Fineshare AI – ছেলে হয়ে মেয়ের কণ্ঠে কথা বলুন

Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা আমরা অনেকেই আছি যারা যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করে থাকি। আমরা বিভিন্ন সময় আমাদের কাজের জন্য বা বেশি কাস্টমার পাওয়ার আশায় ফিমেল অ্যাকাউন্ট করে থাকি। এক্ষেত্রে অনেক সময় আমাদের বায়ারের সাথে ফিমেল ফয়েজে কথা বলতে হয়। এই সব কাজ আমাদের মোবাইলে হবে কি না এই বিষয়ে অনেকেই চিন্তিত হন। তবে আপনি কি জানেন। আপনার মোবাইল ফোন ব্যবহার করেই আপনি পুরুষের কণ্ঠ থেকে মেয়েদের কণ্ঠে আপনার ভয়েসকে বদলে ফেলতে পারবেন।

বন্ধুরা আবার অনেক সময় আমরা আমাদের বন্ধুদের সাথে মজা করার জন্যও আমরা আমাদের ভয়েস ছেলে কণ্ঠ থেকে মেয়ে কণ্ঠ করে থাকি। এসব কাজগুলো করার জন্য আমরা বিভিন্ন রকম অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করে থাকি। তবে আপনি আজটের টিউন টি দেখার পর কোনো অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার না করেই খুব সহজেই যেকোনো ছেলে কণ্ঠকে মেয়ের কণ্ঠে অথবা মেয়েদের কণ্ঠকে ছেলেদের কণ্ঠে পরিবর্তন করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টিউন কীভাবে ছেলে হয়ে মেয়ের কণ্ঠে কথা বলবেন।

১. কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা এই Fineshare Ai ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। ওয়েবসাইট লিংক আমি একদম শেষে দিয়ে দিবো। ওয়েবসাইটে প্রবেশ করার পর অনলাইনে ভয়েস চেঞ্জ করার জন্য আপনার এখানে একটি অ্যাকাউন্ট করার প্রয়োজন হবে। আপনি এই Fineshare Ai অ্যাকাউন্ট না করলে এখানে আপনি আপনার ভয়েস চেঞ্জ করতে পারবেন না। তাই অনলাইনে কাজগুলো করার জন্য অবশ্যই আপনাকে Fineshare Ai একটি ফ্রি অ্যাকাউন্ট করে নিতে হবে।

২. ওয়েবসাইটে ভিজিট করার পর, এখানে আপনার ভয়েস চেঞ্জ করার জন্য Change Voice Now অপশনে ক্লিক করবেন। এছাড়াও আপনি এখানে আগে রেকর্ড করা ভয়েস আপলোড করেও ভয়েস মেল থেকে ফিমেলে কিংবা ফিমেল থেকে মেলে কনভার্ট করে নিতে পারবেন।

৩. বন্ধুরা আপনারা এখানে একটি জিনিস খেয়াল করুন। প্রতিটি ক্যারেক্টার এর উপরে এর প্রাইজ ৫০০০ কয়েনে দেওয়া আছে। মানে আপনাকে একটি ক্যারেক্টার যার কণ্ঠে আপনাকে ভয়েস কনভার্ট করে দিবে, সেই একটি ক্যারেক্টার কিনতে আপনাকে সর্বমোট ৫০০০ কয়েন খরচ দিতে হবে। তবে এখানে চিন্তার কোনো কারণ নেই, আপনি এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে মোট ১০০০০ কয়েন ফ্রিতেই পেয়ে যাবেন। যা দ্বারা আপনি শুরুতেই ভয়েস কনভার্ট করার জন্য ২ টি ক্যারেক্টার কিনতে পারবেন।

৪. এবার আপনার একদম উপরে লক্ষ করুন এখানে আপনারা Log-in Or Singup নামে ২ টি অপশন দেখতে পারবেন। এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে৷ এখানে অ্যাকাউন্ট করা একদম সোজা, আপন চাইলে জিমেইল ব্যবহার করেই এক ক্লিকে এখানে একটি অ্যাকাউন্ট করে নিতে পারবেন। Fineshare Ai ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট করার জন্য Sing-Up অপশনে ক্লিক করুন।

৫. এবার আপনারা নিচে থেকে Continue With Google Option ক্লিক করুন।

৬. তারপর আপনারা যে জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে এই Fineshare Ai ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে চান সেই জিমেইল টিতে ক্লিক করে সেই মেইলটি সিলেক্ট করে দিন।

৭. বন্ধুরা দেখুন এখানে আমি আমার জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে ১০০০০ কয়েন ফ্রিতেই পেয়ে গেলাম। এবার আমি চাইলে এই কয়েন দিয়েই ২ টি ক্যারেক্টার কিনতে পারবো। আর সেগুলো দিয়ে আনলিমিটেড তাদের ভয়েজের মতো ভয়েস চেঞ্জ করতে পারবো।

৮. এবার চলুন আমরা আমাদের কয়েন দিয়ে ক্যারেক্টার কিনে ফেলি। এর জন্য আপনারা আপনাদের পছন্দমতো যে ক্যারেক্টরটি কিনতে চান সেই ক্যারেক্টার টিতে ক্লিক করুন। তারপর Exchange Now অপশনে ক্লিক করুন। মনে রাখবেন এভাবে প্রতিটি ক্যারেক্টার কিনতে আপনার অ্যাকাউন্ট থেকে মোট ৫০০০ কয়েন কেটে নেওয়া হবে।

৯. বন্ধুরা আপনারা আপনাদের ক্যারেক্টার টি সফলভাবে কেনার পর সেখান থেকে লক অপশন টি চলে যাবে। এবার আমাদের ভয়েস চেঞ্জ করার পালা। এবার আমাদের ভয়েস মেয়ে থেকে ছেলে ভয়েজে পরিণত করার জন্য আপনারা আপনাদের কেনা ক্যারেক্টার টিতে ক্লিক দিবেন।

১০. সবকিছু ঠিকভাবে করা হলে আপনাদের সামনে ভয়েজ চেঞ্জ করার জন Fineshare Ai ওয়েবসাইটের মূল ভয়েস চেঞ্জ পেজটি আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনি মোট ২ ভাবে আপনার ভয়েস মেল থেকে ফিমেল ভয়েসে কনভার্ট করতে পারবেন।

  1. Record Voice Change
  2. Upload Voice Change

তবে এই ২ টি অপশন ব্যবহার করাতেও রয়েছে কিছু লিমিটেশন। এখানে আপনি Record Voice Chage অপশন টি ব্যবহার করার ক্ষেত্রে আপনি এখানে একটানা ৫ মিনিটের বেশি লম্বা ভয়েস রেকর্ড করতে পারবেন না। আবার অন্যদিকে Upload Voice Change File অপশনটির ক্ষেতেও আপনি এখানে একবারে মোট ২০ এম্বি সাইজের থেকে বড়ো সাইজের কোনো ফাইল আপলোড করতে পারবেন না। এই ২ টি শর্তে আপনি এখানে আরামসে কাজগুলো করতে পারবেন।

 

১১. এবার আপনারা আপনাদের ইচ্ছামতো যেকোনো একটি অপশন অপশন বাছাই করে নিন। ভয়েজ রেকর্ড অপশন ব্যবহার এর জন্য প্রথমে রেকর্ড চালু করবেন তারপর Stop Recoding করে আপনারা Change Voice Now অপশনে ক্লিক করবেন।

 

১২. তারপর আপনার ভয়েজটি কনভার্ট হওয়া শুরু হবে। আপনারা একটু অপেক্ষা করবেন।

১৩. তো বন্ধুরা দেখুন আমাদের ভয়েজটি সফলভাবে কনভার্ট হয়ে গেছে। এবার আপনারা আপনারা রেকর্ডকৃত ফাইলটি Download Voice অপশনে ক্লিক করে খুব সহজেই আপনাদের স্টোরেজে সেভ করে নিতে পারবেন৷

Fineshare Ai

Official Website @ Fineshare Ai

বন্ধুরা এভাবেই আপনারা খুব সহজেই Fineshare Ai ওয়েবসাইটের মাধ্যমে ছেলে হয়ে মেয়ের কণ্ঠে ভয়েজ চেঞ্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউন, কীভাবে Fineshare Ai মাধ্যমে আপনার ভয়েস চেঞ্জ করবেন? আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস