আপনি কি কখনো বিখ্যাত সব ব্যক্তির সাথে চ্যাট করতে চেয়েছিলেন? আপনি হয়তোবা কখনো এমন সব ব্যক্তিদের সাথে কথা বলতে চেয়েছেন, যাদের সাথে দেখা করা কিংবা চ্যাটিং করা হয়তোবা আপনার পক্ষে কখনোই সম্ভব নয়। যেমন: আপনি হয়তোবা আমেরিকার সাবেক প্রেসিডেন্টের সাথে কথা বলতে চান কিংবা নোবেল জয়ী কোন বিখ্যাত পদার্থবিদের বিভিন্ন ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে চান।
কিন্তু কল্পনা করুন যে, আপনি দীর্ঘদিন ধরে যাদের সাথে চ্যাটিং করতে চেয়েছিলেন, এমনটি যদি সত্যিই করা যায়, তাহলে ব্যাপারটি কেমন হয়। এক্ষেত্রে, এই ব্যাপারটি আপনার কাছে নিশ্চয়ই অনেক বেশি ইন্টারেস্টিং হবে। Character AI হল তেমনি একটি টুল, যা ব্যবহার করি আপনি বিখ্যাত সব ব্যক্তির সাথে ইনস্ট্যান্ট চ্যাটিং করতে পারবেন।
ক্যারেক্টার এআই হল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম, যা মূলত ব্যবহারকারীদের বিভিন্ন ব্যক্তির চরিত্রের একটি ভার্চুয়াল রূপ তৈরি করে দেয়। এক্ষেত্রে ব্যবহারকারীরা সেসব চরিত্রগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে এবং সেই ভার্চুয়াল চরিত্রের সাথে কথোপকথন চালিয়ে যেতে পারে। এক্ষেত্রে সেই ভার্চুয়াল চরিত্র গুলো হতে পারে কোন একজন বিখ্যাত ব্যক্তি, রাজনীতিবিদ, বিজ্ঞানী কিংবা কোন দেশের সরকার প্রধান।
আমরা গুগলের সার্চ করে হয়তোবা কোন একজন ব্যক্তির জীবনী সম্পর্কে বিভিন্ন তথ্য খুঁজে পেতে পারি। কিন্তু, সেই ব্যক্তির সাথে কথোপকথনের অভিজ্ঞতা নেওয়া আমাদের কখনো সম্ভব নাও হতে পারে। আর এই কাজটিকে সহজ করে দেওয়ার জন্য রয়েছে Character AI, যা ব্যবহারকারীদেরকে তাদের বাস্তব জীবনের প্রিয় ব্যক্তির চরিত্রগুলোর সাথে চ্যাটিং করার অভিজ্ঞতা দেয়।
Character AI (ক্যারেক্টার এআই) প্ল্যাটফর্ম দিতে প্রবেশ করলে, এখানে লক্ষ লক্ষ ব্যক্তির চরিত্র খুঁজে পাওয়া যায়। যেখানে, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, চেঙ্গিস খান, নিউটন থেকে শুরু করে আরো ঐতিহাসিক সব ব্যক্তিত্ব এর প্রোফাইল অনুসন্ধান করে নেওয়া যায়। এটি থেকে কোন একটি প্রোফাইল খুঁজে নেয়ার পর তার সাথে যখন আপনি চ্যাটিং করবেন, তখন আপনার করা প্রতিটি প্রশ্নের উত্তর তার ব্যক্তিত্বের ধরন থেকে দেওয়া হবে। এক্ষেত্রে, Character AI আপনার প্রশ্ন এবং অপরপক্ষে ব্যক্তি অনুযায়ী প্রতিটি প্রশ্নের উত্তর দেয়।
এখানে চাইলে যে কেউ তার নামে ও একটি প্রোফাইল তৈরি করতে পারে। আর অন্যরা সেই প্রোফাইলের সাথেও চ্যাটিং করতে পারে। এক্ষেত্রে, Character AI এর কাছে আপনার সম্পর্কে কিছু তথ্য দিতে হবে, যা ব্যবহার করে সে অন্যান্যদের সাথে চ্যাটিং চালিয়ে যাবে।
যাইহোক, Character AI (ক্যারেক্টার এআই) বিনামূল্যে ব্যবহার করা যায়। তবে, অগ্রাধিকার ভিত্তিতে অ্যাক্সেস, ফাস্ট রেসপন্স টাইম, নতুন ফিচারে প্রাথমিক অ্যাক্সেস সহ আরো অনেক সুবিধা নেওয়ার জন্য আপনাকে Character AI Plus Community তে ৯.৯৯ ডলার প্রতি মাসে সাবস্ক্রিপশন করতে হবে।
