একটি কম্পিউটার ভাইরাস এমন একটি মালওয়্যার যা আপনার অজান্তেই ইন্টারনেটের মাধ্যমে আপনার সিস্টেমে প্রবেশ করে। কম্পিউটার ভাইরাস অনেক ধরনের হয়ে থকে। হুমকির ধরনের উপর নির্ভর করে ভাইরাস আপনার কম্পিউটার সেটিংস এবং কখনো কখনো আাপনার হার্ড ড্রাইভকে মারাত্তকভাবে আক্রমণ করতে পারে। যার ফলে আপনার ডাটার অনেক ক্ষতি হয়ে যেতে পারে।
অনেক অ্যান্টিভাইরাস সফটওয়্যার রয়েছে, যা আপনার কম্পিউটার ভাইরাস অপসারণ করতে পারে। তবে, আপনি যদি কোন সফটওয়্যার ব্যবহার করতে না চান এবং ম্যানুয়ালি ভাইরাস অপসারণ করতে চান, সেক্ষেত্রে আপনাকে আপনার সেটিংস ভাইরাস আক্রমণের পূর্বের সেটিংস এ ফিরিয়ে আনার জন্য কম্পিউটারকে কমান্ড দিতে হবে।
এখানে কিভাবে আপনার কম্পিউটার কে সফটওয়্যার ছাড়া ভাইরাস মুক্ত করবেন সে সম্পর্কে জানাবো। তাহলে শুরু করা যাক;
ধাপ-১: Start Button ক্লিক করুন। All Programs সিলেক্ট করুন। Accessories এ চাপ দিন এবং আপনার কার্সরটিকে System Tools সিলেক্ট করে ক্লিক করুন। এবার System Restore নির্বাচন করুন।
ধাপ-২: Restore My Computer to an Earlier Time এ চাপ দিয়ে নেক্সট করুন।
ধাপ-৩: আপনার কম্পিউটারে ভাইরাস সংক্রমিত হওয়ার আগের যেকোন একটি তারিখ সিলেক্ট করে দিন। নেক্সট > ওকে ক্লিক করুন।
confirm Restore Point Selection অপশন দেখতে পাবেন। Next ক্লিক করুন।
আপনার কম্পিউটার পুনরায় চালু হবে, এবং আপনার ঠিক করে দেওয়া তারিখের অবস্থায় ফিরে যাবে।
আপনার কম্পিউটার এখন ভাইরাসমুক্ত।
আরো পড়ুন-
ধাপ-১: স্টার্ট মেন্যুতে ক্লিক করে All Programs এ যান। System Tools এ ক্লিক করে System Restore সিলেক্ট করুন।
ধাপ-২: System Restore Wizard আসলে Next ক্লিক করুন।
ধাপ-৩: ভাইরাস সংক্রমণের পূর্বের একটি তারিখ বেছে নিন। Next>Yes।
ব্যাস, আপনার কাজ শেষ, এবার আপনার কম্পিউটার ভাইরাসের ছলনা ভুলে গিয়ে পুণরায় আপনার কাছে ফিরে আসবে।
আরো পড়ুন- ইংরেজি মাস্টার এখন আপনার কিবোর্ডে
পরামর্শ: আপনি যদি নিয়মিত আপনার কম্পিউটারে নেট ব্যবহার করে থাকেন, তবে আপনার একটি ভাল কোম্পানীর অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল করে নেওয়া উচিত। এক হাজার টাকার মাঝেই আপনি বেশ ভাল একটি লাইসেন্স পেয়ে যাবেন। এরপর আর আপনাকে ভাইরাস নিয়ে চিন্তা করতে হবে না।
{OFF Topic - বাংলা ভাষায় প্রযুক্তি সম্ভার কে বাড়াতে আপনিও আইটি সময় (IT somoy) এর সাথে যোগ দিন এবং ডিজিটাল প্রযুক্তি কে সকলের কাছে সহজভাবে পৌছে দিতে অবদান রাখুন।
visit- http://www.itsomoy.co}
আমি মোঃ আব্দুল্লাহ আল আসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনিয়মিত ব্লগার