বিট কয়েনের আদলে বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির ভয়ংকর ফাঁদ তৈরি করেছে IPRT!

যুগে যুগে পৃথিবীতে আবির্ভাব ঘটেছে নানা রকম প্রতরকের। সময়ের সাথে তৈরি হয়েছে প্রতারণার নতুন নতুন কৌশল। বাংলাদেশের নানা সময় নানা ভাবে প্রতারিত হয়েছে মানুষ। আধুনিক এই সভ্যতায় এসে প্রতরনার নতুন কৌশলগুলো প্রয়োগ করা হয় অনলাইনের মাধ্যমে।

বাংলাদেশে অনলাইনে প্রতারণা শুরু হয়েছে আরো অনেক আগে থেকে। তবে সময়ের সাথে সাথে মানুষ যত সচেতন হচ্ছে প্রতারকরা তত নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। প্রতারকদের সবারই মোটামুটি টার্গেট প্রতারিত করে টাকা হাতিয়ে নেয়া।

আজ যে বিষয়টি নিয়ে বিষদ প্রতিবেদন তৈরি করা হয়েছে সেটা একদমই নতুন একটি প্রতারণার কৌশল বলা চলে। ‘ক্রিপ্টোকারেন্সির ’ যা ইংরেজীতে cryptocurrency বলা হয়। এর বাংলা অর্থ সেভাবে তৈরি হয়নি এখনও। ক্রিপ্টোকারেন্সির অর্থ হাতিয়ে নেয়ার এক অন্যতম কৌশল হিসেবে বাংলাদেশে আবির্ভাব ঘটেছে কিছু প্রতারক চক্রের।

বিষদ বিষয় জানার পূর্বে আসুন প্রথমে জেনে নেই ক্রিপ্টোকারেন্সির কি?

ক্রিপ্টোকারেন্সির : ক্রিপ্টোকারেন্সির এমন ধরনের অর্থ যা পণ্য বা পরিষেবার জন্য অনলাইনে বিনিময় করা হয়। এটিকে ভার্চুয়াল কারেন্সিও বলা চলে। পৃথিবীর অনেক সংস্থা ভাচুয়ালি অর্থ লেনদেনের জন্য নিজেরা একটি ভার্চুয়াল মুদ্রা চালু করেছে। ক্রিপ্টোকারেন্সিগুলি ব্লকচেইন নামে একটি প্রযুক্তি ব্যবহার করে কাজ করে। ব্লকচেইন হ'ল একটি বিকেন্দ্রীকৃত প্রযুক্তি যা বহু কম্পিউটারে ছড়িয়ে পড়ে যা লেনদেন পরিচালনা করে এবং রেকর্ড করে। এই প্রযুক্তির আবেদনের অংশ হ'ল এটির সুরক্ষা।

এবারে বাংলাদেশে যে ক্রিপ্টোকারেন্সির নামে একটি প্রতারণার সাইট তৈরি করেছে তার সম্পর্কে কি দেখা যায় তারপর্যালোচনা করি।

interfacepr.net নামের সাইটটি IPRT নামের একটি ভুয়া ক্রিপ্টোকারেন্সি তৈরি করেছে যার আন্তর্জাতিকভাবে কোন স্বৃকিতি নেই।

IPRT কিভাবে প্রতারিত করছে: বাংলাদেশে একসময় বড়সর প্রতারনার ব্যবস্থা ছিল এমএলএম (MLM) বা Multi-level marketing সিষ্টেম। যেখানে ডেসটিনির মত বড় বড় কোম্পানি জড়িত ছিল। ডিজিটাল এই যুগে IPRT এই এমএলএম সিষ্টেমেরই একটি অধুনিক ভার্সন তৈরি করেছে।

যেভাবে কাজ করে IPRT: প্রথমে এই প্রতারক চক্র মানুষকে লাভের আশা দেখিয়ে তাদের সদস্য করার আমন্ত্রন জানায়। ১০ ডলার খরচ করলে গ্রাহকের অ্যাকাউন্টটি সচল হয়। এর পর MLM স্টাইলে শুরু করতে হয় সদস্য সংগ্রহ। একজন গ্রাহকের দুই সাইটে এমএলএম সিষ্টেমে বারতে থাকলে কমিশন জমা হতে থাকে গ্রাহকের অ্যাকাউন্টে। এছাড়া প্রতারকরা IPRT এটাকে একটি ক্রিপ্টোকারেন্সি হিসেবে প্রকাশ করেছে। যেখানে গ্রাহকদের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির বিটকয়েনের সাথে IPRT কে তুলনা করে দেখায়। বলা হয় বিটকয়েনের মত এই ক্রিপ্টোকারেন্সির দাম এক সময় আকাশচুম্বি হবে।

এছাড়া গ্রাকদের নানা স্কিমে টাকা ইনভেষ্ট করিয়ে লভ্যাংশ প্রদানের প্রলোভন দেখানো হয়।

কিভাবে প্রতারক হয়ে উঠলো IPRT: প্রতারনার জন্য ব্যবহৃত ওয়েবসাইট interfacepr.net এ নজর দেয়া যাক। ওয়েব সাইটটি ১৩ মার্চ ২০১৩ সালে রেজিষ্ট্রেশন করেছে। বর্তমানে Warick Peterson এর নামে রেজিষ্ট্রেশন করা। যেখানে ঠিকানা ব্যবহার করা হয়েছে Interface Public Relation, 2527 Street NY, postal code 10001 ঠিকানা। ওয়েব সাইটের ইনফরমেশন দেখার সাইট who.is এর মাধ্যমে সব তথ্যই পাওয়া যায়। তথ্য অনুযায়ী মোবাইল নম্বর দেয়া হয়েছে +১.৯১৭৪৯৪৪৪৭৬। নম্বরটি একটি ভারতীয় বংশভুত মেয়ে চালায় যার নাম Anviksha Kaur যা ট্রু কলারের মাধ্যমে দেখতে পাওয়া যায়।

এবারে ওয়েব সাইটের দিকে নজর দেই। ওয়েব সাইটটি সর্বপ্রথম রেজিষ্ট্রেশন হয় বাংলাদেশ থেকে ২০১৩ সালে। ওয়েব সাইটের আর্কাইভ থেকে এই তথ্য পাওয়া যায়। সেখানে দেখা যায় Interface Communications একটি কোম্পানি। যার যোগাযোগের ঠিকানা ব্যবহার করা হয় TAJ CASELINA, Level -2, Plot no sw(1), 4-25 Gulshan Avenue, Gulshan -1, Dhaka -1212.

অর্থাৎ যে ওয়েব সাইটি দিয়ে প্রতারনা করা হচ্ছে সেটা বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে। অথচ গ্রাহকদের বলা হচ্ছে এটি একটি বিদেশী তেল কোম্পানি যা আমেরিকা থেকে পরিচালিত হচ্ছে। প্রতারনার কৌশল হিসেবে ওয়েব সাইটের ঠিকানা গুগল ম্যাপে দেখানো হয়।

এবিষয় প্রযুক্তিবিদদের সাথে আলাপ করলে তারা জানায়, গুগলে ঠিকানা দেখাতে অবশ্যই পিন ভ্যারিফিকেশনের প্রয়োজন হয়। এবং একবার ভ্যারিফাইড হয়ে গেলে ঠিকানা খুব সহজেই পরিবর্তন করা যায়। আর প্রতারকরা গুগলের এই সুবিধাটাই গ্রহন করেছে।

আর্কাইভ অনুযায়ি ওয়েব সাইটের ২০১৪ সালের ১৪ নভেম্বরেও দেখা যায় ওয়েব সাইটটি একটি বাংলাদেশী ওয়েবসাইট হিসেবে উপস্থাপিত। ২০১৬ সালের ১৬ অক্টোবরেও একই কন্টেন্ট দেখা যায় ওয়েব সাইটে।

আর্কাইভ অনুযায়ী ২০১৮ সাল থেকে প্রতারণার জন্য জাল বিছানো শুরু করে।

এবারে দেখা যাক ওয়েব সাইটে যে টিম দেয়া হয়েছে তারা আসলে কারা: ওয়েব সাইটে যে ব্যক্তিদের ছবি ব্যবহার করা হয়েছে তারা মূলত বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করে ব্যবহার করা হয়েছে। চেয়ারম্যান (John Pettigrew) হিসেবে যাকে দেখানো হয়েছে তিনি একজন যুক্তরাজ্যের স্বনামধন্য ব্যবসায়ী। উইকিপিডিয়াতে তার বিস্তারিত দেয়া আছে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে: https://en.wikipedia.org/wiki/John_Pettigrew_(businessman)

CEO যাকে দেখানো হয়েছে Fredrik Widell তার বিস্তারিত তথ্য পাওয়া যাবে http://ieblog.synergyworldwide.com/2013/11/new-vice-president-asia-pacific.html

ফেডরিক উডেল (Fredrik Widell) ২০১৮ সালে আগষ্ট মাসের ১ তারিখ থেকে ভারতে সুইডিস একটি অভিজাত কোম্পানির দক্ষিন এশিয়ার ভাইসি প্রেসিডেন্ট এবং ভারতের পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। বিস্তারিত খবর এই লিংকে: https://retail.economictimes.indiatimes.com/news/health-and-beauty/cosmetics-and-fragrances/oriflame-appoints-frederic-widell-as-vp-and-head-of-south-asia-md-of-india/65529374

এছাড়া টিমের তিন সদস্যের ছবি, নাম এবং পদবী হুবহু অন্য একটি ওয়েব সাইট থেকে কপি করে দিয়েছে। http://kpku.com.my/team.html ওয়েব সাইট থেকে তিনজনের তথ্য চুরি করা। এটি মুলত একটি মালয়শিয়া ভিত্তিক কোম্পানির ক্লাইন্ট প্রফাইল থেকে নাম এবং ছবি হুবহু নেয়া হয়েছে।

এছাড়া ওয়েব সাইটে যে টিম মেমবার আছে তাদের মধ্যে Mario Gomez Lozada নামে যার ছবি ব্যবহার করা হয়েছে সেটা পুরোপুরি অসত্যি এবং ভুল তথ্য। কমিউটি ম্যানেজার হিসেবে যার ছবি ব্যবহার করা হয়েছে তার নাম মূলত Thibault Danjou। এখানে http://icnb.co/ ভিজিট করলে দেখা যাবে ৪র্থ আন্তর্জাতিক একটি কনফারেন্সে তিনি যোগদানও করেছিলেন যা অনুষ্ঠিত হয়েছিল ১৮ থৈকে ২৯ নভেম্বর ২০২০। সেখানে তাকে ইউরোপীয় ইউনিয়ন কমিশন (ফ্রান্স) এর গবেষণা ও উদ্ভাবন বিষয়ক অধিদপ্তরের বিশেষজ্ঞ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

মুলত প্রতারনাকারী ওয়েব সাইটটিতে টিম মেম্বার হিসেবে যাদের দেখানো হয়েছে তারা আসলে ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন পেশায় জড়িত। বিভিন্ন ওয়েব সাইট থেকে তথ্য সংগ্রহ করে এখানে উপস্থাপন করা হয়েছে। তাও আবার ভুল তথ্য দিয়ে।

IPRT কি আসলেই ক্রিপ্টোকারেন্সি বা কোম্পানির অস্তিত্ব আছে? জনপ্রিয় ওয়েব সাইট https://coinmarketcap.com/ ঘেটেও IPRT কোন অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া দাবি করছে বিশ্বের বৃহৎ তেল কোম্পানির একটি শাখা অথচ এই নামে কোন তেল কোম্পানির অস্তিত্ব নেই।

ব্যবহার করা হয়েছে গুগলের ছবি: এত বড় একটি কোম্পানি অথচ তাদের কোম্পানির নিজস্ব কোন ছবি নাই এটা নিশ্চই সম্ভব নয়। অথচ তাদের ওয়েব সাইটে ব্যবহার করেছে যে ছবিগুলো তার সবই গুগল থেকে নেয়া।

কি বলছে গ্রাহকরা: কয়েকজন গ্রাহকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই বিষয়গুলো নিয়ে বিশ্লেষন করলে এইসব তথ্য বেরিয়ে আসে। তথ্যগুলো কয়েকজন গ্রাহককে জানালে তারা হতাশা হয় এবং কৃর্তপক্ষের সাথে যোগাযোগ করে। কর্তৃপক্ষ বলতে তারা বুঝিয়েছে এই IPRT কোম্পানির পক্ষ থেকে বাংলাদেশে অ্যাজেন্ট নিয়োগ দেয়া আছে সেই মুলত এটা চালায়। এজেন্টের পরিচয় এবং বিস্তারিত চাইলে কিছুই দিতে রাজি হয়নি। গ্রাহকদের কমিশনগুলো কিভাবে পান জানাতে চাইলে জানায় তারা প্রতি রবিবার ব্যাংকে কমিশন পান।

Level 2

আমি আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস