মাইক্রোসফট ভিজ্যুয়াল স্টুডিও ২০১৭ আইডিই রিলিজ করেছে। এটি এখন উইন্ডোজ পিসি ও ম্যাক এ ব্যবহার করতে পারবেন। এটি দিয়ে আপনি যেকোন অ্যাপ যেকোন প্লাটফর্ম এর জন্য বানাতে পারেন। ক্রস প্লাটফর্ম টেকনোলজি দিয়ে উইন্ডোজ, ওয়েব, অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ বানাতে পারেন।
ভিজ্যুয়াল স্টুডিও তিনিটি ইডিশন (সংস্করণ) আছে।
তিনটি ইডিশন (সংস্করণ) আরো পার্থ্যক দেখতে এখানে ক্লিক করুন
প্রথমে visualstudio.com ওয়েব সাইটে গিয়ে "Download Visual Studio" মাউজ হোভার থেকে যেকোন একটি ইডিশন সিলেক্ট করে ডাউনলোড করুন।
ডাউনলোডকৃত ফাইলটিতে ক্লিক করে ওপেন করলে একটি উইন্ড আসবে। সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ফিচার গুলো সিলেক্ট করব।
তারপর ইন্সটল বাটনে ক্লিক করে ইন্সটল করব।
তারপর প্রোগ্রাম থেকে ভিজ্যুয়াল স্টুডিও ২০১৭ ওপেন করব।
আমি কামরুল হাসান। Software Engineer, Metakave, Dhaak। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি কামরুল হাসান। ডাকনাম কফিল । প্রোগ্রামিং ভালবাসি , নতুন নতুন টেকনোলজিতে কাজ করতে ভাল লাগে। লেখাপড়া, চাকুরি পাশাপাশি লেখালেখি করতে ভাল লাগে । নিজের জ্ঞানকে ও অভিজ্ঞতা শেয়ার করতে ভাল লাগে। ঘুরাঘুরি করতে ভাল লাগে, তাই মাঝে মাঝে চলে যাই অনেক দূরে সবুজের মাঝে মিশে যেতে।
ধন্যবাদ ভাইয়া।