প্রিয় টেকটিউনবাসী, আসসালামু আলাইকুম।
আজকে আমি এমন একটি এপ নিয়ে এসেছি, যার মাধ্যমে আপনি খুব সহজেই নিজের ছবি বা আপনার পছন্দ কোন তারকার ছবি অনেক সুন্দরভাবে এডিট করতে পারবেন। তাও আবার কোন রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়া।
এপ ডাউনলোড লিংক এই টিউনেই পাবেন।
এই এপের মাধ্যমে কিভাবে ফটো এডিটিং করবেন তা আমি আজকে স্ক্রিনশটের মাধ্যমে বুঝিয়ে দিবো, স্ক্রিনশট দেখেই সহজে এডিট করতে পারবেন।
তবে এপটিতে মানুষের ছবি এডিট করতে হবে, অন্য কিছু যেমন কোন প্রাণীর ছবি দিলে ছবিটি আপনার চাহিদামতো পাবেননা।
তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক, পোস্টটি মনোযোগ দিয়ে পড়বেন।
প্রথমেই এপটি ডাউনলোড করে ইনস্টল করুন। [ডাউনলোড লিংক শেষে দেওয়া আছে]।
তারপর এপটি অপেন করুন। নিচের স্ক্রিনশটে দেখানো ইন্টারফেইস আপনার ফোনে অপেন হবে।
এখন এপটির একবারে নিচে[Bottom] প্লাস আইকনে ক্লিক করুন, না বুঝলে স্ক্রিনশট দেখুন👇👇
এখন আপনার গ্যালারি থেকে পছন্দের ছবিটি সিলেক্ট করুন। তারপর এপে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এবং নিচের স্ক্রিনশটে দেখানো Fantasy অপশনটিতে ক্লিক করুন।
তারপর নিচের মতো একটু লোড নিবে, ফটোতে ফিচারসমুহ এড করা হবে, তাই অপেক্ষা করুন।
ফাইনালি আপনার ছবির রেজাল্ট দেখুন।
ওয়াও পুরাই আগুন লুক। অসাধারন এডিটিং, কোন রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই দেখুন কিভাবে আপনি এত সুন্দর একটি ছবি এডিট করেছেন। এখন উপরের কর্ণারে Next লেখাতে ক্লিক করুন এবং Save অপশন সিলেক্ট করুন, ব্যাস আপনার ছবি গ্যালারিতে সেইভ হয়ে যাবে। না বুঝলে স্ক্রিনশট ফলো করুন।
এখন এপ ডাউনলোডের পালা। প্রথমে এই লিংকে যান👉👉 https://prequel.app/
তারপর 👇 আপনার এপ ডাউনলোড করুন।
এবার আমার এডিট করা সাধারন কযেকটি ছবি দেখুন।
আমি আজিদুর তাজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।