স্মার্ট হোম কী বা কীরকম

রোবটিক ভ্যাকুয়ম ক্লিনার

স্মার্ট হোম কী বা কীরকম

স্বাগতম সবাইকে, আশাকরি সকলে ভালো আছেন।
এর আগে আমি পাঁচটি আর্টিকেল লিখেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপর। আজকে আমি আমার বিষয়ে একটু পরিবর্তন করব, আজকে আমি লিখব স্মার্ট হোম এর বিষয়। যদিও মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োজন হয় বা হয়েছে। স্মার্ট হোম বলতে বোঝায় একটি বাসার আধুনিকতাকে। বাসার জরুরি বস্তু যে-রকম লাইট ফ্যান সুইচ সহ আরো অনেক কিছুকে অটোমেটিক ভাবে পরিচালনা করা বা তার নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে বাসার কাজগুলোকে সহজ করা। ফোন বা রিমোট বা যে কোন একটি যন্ত্র দ্বারা সব ধরনের ডিভাইস কে পরিচালনা করা। সে ক্ষেত্রে সব ধরনের যন্ত্রপাতি আধুনিক হতে হবে এবং স্মার্ট হোম সাপোর্টেড হতে হবে। আপনি স্মার্ট হোম এর সাহায্যে শুধু ফ্যান টিভি জাতীয় বস্তু নয় বরং দরজা জানালা পরিচালনা করতে পারবেন। আপনি যে কোন একটা জায়গায় বসে আপনার বাসার বিভিন্ন জায়গার অবস্থা সিসি টিভির মাধ্যমে দেখতে পারবেন, সবকিছু কন্ট্রোল করতে পারবেন। মনে করেন আপনি বাসায় বসে টিভি দেখতে দেখতে হঠাৎ মনে হল যে আপনার চুলায় দুধ রাখা আছে সেটি পড়ে যাবে আপনি আপনার ফোন বা রিমোট দ্বারা চুলাটাকে অফ করে দিতে পারবেন। ব্যাপারটা মজার না!

আপনি বাসা থেকে ১০ দিন বাইরে ঘুরতে গেলেন, হঠাৎ আপনার মনে হল যে বাসায় আপনার লাইট ঠিক মতো অফ করা আছে তো! আপনি আপনার বর্তমান স্থল থেকে আপনার বাসার সমস্ত ডিভাইস সেখান থেকে কন্ট্রোল করতে পারবেন। স্মার্ট হোম আমাদের জীবন মানে কে উন্নত করার জন্য বিরাট ভূমিকা রাখবে। বর্তমানে বিভিন্ন বড় বড় টেক এতে মনোযোগ দিচ্ছে। স্মার্ট হোম সেটাপের জন্য বর্তমানে বেশ কিছু কন্ট্রোলের রয়েছে যেমন গুগলের নেস্ট, অ্যামাজনের একো, শিরি সহ আরো অনেক সেটাপ পেয়ে যাবেন। স্মার্ট হোম অনেকটাই ব্যয়বহুল। তবে আপনার কাছে যদি অর্থ থাকে এবং আপনি একটি শৌখিন মানুষ হয়ে থাকেন তাহলে স্মার্ট হোম আপনার জন্যই তৈরি। স্মার্ট হোম এর আরো বিভিন্ন গেজেট রয়েছে যে-রকম robot vacium cleaner, সেন্সর লাইট এর মতো আরো অনেক গ্যাজেট। এগুলো আপনার বলা মতোই কাজ করবে। আপনি আপনার ফোনে অ্যাসিস্ট্যান্ট কে বলে দিলেন যে ভ্যাকুয়ম ক্লিনার টাকে আপনার বেডরুম পরিষ্কার করতে পাঠাতে, আপনার ভ্যাকিউম ক্লিনার ঠিক সে মতই আপনার বেডরুম পরিষ্কার করে দেবে।
আপনি আপনার স্মার্ট কন্ট্রোল আর কে দিয়ে ক্যামেরা ওয়াশিং মেশিন স্পিকার এসি সব কিছুই প কন্ট্রোল করতে পারবেন
আপনার বাসা সমস্ত ডিভাইস একটি নেটওয়ার্কে সংযুক্ত থাকবে। আপনার মন মত আপনার কোন কিছু না করাতে সব ধরনের কাজ সম্পন্ন হয়ে যাবে। আপনি আপনার ভয়েসের সাহায্যে সবকিছু কন্ট্রোল করতে পারবেন। স্মার্ট আরেকটা বড় সুবিধা হচ্ছে নিরাপত্তা মোশন সেন্সর সিকিউরিটি অ্যালার্ম চালিয়ে রাখেন যদি কেউ ঢুকতে চায় তাহলে সেটা তাড়াতাড়ি জোরে জোরে শব্দ করা শুরু করবে এবং আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। স্মার্ট হোমের সাহায্যে বাসার বিদ্যুৎ খরচ কমাতে পারবেন। আপনি যদি কোন নির্দিষ্ট সময় আপনার লাইট বা অন্য কোন কিছুকে চালিয়ে রাখতে চান সে ক্ষেত্রেও সাথে সেটি তার টাইমলাইন সেট করে নেবে

শেষ কথা

বর্তমান তথ্যপ্রযুক্তির চোখে স্মার্টহোম একটি নেসেসিটি হিসেবে ব্যবহৃত হবে কয়েক বছর পরে হয়তোবা। এসব কাজ অনেকটাই ব্যয়বহুল সেক্ষেত্রে আপনি যদি করতে চান সে ক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ঘরকে সেট করতে পারবেন। বিভিন্ন টেক কোম্পানি যেমন শাওমি, microsoft, এর মতো কোম্পানিগুলো স্মার্টহোম তৈরির মতো গেজেট কে আরো ভালো ভাবে উপস্থাপনা করছে। যতদিন যাবে প্রযুক্তি তত আধুনিক হতে থাকবে। আমাদেরকেও সেই সঙ্গে আধুনিকতা বজায় রাখতে হবে। আপনি আপনার নরমাল ডিভাইস গুলোকে স্মার্ট পরিণত করার মত গ্যাজেট বর্তমানে বাজারে পাবেন।

শেষ পর্যন্ত পড়লেন তার জন্য ধন্যবাদ, ভালো লাগলে জোস দেওয়ার জন্য অনুরোধ থাকবে।

Level 1

আমি মাসুমা মিরা। Field officer, Sfdf, Ishwardi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি টেকটিউনস এ আর্টিকেল লিখি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস