সম্পূর্ণ ERP সফটওয়্যার তৈরি প্রশিক্ষণ

বর্তমানে ERP  সফটওয়্যার এর চাহিদা ক্রমেই বেড়ে চলছে। কিন্তু গতানুগতিক সফটওয়্যার বা আগেকার টেকনোলজি তে সফটওয়্যার যুগের সাথে তাল মিলাতে পারছে না। এজন্য বাংলাদেশের বেশির ভাগ কোম্পানি বাইরে থেকে বিশাল অংকের সার্ভিস চার্জ দিয়ে সফটওয়্যার কিনে নিয়ে আসে যদিও বাংলাদেশে অনেক ভালো ভালো সফটওয়্যার নির্মাতা আছে।  ERP বা Large Scale Application সম্পর্কে অজ্ঞতাই যার প্রধান কারন। তাই 'ওয়ান টাচ আইটি' তরুন দের জন্য শুরু করতে যাচ্ছে ERP সফটওয়্যার তৈরির কোর্স। বিস্তারিতঃ

কি কি টেকনোলজি ব্যবহার করা হবে?

সম্পূর্ণ কোর্স টি হবে ASP.NET MVC এবং বর্তমানের updated টেকনোলজি ব্যবহার করে। যেমনঃ

১। Asp.net MVC 5, C#

২। Angular Js

৩। Entity framework 6+, Repository pattern, Unit of Work

৪। Modern Design Patterns

৫। Front End Designing -- Bootstrap & Jquery

৬। Sql Server 2014+

কোর্স টি কাদের জন্য?

মূলত যারা ফ্রেশার এবং কিসুটা প্রোগ্রামিং ধারনা আছে তাদের জন্য। কারন, এখন বেশির ভাগ সফটওয়্যার কোম্পানি তাদের জব Requirement এ ERP এর উপর কাজ করাকে প্রাধান্য দেয়। তাছারা, যেহেতু কোর্স টিতে Live প্রোজেক্ট এ কাজ করানো হবে তাই নতুন দের কে যে pattern শেখানো যাবে সেভাবেই কাজ করবে, কিন্তু অন্য Design Pattern এ কাজ করে থাকলে এবং Convention একই না থাকলে অভিজ্ঞ দের কিছু টা সমস্যা হতে পারে যদিও এখানে Standard Procees ই অনুসরন করা হবে। এছাড়া যারা আগে Web Form এ কাজ করেছেন কিন্তু এখন টেকনোলজি পরিবর্তন করতে চান, তারাও অনেক উপকৃত হবেন।

কোর্স টি হতে কি পাবেন?

প্রথমেই বলে নেই কোন রকম জব gurantee পাবেন না। তবে একটা প্রফেশনাল প্রোজেক্ট কিভাবে সম্পন্ন করা হয় সেটা শিখতে পারবেন। পুরনো টেকনোলজি ও নতুন টেকনোলজি এর মধ্যে পার্থক্য বুঝতে পারবেন।

কোর্স Duration and Fee?

কোর্স Duration - ৪ মাস।

কোর্স ফি - ১২৫০০ টাকা।

Registration করুন এখানে

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ

One touch IT

4th floor, Nahar plaza, 152/2 panthapath (near Signal)

Dhaka

Phone - 01744353576; 01763073681

Level New

আমি One Touch IT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ok