প্রায় বছর তিনেক হল টেক টিউনের সাথে আছি। প্রথমে শুধু ভিজিটর হিসেবে টিউন পড়তাম। অনেকদিন পর মনে হল একটা টিউন করি .net এর উপর। ব্যাপারটা শুরু হয়েছিল বাংলা সংখ্যাকে কথায় প্রকাশ করার সমস্যা থেকে। অনেক খোঁজা-খুঁজি করেও c# এর জন্য একটা অ্যালগোরিদম পেলাম না। তাই নিজেই বানিয়ে নিলাম বাংলায় সংখ্যাকে কথায় প্রকাশ করার প্রোগ্রামটি। ব্যাক্তিগত কিছু সময় খরচ করে কোড করেছি।
আমার মনে হয় যারা array, generics, parameters, index, looping এইসব নিয়ে ঘাটা-ঘাটি করতে চায়, তাদের জন্য প্রয়োজনীয় সকল রসদ এই প্রোগ্রামটাতে আছে।
প্রোগ্রামটা একটা class এ রেখেছি। class টাতে প্রয়োজনীয় কোডগুলো আছে। একটা ফর্ম দিয়ে শুধু ফাংশন কল করা হয়েছে। প্যারামিটার হিসেবে ANSI/UNICODE নাম্বার পাস করা হয়েছে।
চিত্রঃ ক্লাস
চিত্রঃ ফর্মের সাহায্যে ফাংশন কল করা হয়েছে।
এই প্রোগ্রামটা ১২৩ ডিজিট পর্যন্ত কথায় প্রকাশ করতে পারে। দশমিকের পর মাত্র ২ ডিজিট রেখেছি। ইচ্ছা করলে কেউ বাড়াতে পারেন।
সোর্স কোড ডাউনলোড করুন এখান থেকে
https://docs.google.com/file/d/0BzUub74PVDWYMGJBYjhvVWpKb0k/edit?usp=sharing
আর স্যাম্পল বিল্ডটি ডাউনলোড করুন এখান থেকে
https://docs.google.com/file/d/0BzUub74PVDWYT09SUFhUUGxMOGs/edit?usp=sharing
ডাউনলোড করতে file>>download এ ক্লিক করুন
আমি tarektalukder। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Dear Tareq Talukdar Bhai, would you please provide me the same from English to English…