বর্তমানের প্রযুক্তি বিশ্বে ChatGPT নিয়ে অনেক বেশি মাতামাতি হচ্ছে। এটি নিয়ে অনেকেই ধারণা করছেন যে, চ্যাটজিপিটি ভবিষ্যতে গুগল সার্চ ইঞ্জিন কে ছাড়িয়ে যাবে। মাইক্রোসফট এমনটি প্রকাশ করেছে যে, তারা ChatGPT কে Bing সার্চ ইঞ্জিনের সাথে Integrate করবে। কিন্তু, বর্তমানের ট্রেন্ডিং এ থাকা চ্যাটজিপিটি কে যদি Bing এর সাথে Integrate করা হয়, তাহলে এই পরিবর্তিত সার্চ ইঞ্জিন কি গুগলকে হারাতে পারবে?
অনেকের মতোই, আপনারও মাথায় হয়তোবা এই প্রশ্ন অনেকবার এসেছে। যদি এই কৃত্রিম বুদ্ধিমত্তার ChatGPT কে বিং সার্চ ইঞ্জিন এর সাথে যুক্ত করা হয়, তাহলে এটি কোন কোন ক্ষেত্রে গুগল এর উপরে যেতে পারে?
OpenAI ২০২২ সালের নভেম্বর মাসে Publicly এই ChatGPT প্রকাশ করে। আর এটি প্রকাশ করার সাথে সাথেই ব্যাপক সাড়া পায় এবং কয়েক দিনের মধ্যেই মিলিয়নেরও বেশি লোক এটিতে সাইনআপ করে। আর বর্তমানে এটিই মানুষের কাছে একটি কৌতূহলের বিষয় এবং অনেকের আগামীর ক্যারিয়ার ও এটির উপর নির্ভর করছে।
খুব সম্প্রতি মাইক্রোসফট তাদের কিছু সার্ভিসে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্ট বাস্তবায়ন করার জন্য OpenAI এর অংশীদারিত্ব করেছে। আর এই কথা থেকেই অনেক গুজব ছড়িয়ে পড়েছে যে, OpenAI এর সাথে এই চুক্তির মধ্যে উল্লেখযোগ্য হলো চ্যাটজিপিটি কে Bing এর সাথে যুক্ত করা। যদি এ কথাটি সত্যিই হয়ে যায়, তাহলে এই বিষয়টি কেমন হবে এবং এক্ষেত্রে ChatGPT কী গুগলের উপরে যাওয়ার সুযোগ রয়েছে? আজকের এই আর্টিকেলটিতে আমি মূলত এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। চলুন তবে, এবার বিস্তারিত ছেড়ে দেওয়া যাক।
ChatGPT হলো একটি এআই চ্যাটবট, যা ইন্টারনেট থেকে সংগ্রহীত তথ্যের উপর ভিত্তি করে মানুষের মতো করে প্রশ্নের উত্তর লিখে দিতে পারে। তবে, এটি আপনাকে গুগলের মত সকল প্রশ্নের উত্তর খুঁজে বের করে দিতে সক্ষম নয়। বরং, চ্যাটজিপিটি শুধুমাত্র ২০২১ সালের আগের তথ্য সম্পর্কে অবগত। এই চ্যাট বটটিকে মূলত এই সময়ের আগের বিষয়বস্তু সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এর পরের বিষয়গুলো সম্পর্কে ChatGPT খুবই কম অবগত। আর, এটি ব্যবহারকারীর প্রশ্ন অনুযায়ী ওয়েবে সার্চ ও করতে পারেনা, যে কারণে এটি আপনাকে কোন ওয়েবসাইট সাজেস্ট করবে না।
The Information এর একটি তথ্যসূত্রে অনুযায়ী, মাইক্রোসফট ২০২৩ সালের মার্চ মাসের শেষের দিকে OpenAI এর ChatGPT কে তাদের নিজস্ব Bing সার্চ ইঞ্জিনে Integrate করতে পারে। আর এটি সম্ভবত সার্চ ইঞ্জিনের কোন একজন ব্যবহারকারীকে ওয়েবসাইটের লিংক এবং বিজ্ঞাপণ দেখানো ছাড়াই সংক্ষিপ্ত এবং সুস্পষ্টভাবে সার্চ রেজাল্ট দিতে সক্ষম করে তুলবে।
আর এই বিষয়ে মাইক্রোসফট ও আশাবাদী যে, তারা যদি এই এআই কে তাদের প্লাটফর্মে একীভূত করে, তাহলে তারা গুগলকে ধরতে পারবে। আমরা যদি Statista এর একটি তথ্যসূত্রের দিকে নজর দেই, সেখানে তাদের মতে, 2022 সালের ডিসেম্বরের দিকে গুগল বৈশ্বিক সার্চ এর ৮৪% দখল করেছিল এবং অন্যদিকে Bing এর ছিল ৯%। এখন বিং যদি চ্যাটজিপিটি কে এই প্লাটফর্মের সাথে একীভূত করে, তাহলে স্পষ্টভাবেই তাদের আরো অনেক দূরে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এখনো পর্যন্ত মাইক্রোসফট তাদের সার্চ ইঞ্জিন Bing এ ChatGPT কে Integrate করেনি। কিন্তু ভবিষ্যতে যদি তারা এমনটি করে, তাহলে কি কোন ভাবে তারা গুগল সার্চ ইঞ্জিনকে পরাজিত করতে পারবে? অনেকের মতোই, আমারও মাথায় এই প্রশ্ন উকি দিয়েছে। আর এই জানার আগ্রহ থেকেই আমি এই প্রশ্নটি ChatGPT কে করেছিলাম। চলুন দেখি চাকরি ভিডিও আমাকে এই প্রশ্নের উত্তর কি দেয়।
No, it's unlikely that an AI-powered Bing could beat Google in search, as Google has established itself as the dominant search engine with a huge user base, vast amounts of data, and highly sophisticated algorithms and infrastructure. Additionally, Google has been continuously improving its search technology for over two decades, and it would be challenging for Bing to catch up quickly, even with AI.
আপনার মত আমিও এই প্রশ্নটির উত্তর খোঁজার জন্য চ্যাটজিপিটি এর সাহায্য নিয়েছিলাম। আর ChatGPT আমার প্রশ্নের উত্তরে উপরের এই কথাটি বলেছে। আমি যদি এই কথাটিকে বাংলায় ব্যাখ্যা করি, তাহলে চ্যাটজিপিটি এ ব্যাপারে আমাকে বলছে যে, "না, এটি অসম্ভব যে এআই দ্বারা চালিত Bing Search কখনোই গুগলকে পরাজিত করতে পারবে না। কেননা, গুগল একটি বিপুল ব্যবহারকারী ভিত্তিক প্ল্যাটফর্ম এবং তাদের কাছে অনেক বিশাল পরিমাণ ডেটা রয়েছে। আর তারা অনেক শক্তিশালী এবং অবগঠনও নিয়ে একটি প্রভাবশালী সার্চ ইঞ্জিন হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। এছাড়াও তারা, দুই দশকের বেশি সময় ধরে google ক্রমাগত তাদের সার্চ ইঞ্জিন প্রযুক্তির অনেক উন্নতি করেছে। অন্যদিকে, Bing এর জন্য AI এর সাথে কাজ করা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। "
যদিও চ্যাটজিপিটি এখানে আমাকে হয়তোবা সঠিক কথাটি কিংবা Bing এ OpenAI এর AI Integrate করলে কী হতে পারে, সে বিষয়ে বলতে চাইনি। এখনো পর্যন্ত এটি গুগলের পক্ষেই কথা বলছে। তবে, যদি সত্যিই Bing এর সাথে ChatGPT কে Integrate করা হয়, তাহলে তারা গুগলকে পরাজিত করতে পারবে কিনা, সে বিষয়ে কিছু ধারণা নেওয়া যাক।
ChatGPT কে অন্যান্য সার্চ ইঞ্জিনের মত ইন্টারনেটের বিভিন্ন বিষয়গুলো Scrape করার জন্য ডিজাইন করা হয়নি। তাই, Bing এখন এবং তখনও সার্চ রেজাল্ট তৈরি করার জন্য কাজ করবে। যাইহোক, যদি কখনো Bing এ সত্যিই এই AI Integrate করা হয়, তাহলে বিং ChatGPT এর সাথে লিংক এবং সার্চ বক্স যুক্ত করে দিতে পারে, যাতে করে কোন ব্যবহারকারী সেখান থেকে প্রশ্ন খুঁজে পাশাপাশি বিং ও ব্যবহার করতে পারে।
