এই গ্যাজেট গুলো থাকলে আপনার বাসাও হবে স্মার্ট হোম

কেমন আছেন টেকটিউনস কমিউনিটি।
আশাকরি সকলে ভালো আছেন।
আজকে আমার বিষয় স্মার্ট হোম গ্যাজেটস নিয়ে। এই গ্যাজেট গুলো আপনার বাসার চিত্র পাল্টিয়ে দিবে।

স্মার্ট হোম কী?

স্মার্ট হোম কী, এ নিয়ে আমার আগে একটি টিউন করা আছে। স্মার্ট হোম অর্থ আধুনিক বাসা। স্মার্ট হোম হলো বাসার সব জিনিস অটোমেটিক ভাবে আপনার ইশারায় কাজ করবে। আপনার কথা মতো কাজ করবে বাসার সব ডিভাইস বা যন্ত্র। আপনি আমনার ইচ্ছা মত তার টাইমলাইন সেট করে দিবেন, সে আপনার কথা মতোই কাজ করবে। আপনি আপনার বাসার সব কাজ এক স্থানে বসেই করতে পারবেন।

স্মার্ট হোম কীভাবে কাজ করবে

প্রত্যেকটি ডিভাইস এর নিজস্ব অপারেটিং সিস্টেম রয়েছে। আপনি আপনার এপ এর মাধ্যমে বা রিমোটের মাধ্যমে আপনার সব যন্ত্র বা ডিভাইস ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি গুগল নেস্ট, অ্যালেক্সার মতো ডিভাইস দিয়ে আপনার ভয়েসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন।

স্মার্ট হোমের গ্যাজেট গুলো কী

স্মার্ট হোমের বিভিন্ন গ্যাজেট বাজারে রয়েছে। এছাড়া আরও অনেক গ্যাজেট তৈরি করছে বড় বড় টেক কোম্পানি। টেক কোম্পানি গুলো এতে বড় ইনভেস্ট করছে। তাদের মধ্যে কয়েকটি গ্যাজেট এর নাম আমি এই আর্টিকেলে উল্লেখ করছি:-

১.রোবটিক ভ্যাকুয়ম ক্লিনার:-


রোবটিক ভ্যাকুয়ম ক্লিনার হলো আপনার ঘরকে পরিস্কার রাখার জন্য একটি কার্যকরী যন্ত্র। আগের ম্যানুয়াল ভ্যাকুয়ম ক্লিনার এখন আরো আধুনিক করে এটি তৈরি। এই ভ্যাকুয়ম ক্লিনার আপনার ফোন দ্বারা কন্ট্রোল করতে পারবেন। আপনি বলবেন, রান্নাঘর পরিস্কার করার কথা। সে আপনার বলার সাথে সাথে আপনার রান্নাঘর পরিস্কার করে দিবে। বর্তমানে বিভিন্ন কোম্পানির ক্লিনার আপনি পাবেন।

২.সিকিউরিটি ক্যামেরা


সিকিউরিটি ক্যামেরা নিরাপত্তার জন্য অনেক আগে থেকেই ব্যাবহৃত হচ্ছে। কিন্তু নতুন ক্যামেরা গুলো আরো আধুনিক ভাবে তৈরি হচ্ছে। এখন আপনি এই ক্যামেরা দিয়ে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আপনার ফুটেজ দেখতে পারবেন। আপনি এই ক্যামেরা তে বর্তমানে মোশন সেন্সর সিস্টেম পাবেন। মানে আপনার ক্যামেরার আশেপাশে কেউ আসলে আপনার ক্যামেরা তার দিকে তাক হবে।

৩.স্মার্ট ডোর লক


স্মার্ট ডোর লক আপনার বাসায় নিরাপত্তা সিস্টেম কে আধুনিক করবে। এই লক এর মাধ্যমে চাবির ঝামেলা থেকে বেচে যাবেন। বর্তমান লক গুলোতে বিভিন্ন আধুনিক সিস্টেমে লক করা যায়। আপনি আপনার লকে আপনার ফিঙ্গার প্রিন্ট, আরএফআইডি কার্ড, পাস কী এর সাহায্যে খুলতে পারবেন। অনেক লকে আবার ক্যামেরা থাকে যার মাধ্যমে আপনি বাইরের দৃশ্য দেখতে পারবেন।

৪.স্মার্ট প্লাগ


বর্তমানে বাজারে আপনি অনেক স্মার্ট প্লাগ পাবেন। এগুলোর সাহায্যে আপনি আপনার মোবাইলের মাধ্যমে আপনার ইলেকট্রনিক ডিভাইস গুলো অফ অন করতে পারবেন। এই গুলো মাধ্যমে আপনি আপনার বর্তমান স্থান বসে থেকেই আপনার প্লাগে সংযুক্ত ডিভাইস পরিচালনা করতে পারবেন।

৫.স্মার্ট লাইট


স্মার্ট লাইট বলতে বোঝায় আধুনিক লাইট বা বাল্ব। স্মার্ট লাইট আপনি আপনার ফোন দ্বারা পরিচালনা করতে পারবেন। কিছু কিছু লাইট আপনি বেশ অনেক কালারে ব্যবহার করতে পারবেন। এই বাল্ব এর টাইম লাইন সেট করতে পারবেন। মানে আপনি রাতের বেলা ঘুমানোর জন্য গেলেন রাত ১০ টায় এবং লাইট অফ করার টাইম দিলেন রাত ১২ টায় তারমানে আপনার বিদ্যুৎ বেঁচে গেল।

এছাড়া আরও অনেক গ্যাজেট রয়েছে:-

থার্মোস্ট্যাট
এসিস্ট্যান্ট
এলার্ম
ক্যামেরা
ডোরবেল
সহ আরও অনেক

শেষ কথা

এই সব গ্যাজেট গুলো আপনার বাসায় থাকলে আপনার বাসা হবে স্মার্ট। এই সব গ্যাজেট অনেকটাই ব্যায়বহুল। হয়তবা কয়েক বছর পর এগুলোর দাম কমবে। আপনি যদি সোখিন মানুষ হয়ে থাকেন এবং আপনার যদি বাজেট থাকে তাহলে আপনি এই ডিভাইস গুলো কিনতে পারেন।

এতক্ষণ পড়ার জন্য ধন্যবাদ। জোসস দেওয়ার জন্য অনুরোধ থাকবে।

Level 1

আমি মাসুমা মিরা। Field officer, Sfdf, Ishwardi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 মাস 2 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি টেকটিউনস এ আর্টিকেল লিখি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস