AI তান্ডব Bad AI tools

AI তান্ডব (Bad AI tools)

বলা হয় " প্রয়োজনীয়তাই উদ্ভাবনের চাবিকাঠি "।

কিন্তু কি প্রয়োজন পড়লো সহস্রাধিক মানব মস্তিষ্কের ক্ষমতা সম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা বানানোর!

মানব জাতির কল্যাণ! আজ সকলের দেখার বিষয় প্রযুক্তি কতটুকু কল্যান এবং অকল্যান যুক্ত করেছে আমাদের জীবনে।

 

কল্যানের থেকে অকল্যান বেশি নয় তো! জীবন সহজ করতে গিয়ে আমরা কি আমাদের সমাজের বাসযোগ্যতাকে নষ্ট করে ফেলছি?

 

হ্যাঁ ইতিমধ্যেই আমরা অনেকটাই ব্যক্তি নিরাপত্তা ও গোপনীয়তা তুলে দিয়েছি প্রযুক্তির হাতে। আর এখন তো….

 

আমি - আপনি কি এক মুহূর্তও নিরাপদ সাইবার অ্যাটাক থেকে! আমাদের সাথে কত খারাপ কিছু ঘটে যেতে পারে তার ধারণাটুকুও যদি না থাকে তাহলে প্রতিরোধ প্রতিকারের কি হবে!

একসময় কম্পিউটারের আবিস্কার গোটা বিশ্বকে পরিবর্তন করেছিল। তারপর ইন্টারনেট আলোড়ন সৃষ্টিকারী পরিবর্তন আনে। আর এখন! এখন AI নতুন মাত্রা নিয়ে যুক্ত হয়েছে। আমরা কি এই পরিবর্তন মানিয়ে নিতে প্রস্তুত!

 

If You Can't Adapt the changes!

চার্লস ডারউইনের তত্ত্ব কি কেবল প্রজাতির টিকে থাকার ক্ষেত্রে প্রযোজ্য হয়! এটা মানুষের মধ্যে মানুষের টিকে থাকার ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক যেমন পরিবেশের পরিবর্তন মানিয়ে নিতে না পারায় অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। একদিন সেসব মানুষের অস্তিত্বও বিলুপ্ত হয়ে যাবে এই বৈশ্বিক গ্রামে। শুধুমাত্র পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাওয়াতে না পারায়।

 

জনসংখ্যা বাড়ছে, প্রযুক্তিগত বিবর্তন ঘটেছে, প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। আপনি প্রস্তুত তো টিকে থাকার লড়াইয়ে বিজয়ী হতে! নাকি প্রযুক্তির আক্রমনে হার মেনে নিতে।

হ্যাঁ প্রযুক্তির আক্রমণ! তবে প্রযুক্তি কি আপনার বন্ধু নয়!

প্রযুক্তি অবশ্যই ভালো একটা বন্ধু। কিন্তু কেবলমাত্র ভালো বন্ধুই পারে সবচেয়ে বিপজ্জনক শত্রু হতে।

এই প্রযুক্তির সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে Artificial Intelligence!

 

AI ব্যবহার করে ভালো কাজ যেমন দ্রুত এবং খুব সহজেই করা সম্ভব, তেমনি যে কেউ খুব সহজেই যে কাউকে ক্ষতি করে ফেলতে পারে।

 

কোনো একটা সিস্টেমকে হ্যাক করতে যেখানে কোনো একটা হ্যাকারের কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। সেখানে AI জটিল থেকে জটিলতর সিস্টেম কয়েক সেকেন্ডেই হ্যাক করে ফেলবে! তাহলে আপনার আমার নিরাপত্তা!

কি পারেনা AI! আপনার ভয়েসে কথা বলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর খুবই সাধারণ একটা কাজ। যে কেউই আপনার ভয়েস নকল করতে পারবে মাত্র এক ক্লিকেই! আপনার ভয়েস নকল করে আপনাকে কিভাবে কোনো মামলায় ফাঁসাতে পারে বুঝতেই পারছেন। তাহলে আপনার আমার নিরাপত্তা!

 

অন্য কোনো ভিডিওতে যেখানে আপনি নেই সেখানে যদি আপনাকে দেখেন। তাহলে কি অবাক হবেন!

ডিপ ফেক ভিডিও তৈরি করা AI এর আরো একটি ক্ষমতা। আগে ডিপ ফেক তৈরি করতে ভালো কম্পিউটার, ভালো সফটওয়্যার এবং দক্ষ মানুষের কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত লেগে যেত। আর এখন! কয়েক সেকেন্ডেই, মাত্র এক ক্লিকেই যেকোনো মানুষের নাগালের মধ্যে এনে দিয়েছে Powerful AI tools গুলো। তাহলে আমার আপনার নিরাপত্তা!

শুধু মাত্র এই ভয়েস কপি টেকনোলজি দিয়েই আপনাকে যেকোনো ভয়াবহ মামলায় কিংবা বিপদে ফেলতে পারে। আপনার আশেপাশের লোকজনকে ঠকাতে পারে।

" ভাই আমার এখনি ইমার্জেন্সি টাকা লাগবে " আপনার কন্ঠে যদি এটা আপনার পরিচিত কাউকে বলা হয় তাহলে বেশির ভাগই দিতে বাধ্য হবে না?

 

আপনার হয়ে টাকা চেয়ে, আপনার বন্ধু, পরিবারের সদস্যদের অর্থ লুট করে নেওয়া কি এমন ব্যাপার!

 

এমন ডিপ ফেক ভিডিও কিংবা ভয়েস আপনার, আপনার পরিবারের জন্য কতটা ক্ষতিকর একবার ভাবুন। মিথ্যা প্রমাণ করা কত সোজা। যে কাজ বা অপরাধ আপনি করেননি সে কাজের জন্য আপনাকে মিথ্যা প্রমাণ সহ দোষারোপ করা যাবে!

এর জন্য যেনো কারো জীবন না যায়। তা্য জন্য আপনাকে সচেতন হতে হবে। আপনার আশেপাশে যদি কারো সাথে এধরনের ঘটনা ঘটে তাহলে আপনাকে হাত বাড়িয়ে দিতে হবে। তাহলেই আপনি যদি এর স্বীকার হন অন্যকে পাশে পাবেন। AI এর থেকে বাঁচার এই একটা মাত্র উপায়। এসব এখনো অনেকের ধারণার বাইরে। তাদের সবাইকে এই এসব ধারণা গুলো দিতে হবে, এর বিকল্প নেই।

 

সব মিলিয়ে আমার আপনার ব্লাকমেইল করা, ঠকানো, মানহানি করা কত সহজ হয়েছে তাইনা!

 

AI হুবহু আপনার মত উত্তর দিতে সক্ষম। আপনাকে কপি করতে সক্ষম। আপনি আমি জীবিত না থাকলেও এআই এর সাথে ভার্সুয়াল রিয়েলিটির সংমিশ্রণে আমরা কারো সামনে আসতে পারবো, কথা বলতে পারবো, স্পর্শ করতে করবো! অসম্ভব শোনাচ্ছে না! যা ইতিমধ্যেই সম্ভব হয়েছে ….

Level 0

আমি রিফাত আহমেদ। CEO, Creative Learners Hub, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

I'm a technology expert & professional writer .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস