OpenAI এর তৈরি ChatGPT সামনে আসার পর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এটি ব্যবহার করছেন। এক্ষেত্রে, অনেক প্রফেশনাল ব্যক্তিরা তাদের বিভিন্ন কাজের প্রোডাক্টিভিটি আরও বাড়ানোর জন্য এই Chat Bot টি ব্যবহার করছেন। এটি বিভিন্ন সমস্যার জন্য প্রোগ্রাম লিখে দেওয়া থেকে শুরু করে, সিভি লেখা, আবেদনপত্র তৈরি করা, ক্যারিয়ারের গাইডলাইন সহ আরো যাবতীয় কাজ করে দিতে পারে।
আর আপনি নিশ্চয় জানেন যে, LinkedIn হলো প্রফেশনাল ব্যক্তিদের জন্য চাকরি খুঁজে নেওয়ার সহজ একটি প্ল্যাটফর্ম। যেখানে সব প্রতিষ্ঠানের সিইও থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের প্রোফাইল পাওয়া যায়। আর তাই, অনেকেই নিজের ব্যবসার জন্য উপযুক্ত লোক খুঁজতে LinkedIn এর সাহায্য নিয়ে থাকেন।
গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডেভেলপার এবং ডিজিটাল মার্কেটর থেকে শুরু করে আপনি যেকোন পেশাদার লোকই হয়ে থাকেন না কেন, আপনার চাকরির সম্ভাবনা কে আরো গতিশীল করার জন্য LinkedIn প্রোফাইল কে আরো ভালোভাবে সাজানো উচিত। আর এই কাজে আপনাকে ChatGPT অনেক বেশি সাহায্য করতে পারে।
আজকের এই টিউনে বেশ কয়েকটি উপায় নিয়ে আলোচনা করা হয়েছে, যার মাধ্যমে আপনি ChatGPT এর সাহায্য নিয়ে আপনার LinkedIn প্রোফাইলকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন এবং নতুন ক্যারিয়ার সুযোগ সৃষ্টি করতে পারেন। তাহলে চলুন এবার সেসব উপায় গুলো দেখে নেওয়া যাক, যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে চাকরি খুঁজে পেতে পারেন।
LinkedIn এর About সেকশনে 2, 600 Character এর মধ্যে নিজের ব্যাকগ্রাউন্ড, Skills, Passions এবং Future Goal সম্পর্কে লেখা যায়। আর তাই, আপনাকে অবশ্যই এই লিমিটেশনের মধ্যেই বিস্তারিতভাবে আকর্ষণীয় করে আপনার দক্ষতা এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে লিখতে হবে। এখন, আপনি হয়তোবা অন্যান্য প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে নিজের দক্ষতা সম্পর্কে সঠিক তথ্যগুলো আকর্ষণীয়ভাবে তুলে ধরতে ব্যর্থ হতে পারেন।
কিন্তু, এই কাজে আপনাকে ChatGPT এর Chat Bot সাহায্য করতে পারে। যা আপনাকে আপনার প্রদান করা ডেটা গুলোর উপর ভিত্তি করে একটি আকর্ষণীয় বায়োডাটা তৈরি করে দিতে পারে। এজন্য প্রথমে আপনার সম্পর্কে এবং আপনার কোয়ালিটি গুলো বিস্তারিতভাবে ChatGPT কে বলুন এবং তারপর চ্যাট বটকে সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে একটি Professional Bio তৈরি করতে বলুন। আর বায়োডাটা তৈরি করার ক্ষেত্রে আপনি এটি নিশ্চিত করে বলুন যে, আপনাকে যেন সেই নির্দিষ্ট শব্দের মধ্যে Bio লিখে দেওয়া হয়।
এবার চ্যাট বটটি আপনার সম্পর্কে কোন ধরনের Bio তৈরি করে দেয়, তা নিজে একবার চেক করুন এবং প্রয়োজনে সেটি আবার এডিট করুন। এক্ষেত্রে কোন একটি ডেটা অনুপস্থিত মনে হলে, আবার তথ্য গুলোর উপর ভিত্তি করে একটি বায়োডাটা তৈরি করতে বলুন।
আর সম্পূর্ণ বায়োডাটা প্রস্তুত করা হয়ে গেলে এটি আপনার LinkedIn About ফিল্ডে Paste করুন। আপনার অবশ্যই এটি মাথায় রাখা জরুরী যে, আপনি যত বেশি আকর্ষণীয় এবং প্রফেশনাল ভাবে নিজের Bio লিখতে পারবেন, ইন্টারভিউ পাওয়ার জন্য আপনার তত বেশি সম্ভাবনা থাকবে। আর এই কাজটিতেই আপনাকে চ্যাটজিপিটি সাহায্য করতে পারে।
আপনি এই মুহূর্তে কি কাজ করছেন, কী শিখেছেন এবং কোন কোন স্কিল অর্জন করেছেন, জব ডেসক্রিপশনে সেটি বিস্তারিতভাবে লেখার পরিবর্তে আপনি সংক্ষিপ্তভাবে প্রয়োজনীয় অংশটুকু লিখুন। আর এর ফলে, নিয়োগকারীদের জন্য আপনার জব ডেসক্রিপশনটি আরো আকর্ষণীয় হয় এবং এতে আপনার স্কিল আরো ভালোভাবে প্রতিফলিত হয়।
আপনার কাজের দক্ষতা এলোমেলো এবং বেশি বড় না করে সংক্ষিপ্ত করে স্মার্টভাবে লেখার জন্য আপনি ChatGPT এর ফিল্ডে আপনার অভিজ্ঞতাগুলো সম্পর্কে লিখে দিন এবং ২০০০ ক্যারেক্টারের বেশি নয় এমন একটি জব ডেসক্রিপশন এর ফলাফল লিখতে বলুন। LinkedIn এর বায়োডাটা এবং জব ডেসক্রিপশন লেখার জন্য আপনি সরাসরি ChatGPT এর সাহায্য নিতে পারেন, যা আপনাকে সহজে চাকরি পেতে সাহায্য করতে পারে।
LinkedIn সহ আর অন্যান্য প্ল্যাটফর্মে কোন ব্যক্তিকে অভিবাদন জানাতে কিংবা চাকরির প্রথম সাক্ষাৎকার দেওয়ার মেসেজে আপনি Personalized Messages লেখার কাজে ChatGPT ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার কাজ, চাকরিদাতার অবস্থান, তার কাজের রিকোয়ারমেন্ট সম্পর্কে লিখে দিয়ে একটি আকর্ষণীয় মেসেজ তৈরি করতে পারবেন।
আর বরাবরের মতো আপনি এআই চ্যাটবট দিয়ে তৈরি করা মেসেজগুলো নিজে একবার চেক করুন এবং তারপর সেটি অপর প্রান্তের ব্যক্তিকে সেন্ড করুন। তার কাজের বিবরণ এবং আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে আপনি খুব সহজেই চ্যাটজিপিটি এর কাছ থেকে এ ধরনের Personalized Messages তৈরি করে নিতে পারেন, যা আপনার চাকরির জন্য ভূমিকা রাখতে পারে।
ChatGPT যেরকম ভাবে বিভিন্ন বিষয়ের উপর প্রফেশনাল ভাবে লিখে দিতে পারে, ঠিক তেমনি ভাবে এটি আপনার যেকোন জবের জন্য একটি কভার লেটার ও সুন্দরভাবে তৈরি করে দিতে পারে। আপনি বিভিন্ন জবের ক্ষেত্রে ম্যানুয়ালি একটি কভার লেটার তৈরি করতে পারেন অথবা আপনার সম্পর্কে এবং তাদের প্রয়োজনীয়তা গুলো সম্পর্কে বিস্তারিত ভাবে লিখে দিয়ে ChatGPT এর থেকে একটি সুন্দর প্রফেশনাল কভার লেটার তৈরি করে নিতে পারেন।
এক্ষেত্রে আপনি শুরুতে চ্যাটবটটিকে আপনার নাম, কন্টাক্ট নাম্বার, সহ যাবতীয় বিষয়গুলো দিয়ে দিন এবং তারপর একটি কভার লেটার তৈরি করার জন্য অনুরোধ করুন।
অন্যান্য কাজগুলোর মত আপনি ChatGPT ব্যবহার করে একটি জীবন বৃত্তান্ত বা সিভি তৈরি করে নিতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার Education History, Professional Qualities এবং একটি জীবন বৃত্তান্ত তৈরি করার জন্য যেসব ইনফরমেশন গুলো লাগে সেসব তথ্যগুলো প্রদান করুন। আর এক্ষেত্রে আপনি প্রথমে ChatGPT কে এ ধরনের প্রশ্ন করতে পারেন যে, আপনার একটি জীবন বৃত্তান্ত তৈরি করার জন্য তাকে কী কী ইনফরমেশন দিতে হবে।
তারপর, আপনি চ্যাটবট কে সেসব ইনফরমেশন দিন এবং আপনার জীবন বৃত্তান্ত একটি কন্টেন্ট তৈরি করতে বলুন। আপনার জন্য একটি সিভি তৈরি করার সময় আপনি এখান থেকে তৈরি করা লেখাগুলো পেস্ট করতে পারেন এবং আপনার সিভিকে আরও বেশি প্রফেশনাল করে ফেলতে পারেন।
আর একটি প্রফেশনাল সিভি তৈরি করার সময় আপনার কোন কোন বিষয়গুলো বাধ্যতামূলকভাবে যোগ করা উচিত, তা সম্পর্কে ChatGPT থেকে জেনে ও নিজের মত করে সিভি তৈরি করতে পারেন।
LinkedIn বা অন্য যেকোন প্ল্যাটফর্ম ব্যবহার করে কোন একটি চাকরির ইন্টারভিউ দেওয়ার আগে আপনি সেই চাকরির সম্পর্কে বিভিন্ন প্রশ্ন সম্পর্কে জানার জন্য ChatGPT এর সাহায্য নিতে পারেন। এটি আপনাকে ইন্টারভিউ এ তাদের প্রত্যাশা এবং আপনার করণীয় সম্পর্কে সর্বোত্তম প্রস্তুতি নেওয়া সহজ করে দেয়।
আপনি যদি এই মুহূর্তে লাইভে কোন একটি চাকরির ইন্টারভিউ দিতে বসেন, তাহলে আপনাকে করা প্রশ্নের উত্তর দ্রুত দেওয়ার জন্য আপনি চ্যাটবটের সহযোগিতা নিতে পারেন। এটি আপনাকে তাৎক্ষণিকভাবে যথাযথ যুক্তিসহ একটি সুন্দর উত্তর তৈরি করে দিতে পারে। আর আপনি এই কাজটি না করে, বরং ইন্টারভিউ দেওয়ার পূর্বে সেই চাকরি সম্পর্কিত সম্পর্ক প্রশ্ন এবং উত্তরগুলো জানার জন্য ও ChatGPT এর সাহায্য নিতে পারেন, যা আপনাকে খুব সহজে চাকরি পেতে সাহায্য করতে পারে।
যদিও, ChatGPT এর এআই চ্যাটবট গুলো দিয়ে কনটেন্ট তৈরি করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে, আপনি আপনার পরিচিতি এবং যোগ্যতা বাড়ানোর জন্য ChatGPT ব্যবহার করে কনটেন্ট তৈরি করতে পারেন। এই চ্যাট বটটি ব্যবহার করে আপনি বিভিন্ন টিউনের জন্য কনটেন্ট সংগ্রহ করতে পারেন। এক্ষেত্রে আপনি যেমন বিভিন্ন কনটেন্ট এর ধারণা, বিভিন্ন নীতিবাক্য এবং সৃজনশীল কিছু লেখার বিষয়ে আইডিয়া নিতে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন।
যদিও আপনি কোন আর্টিকেল লেখার কাজে সরাসরি ChatGPT এর উপর নির্ভর করতে পারেন না, তবে আপনি সেই আর্টিকেলের বিষয়ে তথ্য সংগ্রহ করতে এটির সাহায্য নিতে পারবেন। আর LinkedIn সহ যাবতীয় সোশ্যাল মিডিয়ায় আপনার করা পোস্টগুলো আপনাকে পরিচিত করে তুলতে পারে এবং এতে আপনার স্কিল অনুযায়ী বিভিন্ন কাজ পাওয়া সহজ হতে পারে।
আপনি যদি সবদিক থেকে নিখুঁত থাকতে চান, তাহলে আপনার নিজের লেখা প্রতিটি মেসেজের Accuracy চেক করা উচিত। এক্ষেত্রে, আপনি আপনার সম্পূর্ণ লেখার Grammatically বিভিন্ন ভুলগুলো চেক করার জন্য ChatGPT কে বলতে পারেন। সেই সাথে আপনার লেখা মেসেজটি আরো সিম্পল ভাবে উপস্থাপন করার জন্য ও রিকোয়েস্ট করতে পারেন।
