3D Maya 2011 Training এক দম 100% FREE, বাংলা English দুটোই, 2nd class

3D Maya 2011 Training এক দম 100% FREE, বাংলা English দুটোই, 2nd class

            আগে মায়া সর্ম্পকে কিছু বলে নিই। Maya হল একটি 3D Animation software. Maya software টি একটি হলেও এর বিভিন্ন department আছে, কারো একার পক্ষে সব department এ এক্সপার্ট হওয়া সম্ভব নয়। যেমন Animation, Modeling, Texturing, Rigging, Lighting ইত্যাদি। এগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব।

বর্তমান সময়ে Animation এর খুব চাহিদা বাজারে। ছোটোরাও animation movie দেখতে খুবই ভালবাসে। Animation field এ বেসির ভাগ কাজ ছোটোদের বিষয়কে নিয়ে হয়। আর সব কিছু চিন্তা ভাবনা ওদের মত হতে হবে। তাহলেই আপনি আগে বাড়তে পারবেন। এক কথায় আপনাকে creative হতে হবে।

শুধুমাত্র এই software দিয়ে একটা ভালো কেরিয়ার তৈরি করা যেতে পারে। এই সফটওয়্যার এর সম্ভবনা খুবই উজ্জ্বল। এবং একটা ভালো মাইনে পাওয়া যায়। আর কাজের জগত বলতে বোঝায় সারা পৃথিবীটা, আপনি পৃথিবীর যে কোন দেশে গিয়ে এই সফটওয়্যার নিয়ে কাজ করতে পারেন।

যাই হোক এবার কাজের কথায় আসা যাক।

আমি প্রথম ক্লাসে Maya র interface নিয়ে আলোচনা করে ছিলাম। আগে 1st class টা ভালো করে বোঝার পর 2nd class করবেন। না হলে লাভ হবে না, আর একটা কথা একই জিনিস বারবার practice করবেন। হতাশ হলে চলবে না। বোঝার চেষ্টা করতে হবে। আর আমার English class বেশি করে follow করবেন। কারন আমি বাংলা দিচ্ছি বলে সব জায়গায় বাংলা tutorial নেই। তাই English টা বোঝার চেষ্টা করতে হবে। এতে আপনার ই লাভ হবে। কারন আপনার সামনে একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে।

আজকে 2nd class এ আলোচনা করব Maya work area এবং shortcut নিয়ে।

ইমেজ ১

কিভাবে work area তে object create করতে হয়?

ইমেজ ২

Key board এ ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা আছে এগুলো Maya তে কিভাবে কাজ করে সেটাও দেখব।

Some shortcut for all of you

Press numeric 5 – for mesh mode

Press numeric 4 – for ware frame mode

Press numeric 3-  for smooth mode

Press numeric 2- sudiv display smoothness

Press numeric 1- for smothless

Press numeric 6- for texture mode

Press numeric 7 – lighting mode

Press numeric 8 – paint effect mode

Shortcut গুলো মনে রাখার চেষ্টা করবেন, এগুলো খুবই কাজে দেবে। object এর সাথে shortcut গুলো কিভাবে কাজ করে সেতা অভ্যাস করুন। আজ এই পর্যন্ত।

আবার পরের ক্লাসে দেখা হবে।

 

বাংলা ভিডিও Tutorial এ আরও বিস্তারিত ভাবে আলোচনা করেছি।

Face book fan page এ update দিয়েছি। ওখান থেকে Download করে নিন। Sorry আমি ভিডিও টা You tube দিতে পারিনি। তার বদলে আমি অন্য একটি জায়গায় upload করেছি। download করে দেখে নিতে পারেন। যথেষ্ট ভালো quality এর ভিডিও দিয়েছি। আসলে ভিডিও recording করার সময় প্রবলেম হয়ে গেছে, যার কারনে you tube নিচ্ছে না. পরের টা অবশ্যই you tube এ দেওয়ার চেষ্টা করব।

কারোর কাছে Highly Compress করার জন্য কোনো software থাকলে আমাকে দিতে পারেন, তাহলে উভয়ের ই উপকার হবে, আমি ভিডিও গুলো compress করে দেব। Download করতে সুবিধা হবে।

Next class is – How to control the object?

 

For download বাংলা ভিডিও tutorial go to Face book Fan page

অসুবিধা হলে আমাকে email করতে পারেন, ফেসবুক এ online পাবেন Sunday মোটামুটি সারাদিন। অন্য দিন রাতে

Email- [email protected]

 

 

Level 0

আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks for very nice tune,please help me how to download this software?if you have send to me,my yahoo id is ,[email protected],

Level 0

probasi vaike ektu request pathao onar kache software ti ache