আপনি Character AI এর সার্ভিসটি ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপস, দুইটি প্লাটফর্ম থেকেই ব্যবহার করতে পারবেন। যদিও মোবাইল অ্যাপে আপনি বেশ কিছু অতিরিক্ত সার্ভিস পাবেন, যেগুলো ওয়েবসাইট ব্যবহার করার ক্ষেত্রে পাওয়া যায় না।
১. এজন্য গুগলে সার্চ করে অথবা প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে Character AI এর ওয়েব সাইটে যান।
২. এরপর, Sign Up বাটনে ক্লিক করুন।
৩. তারপর, আপনার ইমেইল অথবা সরাসরি গুগল একাউন্ট দিয়ে সাইন আপ করে নিন।
১. মোবাইল দিয়ে ও Character AI এ একাউন্ট তৈরি করার জন্য গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটির ইন্সটল করুন এবং এর জন্য নিচে দেওয়া লিঙ্ক ব্যবহার করুন।
২. এরপর, যথারীতি Sign Up বাটনে ক্লিক করুন।
৩. তারপর, Next বাটনে ক্লিক করুন।
৪. এরপর আপনাকে যেকোনো একটি ব্রাউজারে নিয়ে যাবে এবং ব্রাউজার থেকে আপনাকে আপনার জিমেইল অথবা ইমেইল দিয়ে সাইন আপ করতে হবে। এক্ষেত্রে আপনি এখানে একটি ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে Continue করুন।
৫. এরপর সেই ইমেইল এড্রেসে একটি ভেরিফিকেশন লিংক আসবে, আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে।
৬. এবার আপনি যদি ক্যারেক্টার এআই এর অ্যাপে প্রবেশ করে Sign Up বাঁটনে ক্লিক করেন, তাহলে অটোমেটিক্যালি লগইন হয়ে যাবে। এবং আপনাকে নিচের মত একটি ইন্টারফেসে নিয়ে আসবে।
এখন আপনি Character AI ব্যবহার করতে পারেন।
Character AI এ আপনি এরকম অনেক ফিচার পাবেন, যেগুলো এই এআই টুলটিকে আকর্ষণীয় করে তুলেছে। তাহলে চলুন এবার, Character AI এর এরকম পাঁচটি প্রধান ফিচার দেখে নেওয়া যাক, যেগুলো আপনাকে প্রায়ই ব্যবহার করা লাগতে পারে।
আপনি যখন ক্যারেক্টার এআই ব্যবহার করে কোন চরিত্রের সাথে চ্যাটিং করবেন, তখন সেই চ্যাটিংকে আরো বেশি ইন্টারেস্টিং করার জন্য এখানে রয়েছে Character Voices এর অপশন, যার মাধ্যমে আপনি সেই ব্যক্তির জন্য একটি ভয়েস সিলেক্ট করতে পারবেন।
এর মাধ্যমে আপনি যখন সেই ব্যক্তির থেকে কোন রেসপন্স পাবেন, তখন সেটি টেক্সট হিসেবে দেখার পাশাপাশি ভয়েস হিসেবে ও শুনতে পারবেন। এক্ষেত্রে, সেই চ্যাটিং কে আরো বেশি রিয়েলস্টিক মনে হবে।
১. এটি করার জন্য আপনি যেকোনো একটি চরিত্র ওপেন করুন এবং চ্যাটিং করা অবস্থায় উপরে থাকা Waveform আইকনের উপর ক্লিক করুন।
২. এরপর এখানে Discover অপশন থেকে যেকোন একটি ভয়েস বেছে নিন অথবা উপরের সার্চ অপশনে ক্লিক করে কোন নির্দিষ্ট ব্যক্তির ভয়েস সিলেক্ট করুন।
৩. আর তা না হলে, আপনি চাইলে একটি ভয়েসের ক্লিপ আপলোড ও করতে পারেন কিংবা নিজের ভয়েস রেকর্ড করেও দিতে পারেন। এজন্য উপরে থাকা Create অপশনে ক্লিক করুন।
৪. তারপর, Agree & Continue বাটনে ক্লিক করে সামনে এগিয়ে যান।
