ফ্রী তে শিখুন 3D Maya 2011
Animation কথাটা আমারা এখন সবাই প্রায় জানি। এর জনপ্রিয়তা সম্পর্কে কিছু বলার নেই। Animation দু রকমের হয় 2D Animation and 3D Animation। 2D animation এ হাতে আঁকতে হয় আর 3D Animation হয় 3D software দ্বারা। এই সফটওয়্যার টি আমি বেস ভালো রকম জানি এবং চাকরিও করছি ৫ বছর। শিখতে ১ বছর সময় আর ১.৫-২ লাখ টাকা লেগেছিল। তাও প্রতিদিন ৮ ঘণ্টা ক্লাস করে. এবার বুঝুন software টা কত সহজ। ভয় নেই আমি ফ্রী তে শেখাব একদম abcd থেকে Profetional পর্যন্ত। আশা করি সেখাতে পারবো।
আগেই বলে নিই যে সব কিছু বাংলাতে লেখা সম্ভব নয়। আমি জানি এটি বাংলা ব্লগ । আমি আমার সমস্যার কথা বললাম, আপনাদের অসুবিধা থাকলে জানাতে পারেন, তাহলে আর রাত জেগে বানাবো না।
যদি কার সেখার ইচ্ছে থাকে তো বলুন। আমি শেখানোর জন্য তৈরি।
আমার practical জীবনের অভিজ্ঞতা দিয়ে সহজ সরল ভাবে শেখাব উইথ ভিডিও toutorial.
প্রথমে শেখাব Maya interface তারপর মডেলিং, Texturing, Lighting, shading and at last Animation আরও অনেক কিছু advance লেভেল পর্যন্ত।
Maya software সম্পর্কে বলতে গেলে যেটা প্রথমেই বলা উচিত সেটা হল - এটি একটি সমুদ্র। এর কোন limit নেই, যত সময় দেবেন তত শিখবেন। যাই হোক আমি প্রতি সপ্তাহে ২ টি বা ৩টি করে পোস্ট করব, আপনাদের সেখার জন্য।
এই সফটওয়্যার টি শিখতে পারলে বাজারে খুব demand আছে এমন কি আপনি freelancing ও করতে পারবেন।
ও একটা কথা আগে থেকে বলি সফটওয়্যার টা তারাতারি install করে ফেলুন। কাল নেব প্রথম ক্লাস। আর হা Maya 2011 install করবেন। তাহলে বুঝতে সুবিধা হবে। কারন আমি Maya 2011 এ শেখাব।
কার কোন problem হলে আমাকে মেল করতে পারো।
আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.
Vai download kutha theke korbo.