ফ্রী তে শিখুন 3D Maya 2011 এবং নিজের কেরিয়ার তৈরি করুন একটু সময় দিয়ে

ফ্রী তে শিখুন 3D Maya 2011

Animation কথাটা আমারা এখন সবাই প্রায় জানি। এর জনপ্রিয়তা সম্পর্কে কিছু বলার নেই। Animation দু রকমের হয় 2D Animation and 3D Animation। 2D animation এ হাতে আঁকতে হয় আর 3D Animation হয় 3D software দ্বারা। এই সফটওয়্যার টি আমি বেস ভালো রকম জানি এবং চাকরিও করছি ৫ বছর। শিখতে ১ বছর সময় আর ১.৫-২ লাখ টাকা লেগেছিল। তাও প্রতিদিন ৮ ঘণ্টা ক্লাস করে. এবার বুঝুন software টা কত সহজ। ভয় নেই আমি ফ্রী তে শেখাব একদম abcd থেকে Profetional পর্যন্ত। আশা করি সেখাতে পারবো।

আগেই বলে নিই যে সব কিছু বাংলাতে লেখা সম্ভব নয়। আমি জানি এটি বাংলা ব্লগ । আমি আমার সমস্যার কথা বললাম, আপনাদের অসুবিধা থাকলে জানাতে পারেন, তাহলে আর রাত জেগে বানাবো না।

যদি কার সেখার ইচ্ছে থাকে তো বলুন। আমি শেখানোর জন্য তৈরি।

আমার practical জীবনের অভিজ্ঞতা দিয়ে সহজ সরল ভাবে শেখাব উইথ ভিডিও toutorial.

প্রথমে শেখাব Maya interface তারপর মডেলিং, Texturing, Lighting, shading and at last Animation আরও অনেক কিছু advance লেভেল পর্যন্ত।

Maya software সম্পর্কে বলতে গেলে যেটা প্রথমেই বলা উচিত সেটা হল - এটি একটি সমুদ্র। এর কোন limit নেই, যত সময় দেবেন তত শিখবেন। যাই হোক আমি প্রতি সপ্তাহে ২ টি বা ৩টি করে পোস্ট করব, আপনাদের সেখার জন্য।

এই সফটওয়্যার টি শিখতে পারলে বাজারে খুব demand আছে এমন কি আপনি freelancing ও করতে পারবেন।

ও একটা কথা আগে থেকে বলি সফটওয়্যার টা তারাতারি install করে ফেলুন। কাল নেব প্রথম ক্লাস। আর হা Maya 2011 install করবেন। তাহলে বুঝতে সুবিধা হবে। কারন আমি Maya 2011 এ শেখাব।

কার কোন problem হলে আমাকে মেল করতে পারো।

Enhanced by Zemanta

Level 0

আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Vai download kutha theke korbo.

    Level 0

    boro software je link ta debo seta thik kaj korbe kina jani na, tai risk nite parlam na, ektu chesta korun peye jaben, na pele ami chesta korbo.

শুরু করেন আছি আপনার সাথে……

ভাই 3D Maya 2011 এর ডাউনলোড লিঙ্ক দিন দয়া করে।

    Level 0

    net e ektu khuje dekhun peye jaben

    Level 0

    please vai ektu chesta kore dekhun peye jaben

Please give this soft with serial

Level 2

Mr. 3DRainbow, Thanks you so much for your volunteering teaching activity 🙂
It is very nice of you. And sure I would like to learn and thanks again.

শুরু করেন আছি আপনার সাথে……………………………………..

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম উদ্যেগ নেওয়ার জন্য। আমার 3D শিখাটা খুব ইচ্ছে ছিল অবশেষে আপনার কাছ থেকে এইটার উপর অনেক কিছু জানতে পারব। জি ভাই, 3d মায়া , আর 3d মেক্স কি এইকই জিনিস নাকি ২টা ২জিনিসে ব্যবহার করা হয়। আরেক টা কথা ভাই, আশা করি ব্যস্তার মাঝে ও সপ্তাহে ২বার হলেও টিউন কইরেন। আপনার টিউনের অপেক্ষাই রইলাম। ধন্যবাদ আপনাকে।

Level 0

Bhai Onek Din Dhorey Opekkai Silam Je Ke Maya Soft Er Tutorial Diba, Thanks Bro, Aapne Suru Koren
Ami Ase Bhai Aapnar Sathe And Again Thanks.

Level 0

dOWNLOAD lINK tA dEN pLEASE

Level 0

apnader eto utsaha dekhe amaro khub valo lagche, sobai ke thank you. তবে একটা কথা যে সফটওয়্যার টা খুব বড় তাই এর download link দেওয়া একটু চাপের। কারন যদি কাজ না করে, আপনারা একটু চেষ্টা করেন।

ami ase bro

Can you Have time to tech me in online. I am in KSA. This is very importent for me. Can you add to skype ( almamun337) . Thank you for intarested to free tech. I hope you will accept me as a student.

Regards and Thanks

MD. AL MAMU

http://h33t.com/search/3D+Maya+2011
এইখানে try করে দেখতে পারেন(Torrent)

thanks brother. apnake koyekta koytha jiges korar silo. 3D max r 3D maya er vitor konta besi valo. naki 2 tai eky rokom. ei sector er kajer platform ta kemon ekta tutorial e details janale tahole sobay aro besi utshi hobe. abaro thanks sundor ekta uddog nebar jonno.

    Level 0

    Max and Maya একই কাজ করে, কিন্তু Maya ভালো। যার যেটা ভালো লাগে, তবে মায়া তেই বেশি কাজ করে।

Level 0

vai apni chaliea jan amra achi apnar sathe……abr amder chira chole jaien na kintu…..thnx..

Level 0

তীর্থের কাক হয়ে বসে রইলাম শেখাবেন বলে!

সাথে আছি

আমাদের এখানে যারা 3d এর কাজ ভালো পারেন তাদের অনেক বার বলেচি 3dএর tutorial করতে but fail
আপনি আমার মনের কথা বুজতে পারচেন

হু আমিও চেষ্টায় রয়েছি। নতুন তো একটু কষ্ট হচ্ছে। নো সমস্যা একটুতো কষ্ট করতেই হবে