয়েকটি টিউন করলে খুবই উপকৃত হই,
ভালো থাকবেন……