আপনি যদি নিজে থেকে কোন একটি মেসেজ বা ইমেইলের কন্টেন্ট টাইপ করেন, তাহলে সেই মেসেজের Spelling এবং Grammar চেক করার জন্য ChatGPT আপনার কাছে দারুণ একটি অপশন হতে পারে।
আপনার দক্ষতা অনুযায়ী আপনি এই মুহূর্তে যে ধরনের চাকরি করতে আগ্রহী, ইতিমধ্যেই আপনি হয়তোবা সে ধরনের চাকরির টিউন অনলাইনে দেখতে পাবেন। এখন, তাদের Requirement এবং আপনার বর্তমান দক্ষতা অনুযায়ী চাকরির বাজারে আপনি এ ধরনের চাকরি পেতে পারেন কিনা কিংবা সেটি করতে পারা গেলে, আপনার আরো কোন কোন বিষয়ে উন্নতি করা দরকার, তা জানতে পারেন।
এক্ষেত্রে আপনি চাকরির বিজ্ঞাপণ থেকে তাদের জব ডেসক্রিপশন কপি করুন এবং ChatGPT তে Paste করুন। এখন, AI কে আপনার বর্তমান দক্ষতার সাথে Suitability বা উপযুক্ততা তুলনা করতে বলুন। আর, অন্যান্যদের কাছে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাকে আরো বাড়ানোর জন্য আপনি উপায়গুলো সম্পর্কে পরামর্শ দিতে বলুন।
যদিও আপনার শুধুমাত্র ChatGPT থেকে পাওয়া পরামর্শের উপর ভিত্তি করে ক্যারিয়ারের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এক্ষেত্রে, এটি শুধুমাত্র আপনার চারপাশের আরো সুযোগ গুলো সম্পর্কে বিস্তারিত ভাবে বলতে পারে। তবে, আপনি বর্তমান দক্ষতা অনুযায়ী কাজ খুঁজে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে পারেন।
বর্তমানে পড়াশুনা শেষ করে কিংবা লেখাপড়া চালিয়ে যাওয়া অবস্থায় অনেকেই নিজের দক্ষতা অনুযায়ী চাকরি খুঁজে পাওয়ার চেষ্টা করেন। এক্ষেত্রে, আপনিও হয়তোবা তাদের মত একজন, যিনি তার দক্ষতা অনুযায়ী খুব দ্রুত একটি চাকরি বা কাজ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। LinkedIn হলো এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে সব প্রফেশনাল ব্যক্তিদের প্রোফাইল সাজানো থাকে। আর এখান থেকেই অনেকে তাদের প্রতিষ্ঠানের জন্য যোগ্য ব্যক্তিকে জব অফার করে থাকে।
এখন, আপনি যদি নির্দিষ্ট কোন কাজে দক্ষ হয়ে থাকেন, তাহলে LinkedIn এ সহজে চাকরি খুঁজে পেতে অবশ্যই LinkedIn প্রোফাইলটিকে প্রফেশনাল ভাবে সাজানো উচিত। আর এজন্য দরকার প্রফেশনাল ভাবে জব ডেসক্রিপশন এবং বায়োডাটা লেখা। সেই সাথে, আপনাকে অবশ্যই চাকরিতে তার সাথে যোগাযোগের দক্ষতা এবং প্রতিটি কাজে আরও বেশি স্মার্ট হতে হবে। আর এই কাজে সাহায্য করার জন্য আপনাকে বিভিন্ন এআই টুলগুলোর মধ্য থেকে ChatGPT বিশেষভাবে সাহায্য করতে পারে।
OpenAI এর ChatGPT ব্যবহার করে আপনি ক্যারিয়ার সাজেশন থেকে শুরু করে বিভিন্ন কাজগুলোকে প্রফেশনাল ভাবে করে নিতে পারবেন। যা আপনাকে, চাকরির বাজারে অন্যান্যদের চাইতে আরো বেশি আলাদা করে তুলতে পারে এবং আপনি খুব সহজেই একটি চাকরি খুঁজে পেতে পারেন। তাই, এখন থেকেই, কোন প্রতিষ্ঠানে জব অ্যাপ্লিকেশন কিংবা ইমেইল করার ক্ষেত্রে ChatGPT করতে পারেন এবং আপনি হয়ে উঠতে পারেন আরো বেশি প্রফেশনালদের মধ্য থেকে একজন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)