যদি, চ্যাটজিপিটি Bing এর যুক্ত হয়ে যায়, তাহলে নিঃসন্দেহ ভাবে বিং এর ক্ষেত্রে অনেক ভালো সার্চ রেজাল্ট তৈরি করার সম্ভাবনা রয়েছে। আর যদি এমনটি সত্যি হয়ে যায়, তাহলে হয়তো গুগলের শেয়ার মার্কেট অনেক বেশি ডাউন হবে। যাই হোক, নিজেদের অবস্থান ধরে রাখার জন্য এবং ব্যবসা বাড়ানোর জন্য হলেও Microsoft কে তাদের মার্কেটিং পরিধিকে বাড়াতে হবে। আর সেই প্রচেষ্টা থেকেই তারা এমনটি করতে পারে।
তবে একটি কথা হল যে, AI একটি অ্যালগরিদম, যা সার্চ ইঞ্জিনের মত কাজ করবে না। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে কোন একটি বিষয়ে তথ্য লিখে দিতে পারছে, কিন্তু সেই তথ্যের সোর্স নির্দিষ্টভাবে উল্লেখ করছে না। অন্যদিকে, Google একটি সার্চ ইঞ্জিন এবং এটি আপনাকে আপনার কীওয়ার্ড এর ভিত্তিতে কিছু ওয়েবসাইট সাজেস্ট করে, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যটি খুঁজে পাবেন। তবে, অদূর ভবিষ্যতে বিং এ এ ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করলে, আপনি এরকম সুবিধা ও পেতে পারেন।
The Verge এর মতে, গুগলের সিইও সুন্দর পিচাই দাবি করেছেন যে, গুগলের নিজস্ব আর্টিফিশিয়াল ইনটেলিজেন্ট বা এআই প্রোগ্রাম রয়েছে। এসব প্রোগ্রামের মধ্যে যেমন: BERT, MUM, এবং LaMDA ইত্যাদি। আপনাকে খুবই সূক্ষ্মভাবে সার্চ রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে এসব প্রোগ্রামগুলো ইতিমধ্যেই Google-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। আর গুগল তাদের নিজস্ব চ্যাট বট চালু করার আগে OpenAI এর চাইতে বেশি সময় দিচ্ছে।
আমরা যদি গুগলের সিইও সুন্দর পিচাই এর কথাটির দিকে নজর দেই, তাহলে যে কেউ আশা করতে পারে যে, গুগলের কাছে চ্যাটজিপিটি তেমন হুমকির নয়।
যদিও আমরা বর্তমানে ChatGPT দিয়ে অনেক প্রশ্নের উত্তর খুব সহজেই লিখে দিতে পারছি। কিন্তু, এটি এখনো পর্যন্ত আপনাকে সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত নয়। এটি আপনাকে আপনার প্রশ্নের ভিত্তিতে এমন সব উত্তর দিতে পারেন, যা সত্য নয়। যদিও অনেক লোক বিভিন্ন প্রাক্টিক্যাল কাজগুলো করে নেওয়ার জন্য ChatGPT ব্যবহার করছে। উদাহরণস্বরূপ, কোন বিষয় সম্পর্কে কোড বা প্রোগ্রামিং লিখে দেওয়ার ক্ষেত্রে এটি বেশ দারুণভাবে কাজ করে। আর এটি আপনার সাথে খুবই Comfortably কনভারসেশন করতে পারে। কিন্তু তবুও, এটিতে বেশ কিছু সমস্যা হয়েছে।
অনেক অপরাধীরা ম্যালওয়্যার এর কোড লেখার জন্য ChatGPT কে ব্যবহার করছে এবং অনেক ব্যবহারকারীই চ্যাটজিপিটি এর Sefety Guidelines গুলোকে বাইপাস করছে; যা এই AI এর একটি খারাপ দিক হতে পারে। এছাড়াও, ChatGPT অনেক ঐতিহাসিক জীবন জীবনী সংক্রান্ত ডেটা সরবরাহের ক্ষেত্রে ভুল করে থাকে। যেখানে, এটি অনেক উল্টাপাল্টা হিস্টরি এবং জীবনী তথ্য দিয়ে থাকে; যা এটির জন্য একটি ডাউনসাইট।
এ কারণেই গুগল তাদের নিজস্ব এআই ভার্সন চালু করার ক্ষেত্রে সময় নিচ্ছে। Sam Altman হলেন OpenAI এর CEO, এমনকি তিনিও মনে করেন যে, ChatGPT এখনো বড় কোন Leagues এর জন্য প্রস্তুত নয়।
এক্ষেত্রে আমাদেরকে এটি ধারণা করা নিরাপদ যে, Google এর টুল-কিটে এমন সব আছে, যা ChatGPT এর চাইতে ভালো। যেহেতু গুগল বর্তমান সময়ে একটি প্রভাবশালী সার্চ ইঞ্জিন, তাই তারা যদি তাদের নিজস্ব প্রতিদ্বন্দ্বী চ্যাটবট চালু করে, তাহলে এটির নিশ্চয় ChatGPT এবং Bing কে আশ্চর্য করে তুলতে পারে।
যদিও ChatGPT এখনো Bing এ রোল-আউটের জন্য প্রকল্প প্রস্তুত নয়, কিন্তু এটি অনেক বেশি ইম্প্রেসিভ। কেননা, এটি আমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চালিত ভবিষ্যৎ সার্চ ইঞ্জিনের ধারণা সামনে আনছে, যা প্রযুক্তির দুনিয়ায় এক নতুন সূচনা। চ্যাটজিপিটি এর কারণে আমরা এমনটা ধারণা পাচ্ছি যে, ভবিষ্যতে আমাদের ব্যবহার করা সার্চ ইঞ্জিন গুলো হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পূর্ণ এবং যা মানুষের মতো করে ভেবে উত্তর দিতে সক্ষম হবে।
যদিও এমন সম্ভাবনা এখনো বেশ দূরে, তবে আপাতত আপনাকে ChatGPT এর মতো চ্যাটবট ব্যবহার করেই সন্তুষ্ট থাকতে হবে। কেননা, এই মুহূর্তে গুগল এবং বিং নিজেদের প্ল্যাটফর্মে এ ধরনের এআই Integrate করেনি। তবে, Google এখনো ChatGPT এর মত সরাসরি প্রশ্নের উত্তর না দিলেও, তারা নিজেদের সার্চ ইঞ্জিনের ব্যবহারকারীদের সঠিক তথ্য খুঁজে বের করে দেওয়ার জন্য অনেক AI Tool ব্যবহার করে।
অনেক প্রযুক্তিবিদ এমনটি ধারণা করেন যে, আগামীর বিশ্বের বিভিন্ন কাজ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্ট এর হাতে চলে যাবে এবং মানুষের কাজগুলো করবে রোবট। এক্ষেত্রে সার্চ ইঞ্জিন গুলো ও এর ব্যতিক্রম নয়। আর তাই, ভবিষ্যতে সার্চ ইঞ্জিনগুলোতে ও এআই ধারণা যুক্ত হতে পারে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজকে করেছে অনেক সহজ এবং দ্রুত। কাজের ভিত্তিতে বর্তমানে অনেক এআই টুল রয়েছে। তবে, মানুষের প্রশ্ন অনুযায়ী ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে উত্তর দেওয়ার মতো একটি এআই টুল হলো চ্যাটজিপিটি। এই এআই টুলটি বর্তমানে অনেকের জন্য একটি চমৎকার উপকরণ, আবার অনেকের জন্য একটি মাথাব্যথার কারণ। কেননা, যদি ChatGPT অদূর ভবিষ্যতে বিং এর মতো সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত হয়, তাহলে এটি ব্যবহারকারীকে অনেক বেশি প্রাসঙ্গিক সার্চ রেজাল্ট তৈরি করে দিতে সক্ষম হবে; যা গুগলের জন্য বিপজ্জনক হতে পারে।
তবে, গুগল ও ব্যবহারকারীদের সার্চ রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে অনেক এআই টুল ব্যবহার করে। এছাড়াও, গুগল ও হয়তোবা আগামীতে ChatGPT এর মতো কোনো পাওয়ারফুল AI আনতে পারে, যা এটির চাইতে ও শক্তিশালী হবে।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)