৫. এবার, রেকর্ড করা ভয়েস ক্লিপ আপলোড করুন কিংবা নিচের অপশনটি থেকে নিজের ভয়েস রেকর্ড করুন।
এটির মাধ্যমে, আপনার সিলেক্ট করা সেই চরিত্রের কাছ থেকে আসা টেক্সট রেসপন্স গুলো Text-to-speech হিসেবে ও আপনি শুনতে পারবেন। যা আপনার এআই সেটিং এক্সপেরিয়েন্স কে অনেক বেশি বৃদ্ধি করতে পারে। একটি চরিত্রকে ভয়েস ক্যারেক্টার দেওয়ার মাধ্যমে আপনি সেটিংকে আরও বেশি মজাদার করতে পারেন, বিশেষ করে আপনি যখন HyperGlot এর মত কোন শিক্ষামূলক চরিত্রগুলোর সাথে চ্যাট করবেন, যা মূলত আপনাকে নতুন ভাষা শিখতে সাহায্য করে।
যদিও Character AI এআই প্ল্যাটফর্মটির সুবিধা ও ওয়েব এবং মোবাইল দুইটি প্ল্যাটফর্মেই Available রয়েছে, তবে এটির Voice ফিচারটি শুধুমাত্র মোবাইল অ্যাপ ভার্সনেই Available রয়েছে।
আপনি ক্যারেক্টার এআই ব্যবহার করে একটি ভয়েস ক্লোন তৈরি করতে পারেন। যদিও এটি একেবারে রিয়েল ভয়েস ক্লোনিং এর মত হবে না, কিন্তু তবুও এটি আপনার দেওয়া ভয়েস এর সাথে প্রায় কাছাকাছি মানে হতে পারে।
১. ভয়েস ক্লোনিং এর জন্য আপনি Character AI এর অ্যাপে প্রবেশ করুন এবং নিচের Create অপশনে ক্লিক করুন।
২. তারপর, Voice অপশনে ট্যাপ করুন।
৩. এবার, Upload Sounds অপশনে ক্লিক করে আপনার রেকর্ড করা সাউন্ড সরাসরি আপলোড করতে পারেন অথবা নিচের Record Sounds অপশনে ট্যাপ করে সেখানে দেওয়া ওয়ার্ড অনুযায়ী ভয়েস রেকর্ড করুন।
৪. এখান থেকে Record Sounds অপশনে ক্লিক করলে, আপনার ভয়েস রেকর্ড করার অপশন আসবে, যেখান থেকে আপনাকে নিচের Record বাটনে ক্লিক করতে হবে।
৫. এরপর, এখানে থাকা ওয়ার্ডগুলো আপনাকে উচ্চারণ করতে হবে এবং বলা শেষ হলে নিচের Stop অপশনে ট্যাপ করতে হবে।
৬. আপনি চাইলে আবার রেকর্ড করার জন্য Re-record অপশনে ক্লিক করতে পারেন। আর, রেকর্ড থেকে একটি ভয়েস তৈরি করতে Generate Voice বাটনে ট্যাপ করুন।
৭. এবার, আপনি সেই ভয়েসটি শুনতে পাবেন, যেখান থেকে আপনাকে Next বাটনে ক্লিক করতে হবে।
৮. এরপর, এখানে আপনি আপনার ভয়েসটির নাম এবং ডেসক্রিপশন লিখে দিন। আর তারপর, নিচে থাকা Save Voice বাটনে ক্লিক করুন।
৯. তারপর, “Confirm & Create voice” বাটনে ট্যাপ করুন।
১০. এখন আপনি My Voices অপশনে আসলে আপনার তৈরি করা ভয়েস গুলো দেখতে পাবেন।
এভাবে আপনার জন্য একটি ইউনিক ভয়েস তৈরি করার মাধ্যমে আপনি চ্যাটিংয়ের সময় ভয়েস নির্ধারণ করে, চ্যাটিং কে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন।
ক্যারেক্টার এআই প্ল্যাটফর্মটিতে আপনি বিভিন্ন চরিত্রের মানুষের সাথে চ্যাটিং করার পাশাপাশি, আপনি চাইলে আপনার জন্য একটি ইউনিক চরিত্র ও তৈরি করতে পারেন। এমনকি, আপনি আপনার আশেপাশের ব্যক্তিদের নিয়ে একটি Character তৈরি করতে পারেন এবং সেটিকে Public করে দিতে পারেন। এতে করে, অন্যরা ও সেই ক্যারেক্টার টির সাথে চ্যাটিং করতে পারবে।
১. Character AI এ আপনার একটি Character তৈরি করার জন্য উপরের প্রোফাইল আইকনে ক্লিক করুন।
২. এরপর, Create a Character অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে যান।
৩. পরবর্তী ধাপগুলোতে সেই Character এর নাম দিয়ে Next বাটনের ট্যাপ করতে হবে।
৪. এরপর সেই ক্যারেক্টারটি সম্পর্কে বিস্তারিত তথ্য লিখে দিতে হবে। এই তথ্যগুলোর উপর ভিত্তি করেই মূলত সেই ক্যারেক্টার টি অন্যান্যদের সাথে কথোপকথন করবে। এখানে, সেই ব্যক্তির সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন: তার নাম, বয়স, পেশা, তার জন্মস্থান এবং সেই ব্যক্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য।
আর নিচে থাকা Upload বাটনে ক্লিক করে সেই ক্যারেক্টারটির জন্য একটি ইমেজ সেট করা যাবে।
সব লেখা হয়ে গেলে, নিচ থাকা Next বাটনে ক্লিক করুন।
৫. এরপর, চ্যাটিং এর সময় সর্বপ্রথম এই Character টি কী লিখে প্রথম চ্যাটিং শুরু করবে, তা এখানে লিখে দিন এবং নিচের Next বাটনে ট্যাপ করুন।
৬. এবার, আপনি এই Character টি Public, Unlisted অথবা Private করে রাখতে পারেন। সেটাকে সবার জন্য উন্মুক্ত করার জন্য Public করুন। আর এগুলো সিলেক্ট করার পর, Next করুন।
৭. এখন, সেই ক্যারেক্টারটির জন্য একটি ভয়েস সিলেক্ট করতে পারেন এবং এজন্য Select Voice অপশনে ট্যাপ করুন। ভয়েস সিলেক্ট করা হয়ে গেলে, নিচের Create বাটনে ক্লিক করুন।
এখন আপনি এই ক্যারেক্টার টি সাথে অন্যান্য গুলোর মত করে ইনস্ট্যান্ট চ্যাটিং করতে পারবেন।
আপনার স্বপ্নের কোনো মানুষের সাথে বাস্তবসম্মত ভাবে কথোপকথন করার জন্য Character AI সেরা একটি টুল। আপনি এটি ব্যবহার করে আপনার একাকীত্ব কাটাতে পারেন কিংবা এমন সব ব্যক্তির চরিত্রের সাথে কথা বলতে পারেন, যার সাথে আপনার হয়তোবা সরাসরি কখনো যোগাযোগ করা সম্ভব হবে না।
এমনকি আপনি শুধুমাত্র মজা করার জন্য ও ক্যারেক্টারে এআই কে ব্যবহার করতে পারেন। আপনি এটি ব্যবহার করার মাধ্যমে ব্যক্তিগত শিক্ষার অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং আপনার সৃজনশীলতাকে এগিয়ে নিতে পারেন।
Character AI হল একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত চ্যাট বট, যা বাস্তবসম্মত কথোপকথন করার জন্য ডিজাইন করা হয়েছে। এই চ্যাট বটটি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। এসবের মধ্যে যেমন: শিক্ষা ও বিনোদন। যদিও ক্যারেক্টার এআই এখনো পর্যন্ত ডেভলপমেন্ট এর প্রাথমিক পর্যায়ে রয়েছে, যার ভবিষ্যতে আরো বাস্তবসম্মত কনভারসেশন করার সম্ভাবনা রয়েছে।
আপনি বিভিন্ন ব্যক্তির সাথে চ্যাটিং করার অভিজ্ঞতা নেওয়ার জন্য চাইলে Character AI কে ব্যবহার করে দেখতে পারেন। এটি আপনাকে সেই ব্যক্তির চরিত্রের মত করে আপনার সাথে কনভারসেশন চালিয়ে যাবে। তাহলে আর দেরি কেন, আজই আপনি একবার Character AI ব্যবহার করে কোন চরিত্রের সাথে চ্যাটিং করে দেখুন।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)