Maya একটি 3D animation সফটওয়্যার যা বর্তমান সময়ে বিশ্বের বাজার দখল করে নিয়েছে, এই software টি শিখে নিজের একটা ভালো কেরিয়ার তৈরি করা যেতে পারে, সারা পৃথিবীতে এর একটা ভালো ডিমান্ড আছে। এই সফটওয়্যার এর সম্ভবনা খুবই উজ্জ্বল। এবং একটা ভালো মাইনে পাওয়া যায়। আর কাজের জগত বলতে বোঝায় সারা পৃথিবীটা, আপনি পৃথিবীর যে কোন দেশে গিয়ে এই সফটওয়্যার নিয়ে কাজ করতে পারেন।
আমি কয়েক দিন ধরে মায়ার ক্লাস নিচ্ছি, অনেক অনুরোধ আসছে software টি শেয়ার করার জন্য, কিন্তু আমি শেখাই মায়া ২০১১ যার সাইজ ২ জিবি, ওটা আমার পক্ষে শেয়ার করাও সম্ভব নয়, সাইজ বড় তাছাড়া অন্য কারন ও আছে। তাই তার বিকল্প হিসাবে আমি Maya 2008 software টি শেয়ার করলাম, কারন এটি অনেক সাইজ ছোট কিন্তু কাজ একই করে, একটু দেখতে আলাদা, but সব অপশন এক, আশা করি অসুবিধা হবে না, আর প্রয়োজন হলে আমি Tutorial ২০০৮ টেও বানাতে পারি, কোন অসুবিধা নেই,
আর একটা বড় কথা এটি portable version install এর ঝামেলা নেই,
আশা করি এবার Maya শিখতে অসুবিধা হবে না।
Media fire link , আশা করি অসুবিধা হবে না, আমি নিজে পরীক্ষা করে দেখে নিয়েছি। কোন problem নেই। তাই তাড়াতাড়ি Download করে নিন। শেখানোর জন্য তো আমি আছি।
১ টি পার্টে দেওয়া আছে WinRar দিয়ে Extract করে নেবেন।
Installation process দেওয়া আছে, ওটাকে follow করুন।
তবু না পারলে আমার Blog থেকে ঘুরে আসুন, ওখানে ইমেজ সহকারে installation step by step দেওয়া আছে।
Download information আমার Face book Fan page এ আছে।
ফাইল সাইজ মাত্র ১৭০ এমবি
অসুবিধা হলে আমাকে email করতে পারেন, ফেসবুক এ online পাবেন Sunday মোটামুটি সারাদিন। অন্য দিন রাতে
Email- [email protected]
আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.
Vai link ta tik kora dan Oi ta FB link