c# এ বাংলায় সংখ্যা থেকে কথায় লেখার প্রোগ্রাম

প্রায় বছর তিনেক হল টেক টিউনের সাথে আছি। প্রথমে শুধু ভিজিটর হিসেবে টিউন পড়তাম। অনেকদিন পর মনে হল একটা টিউন করি .net এর উপর। ব্যাপারটা শুরু হয়েছিল বাংলা সংখ্যাকে কথায় প্রকাশ করার সমস্যা থেকে। অনেক খোঁজা-খুঁজি করেও c# এর জন্য একটা অ্যালগোরিদম পেলাম না। তাই নিজেই বানিয়ে নিলাম বাংলায় সংখ্যাকে কথায় প্রকাশ করার প্রোগ্রামটি। ব্যাক্তিগত কিছু সময় খরচ করে কোড করেছি।

আমার মনে হয় যারা array, generics, parameters, index, looping এইসব নিয়ে ঘাটা-ঘাটি করতে চায়, তাদের জন্য প্রয়োজনীয় সকল রসদ এই প্রোগ্রামটাতে আছে।

প্রোগ্রামটা একটা class এ রেখেছি। class টাতে প্রয়োজনীয় কোডগুলো আছে। একটা ফর্ম দিয়ে শুধু ফাংশন কল করা হয়েছে। প্যারামিটার হিসেবে ANSI/UNICODE নাম্বার পাস করা হয়েছে।

class_img
চিত্রঃ ক্লাস

form
চিত্রঃ ফর্মের সাহায্যে ফাংশন কল করা হয়েছে।

এই প্রোগ্রামটা ১২৩ ডিজিট পর্যন্ত কথায় প্রকাশ করতে পারে। দশমিকের পর মাত্র ২ ডিজিট রেখেছি। ইচ্ছা করলে কেউ বাড়াতে পারেন।

সোর্স কোড ডাউনলোড করুন এখান থেকে
https://docs.google.com/file/d/0BzUub74PVDWYMGJBYjhvVWpKb0k/edit?usp=sharing

আর স্যাম্পল বিল্ডটি ডাউনলোড করুন এখান থেকে
https://docs.google.com/file/d/0BzUub74PVDWYT09SUFhUUGxMOGs/edit?usp=sharing

ডাউনলোড করতে file>>download এ ক্লিক করুন

Level 0

আমি tarektalukder। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Dear Tareq Talukdar Bhai, would you please provide me the same from English to English…

kaisar ভাই, ইংলিশ টু ইংলিশ ভুরি ভুরি সোর্স কোড আছে c# এর জন্য। তাই আর আলাদা করে কোন কোড করিনি ইংলিশ টু ইংলিশ এর জন্য

ধন্যবাদ ভাই ভালো লাগল ।

প্রোগ্রামটা দেখে/ব্যাবহার করে কেউ উপকৃত হলেই আমার কাজের সার্থকতা

Level 0

Tareq Bhai, Would you please give me the source code c# English to English…

dear redakaisar Bhai, please follow the link to get your desired source code

http://stackoverflow.com/questions/2729752/converting-numbers-in-to-words-c-sharp

Level 0

dear,
tarek vai
amar microsoft .net framework learn korar kub icca .Onek try korao kisue siktay parinai
apnar shatay aktu contact kortay cai .
THank you

জানার ইচ্ছা আছে, এটা খুবই ভালো। কিছু জানার থাকলে এবং আমার সেটা জানা থাকলে অবশ্যই সাহায্য করবো। আমার মেইল-আইডিতে মেইল করেন। আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি

কাজটা খুবই সুন্দর হইছে। আমাকে আপনি কি হেল্প করতে পারবেন একটি তথ্য দিয়ে ? C# (সি শার্প) এর সাথে MySQL এর ডাটাবেজ নিয়ে কাজ করবো কি করে? এর জন্য প্রথমে কি করতে হবে ? আমি একসেস নিয়ে মোটামুটি পেরেছি। আর কোথায় ফ্রি সোর্স পাওয়া যাবে।

MySQL এ কাজ করার জন্য প্রথমে আপনাকে MySQL এর c# কানেক্টর ডাউনলোড করে নিতে হবে। এর পর আপনার c# প্রজেক্টে রেফারেন্স হিসেবে কানেক্টরটা (dll ফাইলটা) ইম্পোর্ট করে নিতে হবে। ব্যাস বাকি কাজ OleDb অথবা SqlClient এর মতোই। কাজ সহজ করার জন্য নিজেই বানিয়ে নিতে পারেন আপনার নিজের DAL (Data Access Layer) । http://www.codeproject.com/ এ অসংখ্য উদাহরণ পাবেন।