প্রোগ্রামিং শিখুন ASP.NET, MVC5 সম্পূর্ণ বাংলায় (ভিডিও টিউটোরিয়াল)!!

আসসলামু আলাইকুম। কেমন আছেন সবাই?

আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ  নতুন একটি  প্রোগ্রামিং সিরিজ নিয়ে সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল। হ্যা শিরোনাম দেখে হয়ত বুঝেই ফেলেছেন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আজকের টিউটোরিয়াল। তবুও যারা জানেন নাহ তাদের জন্য সামান্য কিছু কথা বলা যায়।

ASP.NET কি?

ASP.NET জনপ্রিয় সফটওয়ার প্রতিষ্টান মাইক্রোসফটের একটি ওয়েব এপ্লিকেশন বানানোর ফ্রেমওয়ার্ক। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং সার্ভার স্ক্রিপ্ট দিয়ে ওয়েবপেজ তৈরিতে এই ফ্রেমওয়ার্কের জুড়ি নেই।

 

ASP.NET যে তিনটি ডেভেলপমেন্ট মডেল সাপোর্ট করে সেগুলো হলোঃ
১। Web Pages
২। MVC (Model View Controller)
৩। Web Forms

এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো MVC ফ্রেমওয়ার্ক। আমার এই টিউটোরিয়াল সিরিজটি মূলত এই ফ্রেমওয়ার্ক নিয়েই। এর অন্যতম বৈশিষ্ট হলে এর সাহায্যে মাল্টিপেইজ এপ্লিকেশন বানানো সম্ভব হয়েছে। আর তাছাড়া এই ফ্রেমওয়ার্ক দিয়ে বানানো ওয়েব এপ্লিকেশন বেশি ইউজার ফ্রেন্ডলি। ডাটাবেজের সাথে কানেক্ট করতে সুবিধা আর সবচেয়ে বেশি সুবিধা এর সাহায্যে বানানো ওয়েব এপ্লিকেশন এর সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি আর যার ফলে এর ডেভেলেপার সংখ্যাও বেশি। ফলস্বরুপ এর কর্মসংস্থানও বেশি।

তাহলে আপনি আর দেরি করবেন কেন? দেরি নাহ করে এখনই এই লিঙ্কে গিয়ে টিউটোরিয়াল সিরিজটি দেখা শুরু করে দিন। আর হ্যা উপকৃত হলে অবশ্যই Subscribe করতে ভুলবেন নাহ।

আমার আরো কয়েকটি টিউনঃ

**আপনিও শিখুন প্রফেশনাল ওয়েব ডিজাইন আর শুরু করে দিন অনলাইনে ইনকাম (বাংলা ভিডিও টিউটোরিয়াল)

**আপনিও শিখে ফেলুন জনপ্রিয় পোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C# (সম্পূর্ণ বাংলা ভিডিও টিউটোরিয়াল)

Level 0

আমি মোঃ নাজমুল জাভেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস